রানিগঞ্জে ধস, ধোঁয়া
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
৭০ বর্গফুট এলাকা জুড়ে ধস নামল রানিগঞ্জের নিমচা ফায়ার প্রজেক্ট এলাকার অদূরে। প্রায় ১০ ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। ইসিএল ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে এই ধস তৈরি হয়েছে। ক্রমাগত ধোঁয়া নির্গত হচ্ছে সেখান থেকে। সোমবার সকালে জেকে নগর কোলিয়ারি কর্তৃপক্ষের হাতে একটি দাবিপত্র তুলে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ২০০৯ সাল থেকে বারবার একই ঘটনা ঘটছে। ইসিএল কর্তৃপক্ষ প্রতিকারের আশ্বাস দিয়েও স্থায়ী সমাধান করছেন না। |
সিপিএমের মিছিল দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহিলা সমবায় ব্যাঙ্ক পরিচালন সমিতির নির্বাচনের দিন মহিলা ভোটারদের সঙ্গে অশালীন ব্যবহার এবং সিটি সেন্টারে জোনাল কার্যালয়ে হামলার প্রতিবাদে সোমবার মিছিল বের করল সিপিএম। এডিডিএ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। সংগঠনের পক্ষ থেকে মহকুমাশাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিএমের অভিযোগ, নির্বাচনের দিন ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম সমর্থক মহিলা ভোটারদের সঙ্গে অশালীন ব্যবহার করে। তাঁদের ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। সিটি সেন্টারের দলীয় কার্যালয়ে ঢুকে তারা চেয়ার টেবিল উল্টে দেয় ও বর্ধমান দুর্গাপুরের সাংসদ সইদুল হককে মারধর করে বলে অভিযোগ। পুলিশ ওই ভোটগ্রহণ কেন্দ্রে লাঠি চালায়। ১০ জন তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়। |
তালা ভেঙে লুঠ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক ব্যক্তির বাড়িতে তালা ভেঙে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। আসানসোল দক্ষিণ থানার গোপালপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, তদন্ত চলছে। ওই বাড়ির গৃহকর্তা জগন্নাথ হালদার তিন দিন আগে কলকাতায় এক নিকট আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। পরিচিত একজনকে ঘরে থাকার জন্য চাবি দিয়ে গিয়েছিলেন। সোমবার সকালে তাঁর কাছ থেকে ফোনে খবর পান ঘরের পিছনের দিকে ছাদের দরজা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকে লুঠপাট চালিয়েছে। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার বিকেলে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম শুভাশিস ঘোষ (২৮)। বাড়ি বীরভূমের ইলামবাজারে। তিনি একটি মোটর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। ধোবারুর কাছে একটি লরি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে প্রায় আধঘণ্টা ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। লরিটি আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। চালক ও খালাসি পলাতক। |