সীমান্ত রক্ষী বাহিনী ও গ্রামবাসীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ডুমরন গ্রামে। রবিবার রাতের ওই ঘটনায় অস্ত্রের আঘাতে জখম হন সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান হরিওম যাদব। ওই জওয়ানের চালানো গুলিতে আহত হন স্থানীয় বাসিন্দা মহিলা মুক্তি কর্মকার। গুলি চালানোয় অভিযুক্ত বিএসএফ জওয়ানের শাস্তির দাবিতে সোমবার হিলি থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ দিন বিএসএফের আইজি সুরেন্দ্রকুমার শর্মা বলেন, “বিএসএফ গরু পাচারে বাধা দিলে গ্রামবাসীদের উস্কে দিয়ে পাচারকারীরা যৌথ ভাবে ওই জওয়ানের উপরে সশস্ত্র হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। আত্মরক্ষার জন্য ওই জওয়ান গুলি চালালে তা গ্রামের এক মহিলার পায়ে লাগে।” পুলিশ এবং বিএসএফ পৃথক ভাবে ঘটনার তদন্তে নেমেছে। আহত জওয়ান এবং গুলিবিদ্ধ মহিলাদু’জনকেই বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ওই জওয়ানকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরানো হয়। |
হিলি সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। সেই সুযোগে রাতের অন্ধকারে সেখান দিয়ে নিয়মিত গরু পাচার হয় বলে অভিযোগ রয়েছে বিএসএফের কাছে। ওই রাতে সীমান্ত-চৌকিতে পাহারায় ছিলেন হরিওম যাদব-সহ বিএসএফের ৯৬ নম্বর কোম্পানির দুই জওয়ান। বিএসএফের দাবি, সাড়ে ১০টা নাগাদ অন্ধকারে বাংলাদেশের দিকে এক জোড়া গরু পাচার হয়। অভিযোগ, জওয়ানেরা বাধা দিতে গেলেই গোলমাল বাধে। হরিওমকে হামলাকারীরা ঘিরে ধরেছেন দেখে সঙ্গী জওয়ান দেড়শো মিটার দূরের ক্যাম্পে খবর দিতে যান।
গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, ক্যাম্প থেকে বিএসএফের বাহিনী এলাকায় পৌঁছে তল্লাশির নামে ‘বিনা কারণে অত্যাচার’ চালায়। গ্রামের বাসিন্দা মায়া বর্মন, সুনীতি টুডু, মীনা মণ্ডলদের অভিযোগ, “কী হচ্ছে বুঝতে না পেরে বাইরে দেখতে জানলা দিয়ে মুখ বাড়াতেই জওয়ানরা লাঠির বাড়ি মারে!” মুক্তিদেবীর বক্তব্য, “যখন গোলমাল শুরু হয়, তখন রান্নাঘরে ছিলাম। হঠাৎ বাঁ পায়ে গুলি লাগে। মেঝেতে লুটিয়ে পড়ি। লোকজন হাসপাতালে নিয়ে যেতে চাইলেও জওয়ানেরা দীর্ঘক্ষণ বাধা দেন।” পক্ষান্তরে, বিএসএফের দাবি, যাঁরা গোলমাল পাকিয়েছেন, তাঁদের সঙ্গেই ছিলেন মুক্তিদেবী। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “বিএসএফ এবং গ্রামবাসীদু’তরফেই লিখিত অভিযোগ মিলেছে। তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসেছে।” বিএসএফ জানিয়েছে, বিভাগীয় পর্যায়েও ঘটনার বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। |