প্রথম ডিভিশন ফুটবল লিগে আরাধনা সঙ্ঘ ১-০ গোলে হারিয়েছে তরুণ স্পোর্টিং ক্লাবকে। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন পিন্টু হেমব্রম। অন্য দিকে, বেগুট মিলন সঙ্ঘ ৫-১ গোলে হারিয়েছে ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। হ্যাটট্রিক করেন রণজিৎ হেমব্রম। অন্য দু’টি গোল সুজয় মান্ডি ও হৃদয় কর্মকারের।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আদিবাসী ফুটবলে মঙ্গলবার প্রথম খেলায় জয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। তারা আসানসোল স্টেডিয়ামে ২-১ গোলে আদিবাসী কিশোর সঙ্ঘকে হারায়। দ্বিতীয় খেলায় আড়াডাঙা এমবিজি ৪-০ গোলে আদিবাসী পঞ্চগ্রাম সমিতিকে হারায়।
|
রাজীব গাঁধী ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল বড়পুকুরিয়া একেএস। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা মিলন সঙ্ঘকে ৪-১ গোলে হারায়। তিনটি গোল দিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের অমর সোরেন।
|
দোমহানি একাদশ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি বারাবনি প্রিমিয়ার ফুটবল লিগের সোমবারের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হল। দোমহানি মাঠে দোমহানি একাদশ এবং মনিডাঙা একাদশ একটি করে গোল করে।
|
অআকখ কালচারাল ক্লাব আয়োজিত অমূল্যরতন বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন বোস ও পাপ্পু রানা স্মৃতি ফুটবলে জয়ী হল পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব। অআকখ-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়।
|
বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল খাঁন্দরা এফএ। বক্তারনগর মাঠে তারা ৩-০ গোলে রানিগঞ্জ ওয়াইএমসিএ-কে হারায়।
|
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার জয়ী হল বাঘমারা বুলেট ক্লাব। চিনাকুড়ি মাঠে তারা ৩-১ গোলে শীতলপুর বিআর আম্বেদকরকে হারায়। |