টুকরো খবর |
দু’দিন বিদ্যুৎ নেই, ক্ষোভ জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দু’দিন ধরে বিদ্যুৎহীন জামুড়িয়ার দাহুকা গ্রাম। প্রতিকারের দাবিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে বিদ্যুৎ পর্ষদের কার্যালয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের পক্ষে তুনাই রানা অভিযোগ করেন, দু’দিন আগে ট্রান্সফর্মার বিকল হয়েছে। বিদ্যুৎ দফতরে জামুড়িয়া কার্যালয়ে গেলে আধিকারিক বলছেন এটি পাণ্ডবেশ্বর কার্যালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। পাণ্ডবেশ্বর কার্যালয়ের আধিকারিকের দাবি, এটা তাদের এক্তিয়ারে পরে না। পাণ্ডবেশ্বরের এসএস শুভেন্দু চক্রবর্তীর দাবি, “ওই এলাকা জামুড়িয়া বিদ্যুৎ কেন্দ্রের অধীনেই পরে।” এ দিকে, জামুড়িয়া বিদ্যুৎ কেন্দ্রের এসএস পাল্টা দাবি করেন, ওই এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করে পাণ্ডবেশ্বর। গৃহস্থদের বিদ্যুৎ সরবরাহ করেন তাঁরা। এক দিন আগে বাজ পড়ায় তিনটে ট্রান্সফর্মার বিকল হয়েছে। গ্রামবাসীরা বলছেন সঙ্গে সঙ্গে কাজ করতে হবে। তা সম্ভব নয়।
|
রানিগঞ্জে খনির চাল ধসে ঠিকাকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
খনির চাল ধসে মত্যু হয়েছে এক ঠিকাকর্মীর। অন্য ছ’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কাদির আনসারি (৫০)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার বাঁশড়া কোলিয়ারির বি পিটে। এই খবর চাউর হতেই শ্রমিক সংগঠনগুলি মৃত এবং আহতদের ক্ষতিপূরণ, মৃতের পোষ্যকে চাকরির দাবি জানিয়ে দেহ হাসপাতালে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। |
|
হাসপাতালে জখম। —নিজস্ব চিত্র |
আইএনটিইউসি-র এরিয়া নেতা গৌতম মুখোপাধ্যায় এবং অল ইসিএল কন্ট্রাক্টর শ্রমিক কর্মচারী ইউনিয়নের কাজোড়া এরিয়া সম্পাদক চণ্ডী চট্টোপাধ্যায় জানান, সাত জন ‘স্টপ ওয়াল’ দেওয়ার কাজ করছিল। কোনও সুরক্ষা অধিকর্তা ওভারম্যান ছিলেন না। পদ্ধতি মেনেও কাজ হচ্ছিল না। এখন ঠিকাকর্মীদের দায়িত্ব ইসিএল অস্বীকার করতে পারে না। ইসিএল কর্তৃপক্ষ জানান, পদ্ধতি মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
|
ভূমি দফতরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বাবুরবাঁধ পুকুর ভরাট করে জামুড়িয়া নন্ডী গ্রামে বিনা অনুমতিতে ইটভাটা চলছে। বিজপুর জোরজান্তি এলাকায় রমরমিয়ে অবৈধ কয়লাখনি চলছে। ১৯৮৪ সালে মারা গিয়েছেন এমন ব্যক্তির জমি ২০১২ সালে বিক্রি হচ্ছে বিক্রি হয়েছে তাঁরই সাক্ষর নিয়ে। যা অবাস্তব। বিএলএলআরও দফতর দালালমুক্ত হয়নি। এই সব অভিযোগ তুলে প্রতিকারের দাবিতে মঙ্গলবার জামুড়িয়া বিএলএলআরও দফতরে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূলের জামুড়িয়া ১ ও ২ নম্বর ব্লক কমিটি। ১ নম্বর ব্লকের নেতা অলোক দাস এবং ২ নম্বর ব্লক সভাপতি গোপীনাথ নাথের অভিযোগ, “বিএলআরও দফতরের অনিয়মের কোনও শেষ নেই। খাস জায়গা পাট্টাদারকে না দিয়ে অন্য জনের কাছে বিক্রি হচ্ছে।” বিএলআরও জানান, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
ডিএসপি-র স্কুলবাড়ি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে স্কুল। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠন-পাঠনের জন্য ঘরের সংখ্যা অপ্রতুল। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের নুতনডাঙায় পানশিউলি হাইস্কুল কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) সেখানে ৪টি ক্লাসঘর বিশিষ্ট নতুন একতলা ভবন গড়ে দিল। মঙ্গলবার ভবনের উদ্বোধন করেন ডিএসপির ইডি (প্রজেক্টস) একে রায়। উপস্থিত ছিলেন সংস্থার অন্য আধিকারিকেরা। ডিএসপি কর্তৃপক্ষ জানান, সংস্থার কমিউনিটি সোশ্যাল রেসপনসিবিলিটির আওতায় এলাকার বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়নে কাজ করেন তাঁরা। নতুনডাঙার এই স্কুল বহু পুরনো। ১০১৮ পড়ুয়ার মধ্যে অর্ধেক তফসিলি জাতি ও উপজাতিভুক্ত। এমন একটি স্কুলের উন্নয়নে এগিয়ে আসতে পেরে খুশি তাঁরা।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের শঙ্করপুর মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চাঁদু হাঁসদা (৪০)। বাড়ি গোপালপুরে। তাঁরা তিন জন একটি বাইকে চড়ে যাচ্ছিলেন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই চাঁদু মারা যান। জখম অবস্থায় বাকি দু’জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
|
সমবায়ে জয়ী কো-অর্ডিনেশন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল সেটেলমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে ৯টি আসনে কো-অর্ডিনেশন কমিটি অনুমোদিত সেটেলম্যান্ট কর্মচারী সমিতি জয়ী হল। ফেডারেশন এবং টিএমসি-র ফেডারেশন পৃথক লড়ে।
|
অজ্ঞাতপরিচয় দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডের অদূরে তাঁর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, কলকাতা থেকে আসা একটি বাস থেকে ওই ব্যক্তি বাসস্ট্যান্ডে নেমেছিলেন। পুলিশের অনুমান, হঠাৎ কোনও ভাবে অসুস্থ হয়েই ওই ব্যক্তির মৃত্যু হচ্ছে। পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। |
|