টুকরো খবর |
জমি নিয়ে সংঘর্ষ কংগ্রেস-সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জমি দখল নিয়ে কংগ্রেস-সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে হরিশ্চন্দ্রপুরের হরদমনগরে। শনিবার দুপুরের ওই ঘটনায় জখম হয়েছেন দু’পক্ষের অন্তত ১৬ জন। তাঁদের মধ্যে ৯ জন হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক অবস্থায় একজনকে মালদহে স্থানান্তরিত করা হয়েছে। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, “জমির দখল নিয়ে দু’দলের সংঘর্ষে কয়েকজন জখম হয়েছে। উভয়পক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” সন্ধ্যা পর্যন্ত অবশ্য পুলিশ কাউকে গ্রেফতার করেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরদমনগরে ২১ বিঘা জমির দখল নিয়ে কংগ্রেস ও সিপিএমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সিপিএমের হরিশ্চন্দ্রপুর-১ লোকাল কমিটির সদস্য সহদেব দাসের দাবি, জমির মালিক তাঁরা এবং গ্রামের আরও কয়েকটি পরিবার। প্রতিবেশী তালবাংরুয়া গ্রামের কংগ্রেস কর্মী জিয়াউল হকের পাল্টা দাবি, ওই জমির মালিক তাঁরা। সিপিএমের হরিশ্চন্দ্রপুর জোনাল কমিটির সম্পাদক স্বপন মন্ডল বলেন, “কংগ্রেসের লোক এ দিন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।” কংগ্রেস নেতা মোস্তাক আলমে দাবি, “জমিটি দলীয় কর্মী জিয়াউল হকের। সিপিএম গায়ের জোরে তা দখল করে রেখেছে। এ দিন জমিতে সার ফেলে বাড়ি ফেরার সময় জিয়াউলের উপর সিপিএমের লোক হামলা চালায়।” লোহার রড, হাঁসুয়া, বল্লম, পাইপগান নিয়ে চড়াও হয় বলে উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
|
হাসপাতালের দরজা ভেঙে পালানোর চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হাসপাতালের দরজা ভেঙে পালানোর চেষ্টা করল ৭ বন্দি। শুক্রবার রাতে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ওই ঘটনার পরে স্বাভাবিক ভাবেই বিশেষ প্রহরা বসেছে হাসপাতলের ওই সেল-এ। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, হাসপাতালের সেল ভেঙে বন্দিরা পালানোর চেষ্টা করছিল বলে খবর তিনিও পেয়েছেন। তবে এ ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের কাছে লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে। তিনি বলেন, “রিপোর্টে যদি দেখা যায় ওই বন্দিরা সত্যিই পালানোর মতলব করেছিল, তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা রুজু করা হবে।” অভিযুক্ত সাত বন্দি অবশ্য পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা জানান, হাসপাতালে আছেন ঠিকই তবে কোনও চিকিৎসাই হচ্ছে না। প্রশাসনের দৃষ্টি অকর্ষণের জন্যই তারা গেটে ধাক্কাধাক্কি করেছিলেন। আর তাতেই নাকি দরজা ভেঙে পালানোর ‘গল্প’ ফেঁদেছে পুলিশের অবশ্য দাবি, দিন তিনেক ধরে আলিপুদুয়ার সংশোধনাগারের ৭ বন্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ওই বন্দিরা সেলের গেট ভাঙার চেষ্টা করতে থাকে। প্রায় আধ-ঘণ্টা ধরে তাদের তান্ডব চলে। হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্সরা আতঙ্কিত হয়ে পড়েন। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের সুপার সুজয় বিষ্ণুর কথায়, “বন্দিরা সেলের গেট ভেঙে পালানোর চেষ্টা করেছিল বলে পুলিশই আমাদের জানিয়েছিল।”
|
আইটি-তে ধর্মঘটের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত সমস্ত সংস্থা ধমর্ঘটের হুমকি দিল আইটি ডিলার্স অ্যাসোসিয়েশন অফ শিলিগুড়ি। শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নানা সংস্থায় একের পর এক বড়মাপের চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে ওই সংগঠনের অভিযোগ। শনিবার সকালে সংগঠনের তরফে শিলিগুড়ি পুলিশ কমিশনার আনন্দ কুমারকে একটি অভিযোগপত্র দিয়ে বন্ধের হুমকি দেওয়া হয়। সংগঠনের সভাপতি রাজেশ রাঠি জানান, গত চার বছরে শুধুমাত্র শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ১৫টি চুরির ঘটনা ঘটেছে। প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। একটি ঘটনাতেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা সব তথ্য কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। বালুরঘাট, আলিপুরদুয়ার ও ধূপগুড়িতে একই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে উত্তরবঙ্গে ৩ কোটি টাকার জিনিসপত্রের চুরি হয়েছে বলে তাঁদের দাবি। তিনি বলেন, “আমরা মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, মুখ্য সচিবকেও চিঠি পাঠাচ্ছি। আগামী ১০ দিনের মধ্যে পুলিশ সক্রিয় না হলে ধমর্ঘট ডাকতে বাধ্য হব।”
|
শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ক্লাশ শেষে অন্যদের বাড়ি চলে যেতে বললেও ষষ্ট শ্রেণির ওই ছাত্রীকে থেকে যেতে বলেছিলেন তিনি। প্রায় নির্জন স্কুলে এরপরেই ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই শিক্ষক। ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে গাজলের আলিপুর হাইস্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক ফেরার।” বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পরে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা হলে সে চিৎকার করে ছুটে পালায় বলে অভিযোগ। বাড়ির লোকজন তা জানতে পেরে পর দিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মালদহের জেলা বিদ্যালয় পরিদশর্ক (মাধ্যামিক) পার্থসারথি ঝা বলেন, “অভিযোগ গুরুতর। এক জন শিক্ষকের যদি ছাত্রীর এই আচরণ করে থাকেন, তা হলে তাঁকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না।” অভিযুক্ত ওই শিক্ষক অবশ্য জানান, তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি বলে ওই শিক্ষক জানিয়েছেন।
|
বাস উল্টে মৃত |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ময়নাগুড়ির দোমহনি এলাকায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। তিস্তা সেতু লাগোয়া ৩১-ডি জাতীয় সড়কের গর্তে চাকা পড়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই এক ব্যাক্তির মৃত্যু হয়। মৃতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় জখম ১০ যাত্রীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ৫ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দারা বাসের যাত্রীদের জানালা দিয়ে বার করে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিল। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী বাসটি দোমহনি এলাকায় পিছন আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে রাস্তার গর্তে পড়ে যায়। বাসটির মুখ ঘুরে যাওয়ায় সেটি নয়নজুলিতে উল্টে পড়ে। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এক জনের মৃত্যু হয়েছে।”
|
পুর-নিন্দায় তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে’র সমস্যা নিয়ে আলিপুরদুয়ার পুরসভার ভূমিকার সমালোচনা করলেন যুব তৃণমূলের রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী। শনিবার আলিপুরদুয়ারে এক নাগরিক কনভেশনে কংগ্রেস পরিচালিত পুর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ওই তৃণমূল নেতা। তিনি বলেন, “পুরসভা কারও সঙ্গে আলোচনা না করে কাজ করার চেষ্টা করছে। পুর কর্তৃপক্ষ ডাম্পিং গ্রাউন্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও করতে পারেনি। বিষয়টি জানালে রাজ্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা করবে।” পুরসভার ভাইস চেয়ারম্যান অরবিন্দ রায় বলেন, “কালজানির চরে জঞ্জাল ফেলা বন্ধ হওয়ার পর থেকে শহরে ডাম্পিং গ্রাউন্ড নিয়ে সমস্যা চলছে। সরকার, প্রশাসন সবাইকে বিকল্প ব্যবস্থা করার জন্য বলা হয়। এখনও কোনও ব্যবস্থা তাঁরা করতে পারেনি।”
|
সিপিএম-তৃণমূল সংঘর্ষ, জখম ৭ |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে অন্তত ৭ জন জখম হয়েছেন। শনিবার রাতে কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাটে ওই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন মাথাভাঙায় ডিওয়াইএফের জেলা সম্মেলনে প্রকাশ্য সভাছিল। সভা শেষে সংগঠনের কর্মী সমর্থকেরা দিনহাটায় ফেরার সময় দেওয়ানহাটে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বেনুবাদল চক্রবর্তী বলেন, “সমর্থকেরা বাসে ফেরার সময় তৃণমূলের লোকজন তাদের উপর হামলা চালায়। দিনহাটা হাসপাতালে ৩ জন ভর্তি রয়েছেন। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতা খোকন মিয়াঁর দাবি, সিপিএম সমর্থকেরা দলবেঁধে ফেরার সময় তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। তাতেই গোলমাল বাঁধে।
|
খুন, গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নিমাই রায় খুনের ঘটনায় মূল অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জ্যোতিষ রায় তার বাড়ি কুমারগঞ্জের মোল্লাদিঘি এলাকায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে হিমঘরের সামনে বৃহস্পতিবার সকালে নিমাইবাবুর গাড়িতে আলুর বস্তা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গঙ্গারামপুরের এসডিপিও নারায়ণ মজুমদার বলেন, “মালবহনের ছোট গাড়িটি কেনার সময় নিহত নিমাই জ্যোতিষের কাছে ৮০ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা বারবার চেয়ে না পেয়ে বুধবার বাড়ি থেকে ডেকে নিয়ে নিমাইকে খুন করে হিমঘরের সামনে গাড়িতে ফেলে যায় বলে ধৃত জেরায় স্বীকার করেছে।”
|
