মুখোমুখি হতে পারে ‘র’ এবং আইএসআই |
ক্রমাগত একে অপরকে না দুষে, নিজেদের মধ্যে আস্থা বাড়াতে দু’দেশের গুপ্তচর সংস্থাকে এ বার মুখোমুখি বসাতে পারে ভারত-পাকিস্তান। আজ সংবাদ মাধ্যমের এক রিপোর্টে এ কথা প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে, প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিছুটা শোধরাতে অনেকগুলি পদক্ষেপের মধ্যে এটিও একটি। তবে, পাক গুপ্তচর সংস্থা ‘আইএসআই’ এবং ভারতের ‘র’-এর এক টেবিলে বসা নিয়ে দু’দেশের কেউই এখনই মুখ খুলতে চাইছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “এখনই এ বিষয়ে বলা সম্ভব নয়।” তিনি আরও জানান, পশ্চিমী দেশগুলি, বিশেষত আমেরিকা এ বিষয়ে উৎসাহ প্রকাশ করেছে।
|
কয়লাখনিতে দুর্ঘটনায় মারা গেলেন ৪ শ্রমিক। এখনও আটকে রয়েছেন ১৭ জন। সোমবার উত্তর-পূর্ব চিনের ঘটনা। গ্যাস থেকেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
|
ভূমিকম্পে ইরানে মৃতের সংখ্যা ২২৭ থেকে বেড়ে দাঁড়াল ৩০৬। আহত ৩,০৩৭। মৃতদের অধিকাংশই মহিলা ও শিশু।
|
নির্বিঘ্নে অলিম্পিক শেষ হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ব্রিটেনবাসীকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
|
কয়েক সেকেন্ডের মধ্যে গতিবেগ ঘণ্টায় ৪৫০০ মাইল হতে পারে, এমন বিমান তৈরি করছে মার্কিন সেনা। তার নাম এক্স-ফিফটিওয়ানএ ওয়েভরাইডার। |