টুকরো খবর
ধর্ষণের নালিশ, নিষ্ক্রিয়তায় অভিযুক্ত পুলিশ
ধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। তবে মাস খানেক আগের ওই অভিযোগের পরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ, ওই মহিলার স্বামীকে গাছে বেঁধে বেধড়ক মারধরও করে ধর্ষণে অভিযুক্তেরা। সে বারও ফের থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে তাতেও কোনও উদ্যোগ গ্রহণ করেনি পুলিশ। এমনই অভিযোগ ওই মহিলার। গত ৫ জুলাই রাতে বহরমপুরের হরিদাসমাটির কদমতলা গ্রামের ওই মহিলাকে প্রতিবেশী দুই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিনই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, অভিযুক্তদের একজন স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে। সেই জন্যই পুলিশ তাদের গ্রেফতার করেনি বলে তিনি দাবি করেছেন। শেষ পর্যন্ত মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। বুধবার, ৮ অগস্ট জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমাও দেয় মানবাধিকার সংগঠন। ওই দিনই বহরমপুরের সিজেএম আদালতে ওই মহিলা গোপন জবানবন্দি দেন। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আদালতের নির্দেশে ওই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযোগ পেয়েই ওই মহিলার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। ধর্ষণের মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ গ্রামে তল্লাশিও চালায়। কিন্তু অভিযুক্তরা সকলেই পলাতক।” ওই মহিলার স্বামীর অভিযোগ, “থানায় লিখিত অভিযোগ করার পরে পুলিশ এক দিন তদন্তে গ্রামে এসেছিল। এর পরেই অভিযুক্তেরা আমাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। সেই ঘটনাও জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি আমরা। কিন্তু পুলিশ তো কিছুই করছে না!” বহরমপুর ব্লক (পূর্ব) তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ দাস অবশ্য বলেন, “সবটাই সাজানো ঘটনা। বিরোধীদের উস্কানিতে ওই পরিবার মিথ্যা অভিযোগ তুলছে। ষড়যন্ত্র করে তৃণমূল কর্মীদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে।”

জেলা পুলিশের উদ্যোগে ফুটবল
মানুষের আরও কাছাকাছি পৌঁছতে এ বার ফুটবলকেই বেছে নিল জেলা পুলিশ প্রসাশন। পুলিশেরই উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকা থেকে তৈরি হয়েছে একটি করে ফুটবল দল। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে অবশ্য সাহায্য করেছে স্থানীয় ক্লাবগুলি। এই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে সোমবার। ওই দিন শান্তিপুর স্টেডিয়ামের ওই উদ্বোধনী ম্যাচে খেলবে রানাঘাট মহকুমার রানাঘাট ও শান্তিপুরের দল। জেলা পুলিশের তরফে জানা গিয়েছে, থানা এলাকার দলগুলির খেলায় জয়ীদের নিয়ে মহকুমা স্তরে খেলা হবে। এই পদ্ধতিতেই বেছে নেওয়া হবে জেলার সেরা ফুটবল দলকে। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি এই খেলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষ আরও কাছাকাছি আসবে।”

নজরুলের নামে বিশ্ববিদ্যালয়ের দাবি বিজেপি’র
রঘুনাথগঞ্জে রাহুল সিংহ।
— নিজস্ব চিত্র।
আহিরণে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম নজরুল ইসলাম বা মুর্শিদাবাদের কোনও নবাবের নামে করার দাবি তুললেন বিজেপি’র রাজ্য সভাপতি রাহুল সিংহ। এই জেলার রঘুনাথগঞ্জে রবিবার রবীন্দ্রভবনে দলীয় কৃষক সভায় যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানে তিনি দাবি করেন, “কৃষকদের স্বার্থের কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু তার এক বছরের মধ্যেই রাজ্যে ৬২ জন কৃষকের মৃত্যু হয়েছে।” তিনি বলেন, “আমি তার মধ্যে ১৯ জনের বাড়ি গিয়েছিলাম। উৎপন্ন ফসল বিক্রি করতে না পেরে অভাবের তাড়নায় তাঁদের মৃত্যু হয়েছে।” সেই সঙ্গেই তিনি বলেন, “৬৫ বছর ধরে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে হয় কংগ্রেস বা বামপন্থীরা। তাই সাচার কমিটির রিপোর্ট মতো, রাজ্যে সংখ্যালঘুদের দুরবস্থার দায় নিতে হবে তাদেরই।”

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রেজিনগরের নারকেলবাড়ি এলাকা থেকে অজুদ কারিগর নামে ওই যুবককে ধরে পুলিশ। তার বাড়ি তেহট্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুষ্কৃতীকে শনিবার গ্রেফতার করে পুলিশ।

স্কুলে জয়ী কংগ্রেস
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। ডোমকলের শিবনগর হাইস্কুলে রবিবার নির্বাচন হয়। ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনই দখল করেছে কংগ্রেস। একটি আসন পেয়েছে সিপিএম। এর আগে এই স্কুলটি কংগ্রেসেরই দখলে ছিল।

হেরোইন-সহ ধৃত ২
হেরোইন-সহ এক যুবক ও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রেজিনগরের আন্দুলবেড়িয়া কলোনি থেকে ২০০ গ্রাম হেরোইন এবং প্রায় ৭ কেজি হেরোইন তৈরির রাসায়নিক-সহ রাইহান আলি শেখ ও মোনিজা বিবি নামে ওই দু’জনকে ধরে পুলিশ। বাড়ি তেহট্টে।

বাজ পড়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর। নাম শিপ্রা বালা (১৪)। বাড়ি নাকাশিপাড়ার খিদিরপুরে। রবিবার দুপুরে মায়ের জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার সময়ে বিদ্যুৎস্পৃ্ষ্ট হয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিপ্রার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.