টুকরো খবর
অজানা জ্বরে মৃত্যু কিশোরের
কলকাতায় অজানা জ্বর নিয়ে চিন্তা বাড়ছিল চিকিৎসকদের। তার মধ্যেই রবিবার রাতে দক্ষিণ কলকাতার ৯৭ নম্বর ওয়ার্ডে মৃত্যু হল দেবব্রত ভট্টাচার্য (১৬) নামে এক কিশোরের। স্থানীয় সূত্রের খবর, গত ৬ দিন ধরে দেবব্রত জ্বরে ভুগছিল। পরে তাকে এক বেসরকারি নাসিংহোমে ভর্তি করা হয়। সেখানেই ভাইরাল জ্বরের সঙ্গে রক্তক্ষরণ হওয়ায় মারা যায় ওই কিশোর। মৃত্যুর কারণ জানতে সোমবার সংশ্লিষ্ট নার্সিংহোমে যান পুর-চিকিৎসকেরা। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, নার্সিংহোমে ওই কিশোরের বেড টিকিট থেকে দেখা গিয়েছে মৃত্যুর কারণ ডেঙ্গি নয়। ভাইরাল জ্বরের সঙ্গে রক্তক্ষরণ ও কিডনির অসুখ মৃত্যুর কারণ। পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ডেঙ্গি আছে কি না তা জানার জন্য ওই কিশোরে রক্ত নিয়ে আন্টিজেন ও আন্টিবডি পরীক্ষা করা হয়েছিল। কিন্তু ডেঙ্গির জীবাণু মেলেনি।

তৃণমূল নেতার নার্সিংহোমে চিকিৎসক-নিগ্রহের অভিযোগ
পাঁশকুড়ার এক তৃণমূল নেতার নার্সিংহোমে চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা সংক্রান্ত কাজের নথি দেখতে সোমবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি নার্সিংহোমে গিয়েছিলেন এক চিকিৎসক ও তাঁর সহযোগী। অভিযোগ, নার্সিংহোমের মালিক তথা পাঁশকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনিসুর রহমান সহযোগিতা তো করেননিই, উল্টে মারধর করে আটকে রাখেন দু’জনকে। পরে ছাড়া পেয়ে পাঁশকুড়ার বিডিও-র কাছে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। বিডিও ইন্দ্রাণী সরকার বলেন, “পরিদর্শনে যাওয়া চিকিৎসক ও তাঁর এক সহযোগীকে মারধর করার অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি।’’ অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, “রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার পরিদর্শনের কাজে আমার নার্সিংহোমে নিয়মিত চিকিৎসক আসেন। কিন্তু এ দিন ওই চিকিৎসক ছাড়াও যিনি এসেছিলেন, তিনি সংস্থার কেউ নন। ওরা এখানে এসে আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। এই নিয়ে ঝামেলা হয়। তবে, মারধরের অভিযোগ ঠিক নয়।’’ তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বলেন, “চিকিৎসক নিগ্রহের ঘটনা আমরা সমর্থন করি না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’ রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় বিপিএল পরিবার ও একশো দিনের কাজে নিযুক্ত শ্রমিকদের চিকিৎসার জন্য পূর্ব মেদিনীপুর জেলার ৬১টি নার্সিংহোমের সঙ্গে সরকারি বিমা সংস্থার চুক্তি রয়েছে। পাঁশকুড়ায় ওই নার্সিংহোম তারই মধ্যে পড়ে। চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে বিমা সংস্থা নিযুক্ত একটি সংস্থার চিকিৎসক বিদেশ দে ও তাঁর সহকারী সুহাশিস মাইতি সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ ওই নার্সিংহোমে গিয়েছিলেন। তাঁদের অভিযোগ, “চিকিৎসা সংক্রান্ত কিছু নথিপত্র চাওয়ার পরই আমদের মারধর করতে থাকেন আনিসুর। পরে তাঁর কয়েকজন সহযোগীও মারধর করেন। আমাদের আটকে রেখে হুমকি দেয় ওরা।”

অসুস্থ চল্লিশ
ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন সালারের বাবলা গ্রামের জনা চল্লিশেক বাসিন্দা। ভরতপুর-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানা গিয়েছে, রবিবার থেকেই একের পর এক ডায়েরিয়া আক্রান্ত রোগী স্বাস্থ্যকেন্দ্রে আসতে থাকেন। তাঁদের ১৪ জন ভর্তি আছেন সালার হাসপাতালে। কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামেরই বেশ কয়েকজন। ভরতপুর-২ এর স্বাস্থ্য আধিকারিক সত্যজিৎ সরকার বলেন, “ওই গ্রামে আমরা মেডিক্যাল ক্যাম্প খুলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

ডেঙ্গিতে আক্রান্ত
এক রোগীর দেহে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে জানা গিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সূত্রে। দিন দুয়েক আগে জ্বর ও শরীরে ব্যাথা নিয়ে কাকলি রায় নামে এক বৃদ্ধা ওই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ডেঙ্গির কিট না থাকায় বাইরের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি থেকে ওই রোগীর রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্টে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালের প্রাক্তন সুপার তথা হাসপাতালের বর্তমান চিকিৎসক মিহির নন্দী জানান, হাসপাতালে ওই রোগীর ডেঙ্গির চিকিৎসা চলছে।

কিট অমিল,ক্ষোভ
রক্তের কিট না মেলায় সোমবার মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেয় বহরমপুর শহর কংগ্রেস। চাহিদা অনুযায়ী ওই কিট সরবরাহ না হওয়ায় বিপাকে পড়েছেন রোগীর বাড়ির আত্মীয়রা। কিট না থাকায় আয়োজিত রক্তাদান শিবির বাতিলও হতে পারে বলে আশঙ্কা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.