‘মস্তিষ্ক প্রতিস্থাপন’ হল ‘কিউরিওসিটি’র।
এক সপ্তাহ হয়ে গেল মঙ্গলে ‘কিউরিওসিটি’। লাল গ্রহের মাটিতে নামার সময় হাজারো ঝক্কি-ঝামেলা পেরিয়ে এসেছে সে। এখন আর সে সব ঝামেলা নেই। তবে যে কোনও সময় ধূলোর ঝড় উঠতে পারে মঙ্গলে। বা অন্য কোনও প্রতিকূল পরিস্থিতিরও মুখোমুখি হতে পারে ‘মিস কৌতূহল’। কাছে-দূরের নানা ছবি তুলে নাসার গবেষণাগারে ছবি পাঠাতে হবে। সে সব সামলাতেই এই ‘মস্তিষ্ক প্রতিস্থাপন’। আসলে, কিউরিওসিটির মূল কম্পিউটারগুলিতে নাসার ভরে দেওয়া একটি সফট্ওয়্যার কাজ করা শুরু করেছে। |
১০ অগস্ট থেকেই সফট্ওয়্যার চালু করার কাজ শুরু হয়ে গিয়েছে। আজ নাসার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হল।
পৃথিবী থেকে যাত্রার সময়েই রোভারের ‘মেমারিতে’ বেশ কিছু সফট্ওয়্যার ভরে দিয়েছিলেন নাসার বিজ্ঞানীরা। নাসার জেট প্রোপালসন ল্যাবের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেন সিচি বলেন, “আমরা এমন ভাবেই পুরো ব্যাপারটাকে সাজিয়েছিলাম, দরকার মতো বিভিন্ন পর্যায়ে এক একটা সফট্ওয়্যার চালু হয়ে যাবে।”
|
ব্যাঙ্ক জালিয়াতি দিন দিন বাড়ছে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, অনলাইনে দেওয়া ‘টোপ’ গিলে ভুক্তভোগী ব্যক্তি নিজেই বিপদ ডেকে এনেছেন। জালিয়াতদের হাত এড়াতে তাই পুলিশ দিচ্ছে কিছু সতর্কতার পাঠ। |
• অপরিচিতের ই-মেলে ক্লিক করবেন না।
• সোশ্যাল নেটওয়ার্কে অচেনা কারও আমন্ত্রণে সাড়া নয়।
• লটারি সংক্রান্ত এসএমএস, মেল উপেক্ষা।
• পারলে সরাসরি ব্যাঙ্কে যান।
• অনলাইন ব্যাঙ্কিং পাসওয়ার্ড শুধু নিজের কাছে।
• ব্যাঙ্কের আসল সাইট চিনে নিন।
• ভোটার-প্যানকার্ডের কপি কাউকে নয়।
• অপরিচিতকে অ্যাকাউন্টের তথ্য দেবেন না।
• ফোন-ব্যাঙ্কিংয়ে ব্যক্তিগত তথ্য কদাপি নয়।
• অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মনে হলেই পুলিশে খবর। |