নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক চিকিৎসকের বিরুদ্ধে টাকা নিয়ে গর্ভপাত করানোর অভিযোগের তদন্তে নামল জেলা স্বাস্থ্য দফতর। চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, ওই স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক টাকা নিয়ে সরকারি আবাসনে গর্ভপাত করাচ্ছেন। এ দিন তদন্তে যান মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক গৌরাঙ্গসুন্দর জানা বলেন, “তদন্ত চলছে। রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।” স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ-সহ একাধিক দাবিতে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের স্মারকলিপি দেয় চোপড়া নাগরিক কমিটি।
|
ন্যাশনালে উত্তেজনা, কাজ বন্ধ ডাক্তারদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শনিবার রাতে জুনিয়ার ডাক্তাররা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল মানুষ কর্তব্যরত জুনিয়ার ডাক্তারদের উপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের হাসপাতাল থেকে বার করে দেয়। রাত সাড়ে এগারোটা থেকে নিরাপত্তার দাবিতে ওই হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন। তবে গভীর রাতে হাসপাতালের সুপার জানান, রাতের মতো কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আজ, রবিবার তাঁরা কী করবেন, তা নিয়ে তিনি চিন্তিত বলে জানিয়েছেন সুপার। |