দ্বিতীয় দিনে কর্মবিরতি |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ইসলামপুর হাসপাতালের সাফাই এবং নিরাপত্তার কাজে যুক্ত কর্মীদের কর্মবিরতি শনিবার দ্বিতীয় দিনে পড়ল। এই কর্মবিরতির জেরে বিপাকে পড়েছেন রোগী থেকে নার্স, চিকিৎসকরা সকলেই। এক মাস ধরে বেতন বন্ধ রয়েছে অভিযোগ তুলে তারা কর্মবিরতি শুরু করেছেন। দু’দিন ধরে হাসপাতাল পরিষ্কার না হওয়ায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। জমে থাকা আবর্জনা এবং তার গন্ধে ওয়ার্ডে রোগীদের থাকা এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে। উত্তর দিনাজপুরের ভারপ্রাপ্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিক গৌরাঙ্গসুন্দর জানা বলেন, “ঠিকাদের অধীনে ওই কর্মীরা কাজ করেন। কেন তারা বেতন পাননি কা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
|
চিনি কম, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
রমজান মাসের বিশেষ বরাদ্দ না দেওয়ায় ফালাকাটায় একটি রেশন দোকানে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রাহকেরা। পরিস্থিতি ক্রমেই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে খাদ্য সরবরাহ দফতরের আলিপুরদুয়ার মহকুমা আধিকারিক বিবেকানন্দ বসু ঘটনাস্থলে যান। তিনি ওই রেশন ডিলারের গুদাম খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রমজান মাসে প্রতি পরিবারকে ১ কেজি চিনি দেওয়ার কথা। অনেক ক্ষেত্রে তা ডিলারের কাছে না এসে পৌঁছনোয় বিপত্তি। অভিযুক্ত ডিলার জানান, সরকার ঘোষণা করলেও বরাদ্দের চিনি দোকানে না এসে পৌঁছনোর ফলেই তিনি কম চিনি দিতে বাধ্য হন।
|
ব্যাঙ্ক-কর্তা ধৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ঘুষ নেওয়ার অভিযোগে এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অফিসারকে গ্রেফতার করল সিবিআই। শনিবার দুপুরে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি মোড় লাগোয়া ওই ব্যাঙ্কের আঞ্চলিক শাখার পাশেই ঘটনাটি ঘটেছে। সিবিআই সূত্রের খবর, ধৃতের নাম হংস সিংহ। তিনি ওই ব্যাঙ্কের সহকারি ম্যানেজার পদে কর্মরত। আঞ্চলিক শাখায় তিনি ঋণ আদায়কারী বিভাগের দায়িত্বে ছিলেন। আদতে বিহারের বাসিন্দা ওই অফিসার শহরের আশ্রমপাড়ার ভাড়া বাড়িতে থাকতেন। ঋণ সম্পর্কিত নানা সমস্যা লাঘব করার কথা বলে তিনি ব্যাঙ্কের গ্রাহকদের কাছ ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ।
|
হিলিতে যুবক খুন |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মজুরির টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে খুন হলেন এক যুবক। শুক্রবার রাতে, দক্ষিণ দিনাজপুরের হিলির ডাবরায়। মিঠুন বর্মন (৩২) নামে ওই যুবককে শনিবার রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে ওই যুবক আক্রান্ত হন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা।
|
ঘুষ নিতে গিয়ে ধৃত ব্যাঙ্ক কর্তা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। শনিবার দুপুর ২টো নাগাদ, শিলিগুড়িতে ওই ব্যাঙ্কের আঞ্চলিক শাখা থেকে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ধৃতের নাম হংস সিংহ (৪২)। অভিষেক শর্মা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে তিনি ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ। অভিষেক ওই ব্যাঙ্কের প্রধান শাখায় এক সময় ২৫ লক্ষ টাকার ওভারড্রাফট ঋণের আবেদন করেছিলেন। নিয়ম মেনেই বাড়ি বন্ধক রাখতে হয় তাঁকে। সময় মতো ঋণের টাকা শোধ দিতে না পারায় ব্যাঙ্ক তাঁর বাড়ির দখল নেবে বলে জানায়। অভিযোগ, হংস ৩০ হাজার টাকার বিনিময়ে অভিষেকের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন। |
দুর্ঘটনায় জখম ৪০ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস নয়ানজুলিতে উল্টে জখম হলেন ৪০ জন যাত্রী। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের ডাঙা এলাকার ঘটনা। জখম যাত্রীদের স্থানীয় বরাহার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাঁদের মধ্যে থেকে গুরুতর জখম ১০ জনকে বালুরঘাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
|
প্রতিনিধি নির্বাচন |
পরিচালন সমিতির শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধি নির্বাচনে জিতল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং শিক্ষক সংঘ সমর্থিত প্রার্থীরা। শনিবার হলদিবাড়ির দেওয়ানগঞ্জ হাইস্কুলে নির্বাচন হয়।
|
নির্বাচন স্থগিত |
নিশ্চিত হার জেনে প্রশাসনকে কাজে লাগিয়ে স্কুল পরিচালন সমিতির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বাখরপুর স্কুলের ঘটনা। অভিযোগ, ১২ অগস্ট নির্বাচনের জন্য ভোটপত্র তৈরির কাজ হয়ে গিয়েছিল। হঠাৎ শুক্রবার ডিআই নির্বাচন স্থগিত রাখতে বলেন।
|
নানা অনুষ্ঠান |
ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবসে শনিবার হলদিবাড়িতে পথ পরিক্রমা, ক্ষুদিরাম সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মনীষীদের প্রতিকৃতিতে মালা দেওয়া হয়। এ দিন শান্তিনগরে সাইকেল মিছিলও হয়েছে। |
|