পর্যটক টানতে শহরকে ত্রিফলা আলোয় সাজাতে উদ্যোগী হয়েছে কোচবিহার পুরসভা। এ জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকার পরিকল্পনা তৈরি করে অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। রাজ্য পুর দফতর প্রকল্প অনুমোদন করলে চলতি বছরে ত্রিফলা আলোয় শহর সেজে উঠবে এমনটাই আশা পুর কর্তৃপক্ষের। পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডু বলেন, “কোচবিহার শহরের আকর্ষণ বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সাগরদিঘি চত্বর সাজানো হয়েছে। এ বার ত্রিফলা আলোয় রাতের শহরকে আরও সুন্দর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের কাছে প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হয়ে যাবে।”
কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে শহরে পাঁচশো ত্রিফলা আলোক স্তম্ভ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের কোন রাস্তায় ওই আলোর ব্যবস্থা করা হবে তা প্রকল্পে ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, রাজার আমলের তৈরি নির্দশন এবং বিভিন্ন মূর্তির সামনেও ত্রিফলা আলোক স্তম্ভ বসানো হবে। যে সমস্ত রাস্তার পাশে ত্রিফলা আলো বসবে সেগুলি হল—কোচবিহার-দিনহাটা রাস্তার রামকৃষ্ণ মঠ লাগোয়া এলাকা থেকে মরাপোড়া চৌপথি, স্টেশন মোড় থেকে রেল গুমটি হয়ে আইটিআই মোড়, কেশব রোডের গুঞ্জবাড়ি চৌপথি থেকে রাজবাড়ি এলাকা, সুনীতি রোডের হরিশ পাল চৌপথি থেকে বৈরাগী দিঘি, মীনাকুমারী চৌপথি থেকে বাদুরবাগান এলাকা, কামেশ্বরী রোড, ক্যান্সার সেন্টার রোড। পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ বলেন, “প্রকল্পটি প্রায় সওয়া এক কোটি টাকার। রাজ্যের পুরমন্ত্রীর কাছে আমি নিজে সেটা জমা দিয়েছি। উনি অনুমোদনের আশ্বাস দিয়েছেন।” পুরসভার কর্তারা জানান, প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে চলতি বছরে কাজ শুরুর চেষ্টা করা হবে। এ জন্য প্রাথমিক প্রস্তুতিও চলছে। কাজের সুবিধার জন্য পুরসভার বিদ্যুৎ দফতরের তরফে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে ১০টি সার্কেলে ভাগ করা হয়েছে। ওই সার্কেলের আওতায় থাকা রাস্তার একদিকে ২৫ মিটার থেকে ৩০ মিটার দূরত্বে আলোক স্তম্ভ বসানো হবে। পুরকর্তাদের দাবি প্রস্তুতি থাকায় প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু করতে সমস্যা হবে না। পুরসভার বিদ্যুৎ দফতরের আধিকারিক নবেন্দ্যু দাস বলেন, “শহরের প্রায় ১৬ কিমি এলাকা ত্রিফলা আলোর আওতায় আনা হবে।” |