টুকরো খবর |
বধূকে খুনের চেষ্টা, ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
ধার দেওয়া টাকা চাওয়ায় এক বধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চন্দ্রকোনা শহরের দক্ষিণবাজারের ওই বধূর অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে অভিযুক্ত সঞ্জীব ঘোষ ওরফে সুশান্তকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের আদি বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। বছর দশেক ধরে অবশ্য চন্দ্রকোনা শহরেই রয়েছেন পেশায় রাজমিস্ত্রি সঞ্জীব। স্বামী পেশায় বাসচালক হওয়ায় অধিকাংশ সময়ে একাই বাড়িতে থাকতেন ওই বধূ। প্রতিবেশী সঞ্জীবের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয় তাঁর। সম্প্রতি বধূর কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ধার নেন সঞ্জীব। এই নিয়ে দু’জনের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়। চিড় ধরে সম্পর্কে। টাকার জন্য বধূ বারবার চাপ দেওয়ায় রেগে যান সঞ্জীব। অভিযোগ, ৫ অগস্ট রাতে সঞ্জীব ওই বধূকে বাড়িতে ডেকে এনে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে জোর করে খাইয়ে দেন। সঞ্জীবের বন্ধু, শহরের গোপসায়ের বাসিন্দা লক্ষ্মীকান্ত খাঁড়াও সঙ্গে ছিল বলে অভিযোগ। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই বধূ। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে রবিবার সকালেই তিনি দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
|
পঞ্চায়েতে চুরি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত অফিসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল পিংলায়। শনিবার রাতে পিংলা থানা এলাকার ১০ নম্বর জলচক গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ভেঙে জেনারেটরের একটি যন্ত্রাংশ চুরি করে পালায় কে বা কারা। রবিবার সকালে পঞ্চায়েতেরই একজন কর্মী হঠাৎ দেখেন দফতরের তালা ভাঙা। তারপরই স্থানীয় বাসিন্দাদের খবর দেন। এলাকার মানুষ পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ গিয়ে দেখে চুরি গিয়েছে কেবলমাত্র জেনারেটরের একটি পার্টস। অথচ, সেখানে কম্পিউটার-সহ একাধিক দামি সরঞ্জাম ছিল। তা সত্ত্বেও চোর কিছু নিল না কেন তা নিয়ে জল্পনা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চায়েতটি শাসকদল তৃণমূলের দখলে।
|
বাড়িতে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে সোনার গয়না ও লক্ষাধিক টাকা নিয়ে পালাল দুষ্কৃতীদল। শনিবার রাতে সবংয়ের ভেমুয়া পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ডাকাতির ঘটনাটি ঘটে। স্থানীয় মানস মাইতির বাড়িতে লুঠপাট চালায় জনা পাঁচেকের দুষ্কৃতীদল। জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরী জানিয়েছেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।
|
স্মরণ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশিষ্ট সঙ্গীত শিল্পী পিন্টু গুপ্তের স্মরণসভা হল শনিবার। এ দিন সন্ধ্যায় খড়্গপুর শহরের দুর্গামণ্ডপে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করেন খড়্গপুর শহরের শিল্পীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলবেট লুইস, সৌমেন চক্রবর্তী, রত্না বসু-সহ অনেকেই। ২০১০ সালে এক পথ দুর্ঘটনায় বিশিষ্ট এই শিল্পীর মৃত্যু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর স্ত্রী শুভ্রাদেবী ও মেয়ে শ্রীতমা। শিল্পীরই তৈরি ‘প্রেরণা’ নামক সংস্থা এই অনুষ্ঠানের আয়োজক।
|
কোথায় কী |
সোমবার
স্মরণসভা
বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির প্রাক্তন প্রধানশিক্ষক শিবকালী মিশ্র স্মরণো। দুপুর ২টায়।
বুধবার
রক্তদান শিবির
মেদিনীপুরের কেল্লা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির। সকাল ১০টায়। |
|