টুকরো খবর |
ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
|
—নিজস্ব চিত্র। |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে শুরু হয়েছে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। রবিবার বিদ্যাপীঠের স্বদেশবেদীর সামনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বেলুড় মঠের ট্রাস্ট্রি স্বামী দিব্যানন্দ। ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ, পুরুলিয়ার বিধায়ক কেপি সিংহদেও প্রমুখ। প্রতিযোগিতায় যোগ দিয়েছে জেলার১৬টি স্কুল। উদ্বোধনী ম্যাচে লাগদা হাইস্কুলকে ৩-১ গোলে হারিয়েছে আড়শা হাইস্কুল। উদ্বোধনে উপস্থিত ছিলেন চার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচাযর্, সমরেশ চৌধুরী, গৌতম সরকার ও সুধীর কর্মকার। বর্তমান প্রজন্মকে ফুটবল খেলায় উৎসাহী করার জন্য এই ধরনের প্রতিযোগিতার আরও দরকার বলে জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য। ফুটবল খেলার প্রয়োজনীয়তা নিয়ে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি উল্লেখ করেন গৌতম সরকার।
|
বকেয়া দেওয়ার দাবি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মনসাপুজো ও ইদের আগে বকেয়া বেতন না পাওয়ায় পুরুলিয়া পুরসভার অস্থায়ী শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেধেছে। তাঁদের অভিযোগ, ১৮ মাস ধরে বেতন মিলছে না। সম্প্রতি কংগ্রেস এ নিয়ে পুরভবনে অবস্থান বিক্ষোভও করে। কংগ্রেস কাউন্সিলর সমীরণ রায়ের দাবি, “সামনে মনসা পুজো ও ইদ। তাই শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত দেওয়ার দাবি জানিয়েছি।” পুরসভার অস্থায়ী শ্রমিকদের একটি সংগঠনের প্রতিনিধি বাসুদেব বাউরি বলেন, “মনসা পুজোর আগে ও দুর্গাপুজোর আগে আমাদের বকেয়া বেতন দিতে হবে” সেই সঙ্গে তাঁরা বোনাস দেওয়ার দাবিও জানিয়েছেন। পুরপ্রধান তৃণমূলের তারকেশ চট্টোপাধ্যায়ের আশ্বাস, “আর্থিক সমস্যার মধ্যেও মনসা পুজোর আগে অস্থায়ী শ্রমিকদের একমাসের মাইনে দেওয়ার চেষ্টা হচ্ছে।”
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
অতীত, বর্তমান ও ভবিষ্যত শীর্ষক জেলাস্তরের বিজ্ঞান আলোচনা হয়ে গেল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। গত 8 অগস্ট পুরুলিয়ার জেলার ১১টি ব্লক থেকে ১৬টি স্কুলের মোট ২৪জন ছাত্রছাত্রী আলোচনায় যোগ দেন। গণিতজ্ঞ রামানুজনের স্মরণে এই বর্ষটিকে উৎসর্গ করায় এ বারের আলোচনা গণিত উপরেই হয়। মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম হয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের রূপক ঠাকুর, দ্বিতীয় রাষ্ট্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের মেঘা ঘোষ, তৃতীয় এজি চার্চ স্কুলের অধ্যেতা চৌধুরী, চতুর্থ হয় নপাড়া উচ্চ বিদ্যালয়ের সায়ন দত্ত, পঞ্চম পুরুলিয়া জিলা স্কুলের শুভদীপ মাহাতো এবং ষষ্ঠ আদ্রার এসই রেলওয়ে বয়েজ হাইস্কুলের সোহম চৌধুরী। অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
মাওবাদী বলে তোলা চেয়ে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
মাওবাদীদের নাম করে এক রেলকর্মীর কাছ থেকে তোলা আদায়ের হুমকি দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম পঞ্চানন কর্মকার ও সুভাষ কৈবর্ত্য। হুড়া থানার লক্ষণপুরে তাদের বাড়ি। রবিবার সন্ধ্যায় তাদের ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি আদ্রার বাসিন্দা এক রেলকর্মীর কাছ থেকে মাওবাদীদের নাম করে লক্ষাধিক টাকা দাবি করেছিল। তা না দিলে তাঁকে খুন করারও হুমকি দেওয়া হয়। এরপরেই ওই রেলকর্মী কর্মী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ওই রেলকর্মীর কাছ থেকে দুষ্কৃতীরা মাওবাদীদের নাম করে ৫ লক্ষ টাকা দাবি করেছিল। পরে মোবাইল ফোনের সূত্র ধরে দ্রুত ওই দুই দুস্কৃতীকে ধরা হয়। ওদের বিরুদ্ধে আগেও মাওবাদীদের নাম করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।” পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও সিম কার্ড আটক করা হয়েছে।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
সারের কালোবাজারি বন্ধ করা, খাতড়া মহকুমা হাসপাতালের সার্বিক উন্নয়ন, ভূমিহীনদের জমি দান-সহ ৮ দফা দাবিতে সম্প্রতি খাতড়া ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। পরে খাতড়ার যুগ্ম বিডিও-র কাছে তাঁরা স্মারকলিপি দেন। বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিৎ দাস বলেন, “চাষিরা ন্যায্য দামে সার পাচ্ছেন না। খাতড়া মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত সমস্যার জন্য রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন না। সমস্যাগুলি মেটানোর দাবি জানিয়েছি।’’ খাতড়ার যুগ্ম বিডিও জয়দীপ চক্রবর্তী বলেন, “কিছু দাবি ব্লকস্তরে খতিয়ে দেখা হবে। বাকি দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
এসএফআইয়ের নতুন পুরুলিয়া জেলা সম্পাদক হলেন সনৎ কিস্কু, সভাপতি হলেন গৌরব সিং। মানবাজার কমিউনিটি হলে শনিবার ও রবিবার সিপিএমের এই ছাত্র সংগঠনের জেলা সম্মেলন হয়। ৬৩ জনের জেলা কমিটির গঠন করা হয়েছে। শনিবারের প্রকাশ্য সমাবেশে সিপিএমের জেলা সম্পাদক মণীন্দ্র গোপ অভিযোগ করেন, “শিক্ষা ক্ষেত্রে তৃণমূলীরা নৈরাজ্য সৃষ্টি করেছে। একে রুখতে হবে।”
|
বাঁকুড়ায় আলোচনা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ নিয়ে সম্প্রতি একটি আলোচনাসভা হয়ে গেল বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ে। আয়োজন করেছিল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের তিনটি শাখা। উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দ। আলোচনা সভায় বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩০০ ছাত্রছাত্রী যোগ দেন।
|
সচেতনতা শিবির
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সচেতনতা শিবির হয়ে গেল বিষ্ণুপুরের বাঁকাদহে। প্রকল্পটি সর্ম্পকে আলোচনা ও প্রশ্নোত্তরের পাশাপশি ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। |
|