শেয়ারে লগ্নিতে বৈধ আধার কার্ড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এখন থেকে শেয়ার বাজারে টাকা ঢালতে আধার-কার্ডকে ঠিকানার বৈধ প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন লগ্নিকারীরা। এই মর্মে নির্দেশ জারি করেছে বাজার নিয়ন্ত্রক সেবি। এত দিন এই কার্ড শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেত। এ বার মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজ সংস্থার মতো জায়গাতেও তা কাজে লাগানো যাবে পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে। |
গাড়ি ফেরাচ্ছে ফোর্ড
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতে ১.২৮ লক্ষ ছোট গাড়ি ফিগো এবং সেডান ক্লাসিক ফেরানোর কথা জানাল ফোর্ড মোটরের ভারতীয় শাখা। সংস্থা জানিয়েছে, ২০০৮-এর জানুয়ারি থেকে ২০১১ সালের ফেব্রুয়ারির মধ্যে তৈরি গাড়িগুলির ‘পাওয়ার স্টিয়ারিং হোস’ এবং ‘রিয়র টুইস্ট বিম’-এ ত্রুটির জন্যই এই সিদ্ধান্ত। সংস্থার দাবি, দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতা হিসেবেই ওই সব গাড়ি ফিরিয়ে নিচ্ছে তারা। |
টাটা স্টিলের মুনাফা পড়ল ৮৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদন |
বিশ্ব বাজারে চাহিদা পড়ায় মুনাফা কমলো টাটা স্টিলের। গত জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে সব মিলিয়ে তা প্রায় ৮৯% কমে দাঁড়িয়েছে ৫৯৮ কোটি টাকা। গত বছরের এই সময়ে যা ছিল ৫,৩৪৭ কোটি। তবে আলোচ্য সময়ে ব্যবসার পরিমাণ ২.৫% বেড়ে হয়েছে ৩৩,৮২১ কোটি। |
বেনামি লেনদেন নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বেনামি লেনদেন রুখতে কেন্দ্রকে আরও কড়া আইন আনতে আর্জি জানাল সংসদীয় কমিটি। পরামর্শ দিল জম্মু ও কাশ্মীরকেও এর আওতায় আনার। কমিটির অভিযোগ, এখন যে আইন রয়েছে, তাতে ফাঁক-ফোকর আছে। তা ছাড়া তাকে কড়া হাতে কার্যকরও করেনি কেন্দ্র। |
অজিত প্রভু কোয়েস্ট গ্লোবাল সার্ভিসেস সিঙ্গাপুর ও তার শাখা কোয়েস্ট গ্লোবাল ইঞ্জিনিয়ারিং-এর চেয়ারম্যান এবং সিইও হয়েছেন। |