টুকরো খবর
নতুন প্রধান পঞ্চায়েতে
সিঙ্গুরের আনন্দনগর পঞ্চায়েতের নতুন প্রধান হলেন সুনীল খামারু। এর আগে তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান ছিলেন প্রেমপ্রসাদ অধিকারী। তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে। সেই নিয়ে স্থানীয় বিডিও তদন্ত শুরু করেন। এরপরে দলীয় নির্দেশে প্রেমপ্রসাদবাবু পদত্যাগ করেন। তিনি পদত্যাগ করার পর থেকে অস্থায়ী ভাবে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন উপপ্রধান। নতুন প্রধান ঠিক করতে সম্প্রতি আলোচনায় বসেন তৃণমূল নেতৃত্ব। সিঙ্গুরের বিধায়ক তথা কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হরিপালের বিধায়ক বেচারাম মান্না-সহ ব্লক স্তরের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকেই নতুন প্রধান হিসেবে সুনীলবাবুর নাম চূড়ান্ত হয়। প্রসঙ্গত, আনন্দনগরের পঞ্চায়েত প্রধানকে নিয়ে দীর্ঘদিন ধরেই জলঘোলা হচ্ছিল। বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে প্রেমপ্রসাদবাবুর বিরুদ্ধে। তিনি অবশ্য আগেই জানিয়েছিলেন, তাঁকে ‘হেয় করার জন্য’ দলেরই একটি অংশ ‘অনিয়মের গল্প’ রটিয়েছে। এ বিষয়ে সিঙ্গুরের এক তৃণমূল নেতা বলেন, “নির্দিষ্ট অভিযোগ সাপেক্ষে ওই প্রধান পদত্যাগ করেছিলেন। সিঙ্গুরে আমাদের হাতে তো আরও পঞ্চায়েত রয়েছে। আর কারও বিরুদ্ধে তো কেউ অভিযোগ তুলছে না!”

বধূ নির্যাতনের নালিশ, ধৃত বিজেপি কর্মী
বধূ নির্যাতনের অভিযোগে সোমবার গ্রেফতার করা হল গোঘাটের এক বিজেপি কর্মীকে। গত বিধানসভা নির্বাচনে সুকুমার বাগ নামে ওই দলীয় কর্মীকে প্রার্থী করেছিল বিজেপি। সুকুমারবাবু গোঘাটের হাজিপুরের বাসিন্দা। গত বুধবার তাঁর স্ত্রী সন্ধ্যাদেবী ওই অভিযোগ দায়ের করেন থানায়। সোমবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। দলীয় কর্মীকে গ্রেফতার নিয়ে গোঘাটের বিজেপি নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান ওই দম্পতি দিনমজুরি করে সংসার চালাতেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে অধিকাংশ দিনই সুকুমারবাবু তাঁর স্ত্রীর উপরে নিযার্তন চালাতেন। গত মঙ্গলবারও তিনি লাঠি দিয়ে সন্ধ্যাদেবীকে মারেন বলে অভিযোগ। সন্ধ্যাদেবীর মাথা ফেটে যায়। তার পরেই তিনি ওই অভিযোগ দায়ের করেন। যদিও স্বামীকে গ্রেফতার হওয়ার পরে সন্ধ্যাদেবী জানিয়েছেন, তিনি মামলা তুলে নিতে চান। তাঁর কথায়, “স্বামী মদ খেয়ে যত অশান্তি করে। তাঁকে শোধরাতে এবং ভয় দেখাতে পুলিশের দ্বারস্থ হই। এর বেশি আর কিছু নয়। মামলাটা তুলে নিতে চাই।”

ট্রাকের ধাক্কায় মৃত পুলিশকর্মী
বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ মন্দিরের কাছে জিটি রোডে। পুলিশ জানায়, প্রদীপকুমার বর্মন (৫৫) নামে ওই ব্যক্তি শ্রীরামপুরের ভাগীরথী লেনের একটি আবাসনে থাকতেন। হাওড়া পানিয়াড়া পুলিশ লাইনের গাড়ি-চালক ছিলেন তিনি। এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ মোটরবাইকে কর্মস্থলে যাচ্ছিলেন প্রদীপবাবু। সে সময়ে একটি ট্রাক তাঁকে পিছন দিক থেকে ধাক্কা মারে। ছিটকে পড়েন প্রদীপবাবু। ট্রাকের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। শ্রীরামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। ট্রাকটি আটক করেছে পুলিশ। চালক ও খালাসি পলাতক। কিছু দিন আগেই মাহেশে জিটি রোডে দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন এক কলেজ শিক্ষকের। সাধারণ মানুষের অভিযোগ, একেই জিটি রোড ঘিঞ্জি। তা সত্ত্বেও বহু ট্রাকচালক বেপরোয়া ভাবে অত্যন্ত দ্রুতগতিতে ট্রাক চালান। নিয়মিত দুর্ঘটনা ঘটলেও তাঁরা ভ্রুক্ষেপ করেন না।

খাল থেকে উদ্ধার দেহ
সেতুর নীচে একটি খাল এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হল। পাশেই জখম অবস্থায় পড়ে ছিলেন ওই যুবকের খুড়তুতো দাদা। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার ভোরে পুড়শুড়ার আলাটির ঘটনা। মৃতের নাম পরিমল দাস (২০)। বাড়ি পুড়শুড়ার নিমডাঙিতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। দেহটি যেখানে পড়েছিল, তার কিছুটা দূর থেকে পরিমলের মোটরবাইকটি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পুড়শুড়ার পঞ্চাননতলায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন পরিমল ও তাঁর খুড়তুতো দাদা দেবতনু দাস। রাত ১টা নাগাদ তাঁরা ফিরছিলেন। মোটরবাইক চালাচ্ছিলেন পরিমল। আলাটির ৩ নম্বর সেতুতে একটি বড় গর্তে চাকা পড়ে যাওয়ায় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে পুলিশের অনুমান। স্থানীয় লোক দুই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দেবতনুকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুটবল নিয়ে সভা
আরামবাগ মহকুমা ক্রীড়া সংস্থার বার্ষিক রেফারি সেমিনার হল রবিবার। মহকুমাশাসকের সভাকক্ষে ওই সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি জয়ন্ত বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় স্তরে রেফারিদের প্রশিক্ষক সুনন্দ বসু। মহকুমার ৪৫ জন রেফারিও ছিলেন। মূল আলোচ্য বিষয় ছিল, ফুটবলের নতুন নিয়ম ও মাঠে তার প্রয়োগ।

অপহরণের অভিযোগে ধৃত
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে জামুরিয়া থানা এলাকা থেকে ওই তরুণকে ধরা হয়। ওই এলাকাতেই তাঁর বাড়ি। দক্ষিণ হাবরায় বাসিন্দা ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করেছে। ২১ জুন স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী। ওই তরুণের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, ওই ছাত্রীর সঙ্গে ধৃতের সম্পর্ক রয়েছে।

বধূর অপমৃত্যু
এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় রবিবার রাতে পুড়শুড়ার বড়ালডাঙ্গির বাসিন্দা শম্পা মাইতি (২৬) নামে ওই বধূর ঝুলন্ত দেহ ঘরের বারান্দা থেকে উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.