এক বধূকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় সাক্ষী দিতে না আসায় দুই এসআইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। মঙ্গলবার তৃতীয় দায়রা আদালতের বিচারক শুভাশিস ঘোষ বর্ধমান থানার প্রাক্তন তথা অবসরপ্রাপ্ত এসআই নবীন চক্রবর্তী ও বর্তমানে আসানসোল দক্ষিণ থানায় বহাল এসআই কৃষ্ণেন্দু জানার নামে পরোয়ানা জারির নির্দেশ দেন। জেলা পুলিশ সুপার ও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে এই পরোয়ানা দু’টি কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। ২০০৭ সালের ১৬ মার্চ বর্ধমানের রায়না গ্রামের বাসিন্দা গোবিন্দ মালের সঙ্গে বিয়ে হয়েছিল তরুণী কান্ডারি মালের। অভিযোগ, বিয়ের পরেই বধূর উপরে বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন তাঁর স্বামী ও শাশুড়ি শেফালিদেবী। শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। সে বছর ৮ অক্টোবর বধূর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার মেলে। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন বধূর দাদা উৎপল মাল। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সরকারপক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, “অভিযুক্ত ও অভিযোগকারীরা আদালতে হাজির হলেও ওই দুই এসআইয়ের অনুপস্থিতির কারণে দীর্ঘ দিন ধরে মামলার নিষ্পত্তি হচ্ছে না। বহু বার সমন পাঠানো হলেও তাঁরা আসেননি। তাই এ বার আদালত পরোয়ানা জারি করেছে।”
|
আদালতের পথে ধৃতেরা। —নিজস্ব চিত্র। |
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া আট ডাকাতকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেটাল ডিভিসির কাছে। ধৃতদের বাড়ি বর্ধমানেরই নানা এলাকায়। ধৃতদের কাছ থেকে দু’টি পাইপগান, চার রাউন্ড গুলি ও ছ’টি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসন মির্জা জানান। মঙ্গলবার ধৃতদের আদালতে পাঠানো হলে তিন জনকে চার দিন পুলিশি হেফাজত ও বাকিদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, ধৃতদের পাণ্ডার নাম শেখ আমিরচাঁদ। তার বিরুদ্ধে ডাকাতি, প্রতারণা ইত্যাদির পুরনো মামলা রয়েছে। তাকে জেরা করে এই দলটি আর কোথায় কোথায় ডাকাতি করেছে, তা জানার চেষ্টা হবে বলে জানিয়েছে পুলিশ।
|
বিএড পাঠক্রমের ফল প্রকাশিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এ বার মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ৩,১২৪। তাঁদের মধ্যে ১৮ জন অনুত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ ২,৮৯৯ জন। পাশের হার ৯৯.৪২ শতাংশ। উপ-পরীক্ষা নিয়ামক রামবিলাস মহাপাত্র জানান, প্রতি বারই এই পরীক্ষায় পাশের হার বাড়ছে। তিনি আরও জানান, ১৬ অগস্ট বিএ পার্ট ৩-এর পাশ পাঠক্রমের ফল প্রকাশ হবে। এ বার পরীক্ষা দিয়েছেন ২৫,৯৮৪ জন। রাজবাটী ক্যাম্পাসে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে দুপুর ১টা থেকে। ওয়েবসাইট থেকে এবং এসএমএস পদ্ধতিতেও ফল জানা যাবে বলে জানানো হয়েছে।
|
বিভাগীয় প্রধান ভূতনাথ ঘোষালকে পদে বহাল রাখার দাবিতে বর্ধমান রাজ কলেজে ফের বিক্ষোভ দেখালেন বিবিএ এবং বিসিএ পাঠক্রমের পড়ুয়ারা। মঙ্গলবার প্রধানের পদে নতুন যোগ দেওয়া শিক্ষকের সামনেই ক্ষোভপ্রকাশ করেন তাঁরা।
|
বর্ধমান শহরে কালনাগেট চত্বর থেকে এক বৃদ্ধকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিশ। ওই বৃদ্ধের বাড়ি বীরভূমের ময়ুরেশ্বর থানা এলাকায়। |