টানা অনশনে অসুস্থ বন্দি হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা |
একটানা ২০ দিনের অনশনে অসুস্থ হয়ে পড়ায় এক বিচারাধীন বন্দিকে রবিবার সন্ধ্যায় একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্রুত বিচার শেষ করা অথবা জামিনের দাবিতে গত ২৩ জুলাই থেকে আলিপুর ও প্রেসিডেন্সি জেলে প্রায় ২০০ বিচারাধীন বন্দি অনশন করছেন। তাঁদের মধ্যে আছেন কয়েক জন অভিযুক্ত মাওবাদীও। সিদ্ধার্থ কোলে ওরফে রাজা নামে প্রেসিডেন্সি জেলের এক অনশনরত বন্দি এ দিন অসুস্থ হয়ে পড়েন। জেলের চিকিৎসক রাজাকে কোনও সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। তার পরেই জেল-কর্তৃপক্ষ ওই বন্দিকে শহরের
একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দেন। রাজ্যের বিভিন্ন জেলে বিচারাধীন বন্দির সংখ্যা কয়েক হাজার। কারও বিচার কিছুটা এগিয়েছে। অনেকের বিচার শুরুই হয়নি। বিচারে বিলম্বের প্রতিবাদেই চলছে অনশন। বিচার কেন ধীর গতিতে হচ্ছে, কিছু দিন আগেই কারা দফতর এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তা জানতে চেয়েছে রাজ্যের মানবাধিকার কমিশন। আইজি (কারা) রণবীর কুমার বলেন, “যে-সব জেলে অনশন চলছে, সেখানে আমরা চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা রেখেছি। কিন্তু এক বন্দির শারীরিক অবস্থা একটু বেশি খারাপ হয়ে পড়ায় কোনও
ঝুঁকি না-নিয়ে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” বিচারাধীন বন্দিদের ব্যাপারে হাইকোর্ট এবং রাজ্য মানবাধিকার কমিশনকে রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানান আইজি। |
বন্ধ বিদ্যুৎ, তার ছিঁড়ে বিঘ্নিত ট্রেন |
সাধারণত প্রথমে তার ছিঁড়ে পরে বিদ্যুৎ চলে যায়। কিন্তু রবিবার রাতে ঘটল ঠিক উল্টোটা। প্রথমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। পরে ছিঁড়ে গেল ওভারহেড তার। এই দুইয়ের ধাক্কায় শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। শিয়ালদহ-সহ মেন লাইনের বিভিন্ন স্টেশনে আটকে যায় বহু লোকাল ট্রেন। ছুটির দিন বলে এমনিতেই ট্রেন কম। যে-ক’টি ট্রেন ছিল, সবই ভিড়ে
ঠাসা। এই অবস্থায় জোড়া বিভ্রাটে দীঘক্ষণ ট্রেনে আটকে থেকে ঘেমেনেয়ে চূড়ান্ত নাকাল হন ঘরমুখো যাত্রীরা।
পূর্ব রেল সূত্রের খবর, রাত ১০টার পরে নৈহাটির কাছে বেশ কিছুটা এলাকা জুড়ে ওভারহেড তারে বিদ্যুৎ চলে যায়। তখন একটি ডাউন কল্যাণী লোকাল নৈহাটি স্টেশনে ঢুকছিল। চালক জানতেন না যে, বিদ্যুৎ নেই। তিনি বিদ্যুৎহীন অংশে ঢুকে পড়ায় তার ছিঁড়ে প্যান্টোগ্রাফে জড়িয়ে যায়। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী জানান, দ্রুত মেরামতির পরে বেশি রাতে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত ফের ট্রেন চলাচল শুরু হয়।
শনিবারেও ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ব্যারাকপুর স্টেশন-সহ কয়েক কিলোমিটার রেললাইনের আশেপাশে সিগন্যালগুলি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘ ক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলকর্তাদের একাংশ মনে করেন, দুর্বল পরিকাঠামোর জন্যই লোকাল ট্রেন পরিষেবা বেহাল হয়ে পড়েছে। |
জোড়া খুনে দ্বিতীয় জনের দেহও শনাক্ত |
সোনারপুরে দু’টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় দ্বিতীয় জনের পরিচয়ও জানতে পেরেছে পুলিশ। শুক্রবার সোনারপুরের গোয়ালবাটিতে রাস্তার পাশে দু’টি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। তাঁদের পরিচয় জানা যাচ্ছিল না। পরে তপন রায় (৫০) নামে মহেশতলার এক গাড়ি-মিস্ত্রির দেহ তাঁর পরিজনেরা শনাক্ত করেন। অন্য জনের প্যান্টের পকেটে বেহালা এলাকার এক দর্জির দোকানের স্টিকার পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরে রবিবার জানা যায়, ওই ব্যক্তির নাম প্রদীপ কাঞ্জি ওরফে টোটন। তিনি বেহালার সাহাপুরের বাসিন্দা ছিলেন। প্রদীপের বিরুদ্ধে বেহালা, ঠাকুরপুকুর, নিউ আলিপুর থানায় অপহরণ ও তোলাবাজির একাধিক অভিযোগ আছে। তাঁকে শ্বাস রোধ করে মারা হয়েছে। কেন এই জোড়া খুন, তদন্ত করছে পুলিশ। |
জিঞ্জিরাবাজার এলাকায় রবিবার বাড়িতেই এক বৃদ্ধ দম্পতির পচাগলা দেহ মিলেছে। তাঁদের নাম বলাই আঢ্য (৭৫) ও দেবলা আঢ্য (৭০)। সম্প্রতি ক্যানসার ধরা পড়েছিল বলাইবাবুর। |