টুকরো খবর
দিঘার হোটেলে যুবক-যুবতীর দেহ উদ্ধার
গলায় শাড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় নিউ দিঘার একটি হোটেলের ঘর থেকে তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত ভগীরথ পাল (৩০) হুগলির চন্দননগরের মহাডাঙা কলোনি এবং কণিকা রায় (২২) সাহেববাগান শান্তিপল্লির বাসিন্দা। স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা ঘর ভাড়া নিয়েছিলেন। যদিও ভগীরথবাবু বিবাহিত। তাঁর ৮ বছরের একটি ছেলেও রয়েছে। পরিবার সূত্রের খবর, ভগীরথবাবু মার্বেল বসানোর কাজ করতেন। কিছু দিন আগে কণিকার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তাঁর স্ত্রী বৈশাখী বলেন, “মাসখানেক আগে এই সম্পর্কের কথা জানতে পেরে ওকে অনেক বুঝিয়েছিলাম। কিন্তু এমনটা ঘটাবে কে জানত!” তিনি জানান, গত সোমবার ভগীরথবাবু বাড়ি থেকে বেরোন। আর ফেরেননি। ওই রাতেই চন্দননগর থানায় নিখোঁজ ডায়েরি করেন বৈশাখী। পুলিশ জানায়, ৮ অগস্ট ভগীরথ ও কণিকা নিউ দিঘার হোটেলে ওঠেন। শনিবার সকালে তাঁরা ঘরের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভাঙে। দেহের পাশে একটি ‘সুইসাইড নোট’ মিলেছে। তাতে লেখা, এই প্রেমে বাড়ির লোকের আপত্তি থাকাতেই তাঁরা আত্মঘাতী হয়েছেন। কাঁথি মহকুমা হাসপাতালে দেহ দু’টির ময়নাতদন্ত হয়েছে। কণিকার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাড়ি তালাবন্ধ ছিল।

পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু
জেলা পুলিশ সুপারের বাংলো চত্বরেই আত্মহত্যা করলেন এক পুলিশ কর্মী। শুক্রবার রাত সাড়ে ৩ টে নাগাদ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত কাজল মণ্ডল (৩৭) বাঁকুড়ার বড়জোড়া থানার ঘুটগেড়িয়ার বাসিন্দা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পুলিশ সুপারের বাংলোয় প্রহরীর কাজে নিযুক্ত ছিলেন কাজলবাবু। শুক্রবার রাতে ওয়াচ টাওয়ারে তাঁর ডিউটি ছিল। নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালে মেদিনীপুরে আসেন মৃতের স্ত্রী মিন্টু মন্ডল। তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান মানসিক অবসাদেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরি বলেন, “সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”

নাবালক উদ্ধার
অচৈতন্য অবস্থায় উদ্ধার হল এক নাবালক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশনে। পুলিশ জানিয়েছে, শেখ এরশাদ নামের ওই নাবালক বিহারের দারভাঙার বাসিন্দা। তাকে উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। শনিবার সকালে কোলাঘাট থানার পুলিশ তাকে কাঁথির একটি হোমে রাখার ব্যবস্থা করে। শুক্রবার রাত ৮ টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় মেচেদা স্টেশনের প্ল্যাটফর্মে ওই নাবালক অচৈতন্য অবস্থায় পড়ে ছিল। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা তাকে উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই নাবালকের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূলকে কটাক্ষ সেলিমের
রাজ্যের শাসকদল ‘যাত্রা করছে’ বলে কটাক্ষ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। শনিবার ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে তিনি বলেন, “নতুন সরকার আসার পরে শুরুতে অস্ত্র উদ্ধার শুরু হল। তারপর কঙ্কাল বেরনো শুরু হল। শাসকদল একের পর এক নতুন পালা করে চলেছে।” তাঁর বক্তব্য, “অনেকে বলছেন, এখন জঙ্গলমহলে শান্তি। যখন ল্যান্ডমাইন ফাটছিল, শিক্ষক খুন হচ্ছিল, তখন বলেছিলেন মাও-ফাও বলে কিছু নেই। আর এখন কেউ প্রতিবাদ করতে গেলেই বলছেন ওটা মাওবাদী না হলে মাকর্সবাদী।” সেলিমের প্রশ্ন? ‘‘কসমেটিক্স লাগিয়ে মহাকরণে এসে যাঁরা আত্মসমর্পণ করলেন, তাঁরা কারা?”

দেহ উদ্ধার
গলায় ফাঁস লাগা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার দক্ষিণ চাচিয়াড়া গ্রামে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.