বিষ্ণুপুরে খুন তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
চায়ের দোকানে বন্ধুদের মধ্যে বচসায় ছুরির কোপে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। শুক্রবার রাতে বিষ্ণুপুর থানার বকডহরা গ্রামের ঘটনা। মৃত হাবিবুর শেখের (২৫) বাড়ি ওই গ্রামেই। খুনের ঘটনায় যুক্ত অভিযোগে রমজান শেখ নামের স্থানীয় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তবে পুলিশের দাবি, প্রাথমিক ভাবে রাজনৈতিক কোনও কারণ পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবিবুরের সঙ্গে কোনও বিষয়ে বন্ধুদের বচসা হয়। তখনই তাঁকে ছুরি মারা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতের বাবা হাসেম শেখ পুলিশের কাছে এলাকারই কিছু তৃণমূলের কর্মী তাঁর ছেলেকে খুন করেছে বলে অভিযোগ করেছেন। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তীর দাবি, “স্থানীয় তৃণমূল নেতা কুরবান শেখের লোকেরা আমাদের দলের ওই কর্মীকে খুন করেছে।” যদিও কুরবানের দাবি, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এই খুনের সঙ্গে যুক্ত বেলশুলিয়ার তৃণমূল নেতা মান্নান কোটালের লোকজন।” মান্নানের পাল্টা দাবি, “হাবিবুর আমার সঙ্গী ছিলেন। সে জন্যই আমার বিরোধী কুরবানের লোকেরা ওকে খুনে করেছে। অথচ পুলিশ আমাদের লোককেই ধরেছে।” |
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পথ দুর্ঘটনায় গিয়াসউদ্দিন আখতার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হল। শুক্রবার গভীর রাতে রামপুরহাট-দুমকা রাস্তায়, নিশ্চিন্তপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি রামপুরহাটের বগটুই গ্রামে। গরুরগাড়ি চালিয়ে বাঁশ আনতে যাওয়ার সময় পথচলতি গাড়ির সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় গিয়াসউদ্দিনের। |
এক বধূকে তাঁর বাড়ির ভিতর শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বাঁকুড়ার বিষ্ণুপুর থানা এলাকায় শুক্রবার ভোর-রাতের ঘটনা। পরে বধূটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। |