শেষ দিনে আবেগ মো-কে ঘিরে
ছর নয় আগে যখন নিউ ইয়র্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছেলেটাকে দেখি, তখন ওর বয়স কত হবে? বছর কুড়ি। ও লড়তে নেমেছিল ৬০ কেজি বিভাগে। আমার ছিল ১২০। কিন্তু তখন থেকেই ওর একটা জিনিস আমার দারুণ লাগত। জেতার মানসিকতা। উল্টো দিকে কে আছে, সে সব পাত্তা না দিয়ে জেতার জন্য ঝাঁপিয়ে পড়া।
সেই ছেলেটাই আজকের সুশীল কুমার। যে আমাদের অল্পের জন্য অলিম্পিক সোনাটা দিতে পারল না। কিন্তু এই বিশ্বাসটা দিয়ে গেল যে সর্বোচ্চ পর্যায়ে লড়ার জন্য আমরা তৈরি। সুশীলের ফাইনালটা যখন শুরু হয়, আমি দিল্লির এক টিভি স্টুডিওয়ে বসে। ওর লড়াইটা দেখতে দেখতে কেমন একটা সন্দেহ হচ্ছিল। তাই ফাইনালটা শেষ হতেই লন্ডনে রাজ সিংহকে ফোন করি, মানে আমাদের বক্সিং সংস্থার কর্ণধার। উনিই আমাকে জানালেন, সেমিফাইনালে ঘাড়ে চোট পেয়ে গিয়েছিল সুশীল। তার উপর অসুস্থতা তো ছিলই। সব মিলিয়ে নিজের সেরাটা দিতে পারল না ফাইনালে।
রংয়ে বর্ণে শেষ হল লন্ডন অলিম্পিক। রবিবার। ছবি: এএফপি
সুশীল কুমারের ইতিহাস গড়ার দিনে লন্ডন ছিল অনেক নজির গড়ার। আবার ভাঙারও।
দুর্দান্ত স্পেনকে হারিয়ে বাস্কেটবল সোনা জিতল সেই যুক্তরাষ্ট্রই। ম্যারাথনে কেনিয়াকে এক কদম পিছনে ঠেলে সোনা জিতে নিলেন উগান্ডার স্টিফেন কিপ্রোটিচ। হ্যান্ডবলে ফ্রান্স প্রথম দেশ যে পরপর দু’বার সোনা পেল। তবে সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে ব্রিটিশ অ্যাথলিট মো ফারা-কে ঘিরে আবেগ।
শনিবার রাতে মো সোনা জিতেছেন ৫০০০ মিটারে। এক সপ্তাহ আগেই তিনি জিতেছিলেন ১০০০০ মিটারে সোনা। তাঁর এই ‘ডাবল’-এ মো-কে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তনরা। সেই সঙ্গে বর্তমান কিংবদন্তিরাও। যার মধ্যে আছেন উসেইন বোল্ট। নিজেদের ৪x১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড করার পর সেলিব্রেশনে বোল্ট আমদানি করেন মো-র বিখ্যাত ‘মোবোট’ স্টাইল। মাথার উপর হাত তুলে। মো-ও আবার বোল্টকে অনুকরণ করেন। তবে বিশ্বজোড়া বাহবায় লজ্জায় পড়ে গিয়েছেন মো। বলছেন, “ভাবা যায়, বোল্ট রেকর্ড করার পর ওই ভাবে সেলিব্রেট করছে!” আবার ব্রিটিশ কিংবদন্তি অ্যাথলিট সেবাস্তিয়ান কো বলেছেন, “মো ফারা-ই ব্রিটেনের সর্বকালের সেরা অ্যাথলিট।” জবাবে মো বলছেন, “ধুর। তাই হয় নাকি?”
এ দিকে স্বপ্নপূরণ করতে বেশ কাঠখড় পোড়াতে হল যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলকে। স্পেনকে তারা হারাল ১০৭-১০১। দক্ষিণ সুদানের গুওর মারিয়াল আবার দেশের প্রতিনিধিত্ব করতে পারেননি সেই দেশের অলিম্পিক সংস্থা না থাকায়। ম্যারাথনে দৌড়লেন নিরপেক্ষ অলিম্পিক পতাকার প্রতিনিধি হয়ে। ৪৭তম হয়েও তিনি দক্ষিণ সুদানের নায়ক এখন। ওই ইভেন্টেই ৭৮তম হলেন ভারতের রাম সিংহ যাদব।
এ দিকে, অলিম্পিক ফাইনালের স্মৃতি যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চায় ব্রাজিল। মেক্সিকোর কাছে ১-২ গোলে হারার পর ব্রাজিলের কোচ মানো মেনেজেস বলেছেন, “একটা হার নিয়ে বেশি ভাবলে চলবে না। এটাও বলে রাখছি, এই হারের প্রভাব কিন্তু ভবিষ্যতে দলের উপর পড়বে না।”

অলিম্পিকের শেষ দিনে ভয়াবহ আগুন
অলিম্পিকের শেষ দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী রইল লন্ডন। সরকারি সূত্রে খবর, রবিবার অলিম্পিক পার্কের থেকে মাত্র ছ’ মাইল দূরে পূর্ব লন্ডনের ডাগেনহ্যামের এক ‘রিসাইক্লিং সেন্টারে’ আগুন লাগে। পুড়ে যায় গোটা বাড়িটিই। যদিও ভারতীয় সময় গভীর রাত পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। স্পষ্ট নয় আগুন লাগার কারণও। লন্ডনের দমকল সূত্রে খবর, ব্রিটিশ সময় দুপুর সওয়া একটা নাগাদ আগুন লাগে ওই রিসাইক্লিং সেন্টারটিতে। এক সময় ছ’মাইল দূরের অলিম্পিক পার্ক থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। প্রায় ২০০ জন দমকলকর্মী অন্তত ৪০টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন বলে জানান লন্ডনের দমকল কর্তা রন ডবসন। কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডটি যে লন্ডনের সাম্প্রতিক ইতিহাসে ভয়াবহতম তা কিন্তু এক রকম স্বীকার করে নিয়েছেন রন। তবে এই অগ্নিকাণ্ড অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে কোনও প্রভাব ফেলেনি। নির্ধারিত সূচি মেনেই রবিবার ব্রিটিশ সময় রাত ন’টা নাগাদ অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.