সিরিয়ায় নিহত দুই সাংবাদিক |
সিরিয়ার সংঘর্ষে নিহত হলেন দুই সাংবাদিক। আজ এই খবর জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদসংস্থা ও পশ্চিম এশিয়ার একটি টেলিভিশন চ্যানেল। সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, দামাস্কাসের জাইদেত আরতৌজ এলাকায় থাকতেন তাঁদের সাংবাদিক আলি আব্বাস। গত কাল তাঁকে ‘সশস্ত্র জঙ্গিরা’ খুন করেছে। প্রেসিডেন্ট বাসার-অল আসাদের বিরোধী সব গোষ্ঠীকেই জঙ্গি হিসেবে উল্লেখ করে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম। পশ্চিম এশিয়ার টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, তাদের এবং অন্য অনেক বিদেশি সংবাদমাধ্যমকে খবর দিতেন প্রাক্তন সেনা ইউসুফ আল-বুশি। দামাস্কাসের আল-তাল শহরতলিতে খবর সংগ্রহের সময়ে বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন।
|
দূতাবাসের দ্বারস্থ পাক সংখ্যালঘুরা |
পুলিশের সাহায্য না পেয়ে দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেতে পাকিস্তানের মিরপুরখাস অঞ্চলের হিন্দু সংখ্যালঘুরা এ দেশের ভারত ও মার্কিন দূতাবাসের শরণাপন্ন হলেন। জিও নিউজ চ্যানেল জানিয়েছে, সিন্ধু প্রদেশের এই এলাকায় এক দল দুষ্কৃতী বিশেষ উদ্দেশ্য সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালাচ্ছে। ৭৯টি বাড়িতে ডাকাতি হয়েছে। দুই যুবক খুন হয়েছেন, ব্যবসায়ীদেরও অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু হিন্দু পরিবার ওয়াঘায় সীমান্ত পেরিয়ে ভারতে চলে এসেছে।
|
জোড়া ভূকম্পে ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৭। আহত ১৩৮০। শনিবার বিকেলে ১১ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের তাব্রিজ শহর।
|
পাঁচ জঙ্গিকে আটক করায় কাবুলে একাধিক বিস্ফোরণের ছক বানচাল করা গিয়েছে বলে দাবি ন্যাটো ও আফগান সেনার। এই জঙ্গিদের পাক-যোগ নিয়েও সরব তারা। |