রবিবার খড়্গপুর শহরের তালবাগিচা হাইস্কুলে আয়োজিত হল বিদ্যালয় পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ৬ টি আসনের সবকটিতেই জেতে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে বামফ্রন্ট, এসইউসিআই, কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-সহ নির্দল দলের ৮ জন মিলিয়ে মোট
৩২ জন প্রার্থী ছিলেন। গত নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল ও এসইউসিআই জোট। এ বছর তৃণমূল সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন সন্তোষ দেবনাথ, মানিক কর, বিনন্দ দোলুই, সুজিত দিন্দা, গুরুপদ দে ও সত্যরঞ্জন সরকার।
|
রবিবার খড়্গপুর শহরের ঝাপেটাপুরে পুরসভা সভাগৃহে আয়োজিত হল স্মল সেভিংস এজেন্ট ইউনিয়নের খড়্গপুর শাখার বার্ষিক সাধারণ সভা। সভায় ডাক বিভাগের স্বল্প সঞ্চয় এজেন্টদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। কিষান বিকাশ পত্র চালু, কমিশন বৃদ্ধি, এমআইএসে বোনাস চালুর দাবি জানানো হয়।
|
শনিবার খড়্গপুর শহরে গোলবাজার দুর্গামণ্ডপে আয়োজিত হল সঙ্গীতশিল্পী পিন্টু গুপ্ত-র দ্বিতায় বর্ষ স্মরণ সভা। সভায় স্মৃতিচারণ-সহ আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগদান করেন ‘প্রেরণা’-র সদস্যরা। উপস্থিত ছিলেন হেমা চৌবে, খোকন সরকার-সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য ২০১০ সালের ১১ অগস্ট পথ দুর্ঘটনায় মারা যান পিন্টু গুপ্ত। |