এক দিকে লোকসভা ও রাজ্যসভায় অসমের পরিস্থিতি নিয়ে কোণঠাসা কংগ্রেস, অন্য দিকে অসমের জের টেনে মুম্বই পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে সংঘর্ষস্থল ও ত্রাণ শিবিরের পরিস্থিতি দেখতে আগামী কাল অসমে আসছেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী।
গত কাল মুম্বইয়ে সংঘর্ষের পরে রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সব রাজ্যে সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়েছে, অসমের জের টেনে সংখ্যালঘুদের উস্কানি দেওয়ার চেষ্টা হতে পারে। অসমে সংঘর্ষ বাধানোর ক্ষেত্রে বহিরাগতদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তার তদন্ত করছে সিবিআই। কেন্দ্রের সন্দেহ, গত কাল মুম্বইয়ের ঘটনাতেও এমনই ‘বহিরাগত শক্তি’ কাজ করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)-কে এই বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, অসমে সংঘর্ষের ঘটনায় ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ইতিমধ্যে দেড় লক্ষের বেশি মানুষ ঘরে ফিরে গিয়েছেন। তার পরেও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাখা হয়েছে আধাসেনা।
গত মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে সনিয়া গাঁধীর অসম সফরের কথা থাকলেও, শেষ পর্যন্ত মনমোহন একাই অসমে আসেন। কিন্তু লোকসভা ও রাজ্যসভায় অসম প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে কংগ্রেস সরকারকে। কেন্দ্রে ইউপিএ-র ক্ষেত্রে অসমের সংঘর্ষ উভয় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। এক দিকে, ‘সংখ্যালঘু তোষণ ও অনুপ্রবেশে উৎসাহ দেওয়ার জন্য’ বিজেপি কংগ্রেসের সমালোচনা করছে, অন্য দিকে ইউপিএ শরিক সংখ্যালঘু দলগুলিও সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে সরব। এরই মধ্যে মুম্বই হাঙ্গামার পিছনে ইন্ধন জোগানো নিয়ে কেন্দ্রীয় যুগ্ম স্বরাষ্ট্রসচিব শম্ভু সিংহের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন ইউডিএ নেতা বদরুদ্দিন আজমল। আজমলের অভিযোগ, প্রমাণ ছাড়াই মুম্বই সংঘর্ষের সঙ্গে তাঁর নাম যোগ করে তাঁর ও দলের ভাবমূর্তি নষ্ট করেছেন শম্ভু সিংহ। সব মিলিয়ে, অসমকে কেন্দ্র করে ২০১৪ সালের নির্বাচনের আগে অস্বস্তিকর পরিবেশের সামনে দাঁড়িয়ে সনিয়া। তাই কাল তিনি নিজেই এ রাজ্যে আসছেন।
ইতিমধ্যে, সংঘর্ষ নিয়ে রাজ্য নেতৃত্ব ও জেলা কংগ্রেসে মতান্তর শুরু হয়েছে। জেলা কংগ্রেসের নেতাদের মতে, বিপিএফ সংখ্যালঘু বিতাড়নের নীল নকশা বানিয়েছিল, রাজ্য সরকার সব জেনেও চুপ থাকায় সংঘর্ষ বেড়েছে। প্রায় একই সুরে ইউডিএফ-ও ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করে সনিয়াকে স্মারকলিপি দেবে। আগামী কাল ধুবুরির বোরকান্দি হাই স্কুল ও মাছপাড়া ত্রাণ শিবির ঘুরে দেখবেন তিনি। |