টুকরো খবর
ধৈর্য ধরতে বলছেন পাপাস
শহরে পাপাস।—নিজস্ব চিত্র
ভারতীয় ফুটবলের উন্নতির সাক্ষী হতে ধৈর্য ধরতেই হবে। এ রকমটাই বলছেন পৈলান অ্যারোজের অস্ট্রেলীয় কোচ আর্থার পাপাস। প্রথমে যুব অ্যাকাডেমির দায়িত্ব পেয়েও এখন পৈলানের কোচ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে পাপাস বলছেন, “টেকনিক্যাল ডিরেক্টর রব বান প্রস্তাব দিয়েছিলেন পৈলানের দায়িত্ব নেওয়ার জন্য। আমি এতে খুশি।” অনূর্ধ্ব ২২ এশিয়া কাপে জাতীয় দলের কোচ হিসেবে ঘুরে এসেছেন ওমান। বড়দের ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা নেই। বলছিলেন, “আই লিগ দেখেই ধারণা পরিষ্কার হবে।” সেই সঙ্গেই তিনি যোগ করেন, “আই লিগে ক্লাবগুলো মোটামুটি একই ধরনের ফুটবল খেলে। এটাই ভারতীয় স্টাইল। সে ক্ষেত্রে যুব দলকে নিয়ে মাঝে মাঝে বিদেশ সফর করলে ভারতীয় ফুটবলেরই উপকার হবে। ওমানে কিন্তু ভারত মোটেই খারাপ খেলেনি।” এই মরসুমে পৈলানে পাপাসের সহকারী হিসেবে যোগ দিয়েছেন আর এক বিদেশি অ্যারন সিমন্স। থেকে যাচ্ছেন সহকারী কোচ সুজিত চক্রবর্তী এবং গোলকিপার কোচ তনুময় বসু। প্রিমিয়ার লিগ শুরু বৃহস্পতিবার: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে ১৬ অগস্ট। পর দিনই নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষ ইস্টার্ন রেল। ১৮ অগস্ট মোহনবাগান খেলবে সাদার্ন সমিতির বিরুদ্ধে। প্রয়াগ ইউনাইটেডের প্রথম খেলা ২৪ অগস্ট বিএনআর-এর বিরুদ্ধে। ১৭ অগস্ট ব্যারেটো প্রথম কলকাতা লিগ খেলতে নামছেন সবুজ-মেরুন জার্সি ছাড়া। ভবানীপুরের প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ।

সহ-অধিনায়ক হতে দলে আসিনি: গম্ভীর
তিন ধরনের ক্রিকেটে তিনজন সহ-অধিনায়কের নাম ঘোষণা করে শুক্রবার ছোটখাটো চমক দিয়েছে ভারতীয় বোর্ড। বিরাট কোহলির কাছ থেকে আবার সহ-অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়ে অবশ্য বেশি ভাবছেন না গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক জানাচ্ছেন, দলের প্রতি তাঁর দায়িত্ব একই থাকছে। “পদ পেলাম না পেলাম, তার উপর দলের প্রতি আমার দায়বদ্ধতা নির্ভর করে না। সহ-অধিনায়ক হওয়ার জন্য আমাকে দলে নেওয়া হয়নি। আমাকে নেওয়া হয়েছে রান করার জন্য, ম্যাচ জেতানোর জন্য,” গম্ভীরের মন্তব্য। জাতীয় দলে যুবরাজ সিংহের প্রত্যাবর্তন নিয়ে খুশি হলেও গম্ভীর বলছেন, “ওর মতো ম্যাচউইনারের দলে ফেরা অবশ্যই সুখবর। তবে ওই একজনের উপস্থিতিতে ড্রেসিংরুম চাঙ্গা হয়ে যাবে বলে আমি মনে করি না। ড্রেসিংরুমের পরিবেশ কিন্তু দলের সবার উপর নির্ভর করে।” হরভজন সিংহের দলে ফেরা নিয়ে তাঁর বক্তব্য, “বড় টুর্নামেন্টে ওর মতো ক্রিকেটার থাকা দরকার।” তিন বছর পরে জাতীয় দলে ফেরা লক্ষ্মীপতি বালাজি আবার প্রত্যাবর্তনের জন্য ধন্যবাদ জানাচ্ছেন তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে। “কেকেআরের হয়ে খেলাটাই আমাকে দলে ফিরিয়েছে। নির্বাচকেরা যে আমার পারফরম্যান্সে নজর রেখেছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ,” বলেছেন বালাজি।

প্রস্তুতি ম্যাচে অস্বস্তিতে দুই প্রধান
নতুন মরসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলোর পারফরম্যান্স চিন্তায় রাখছে দুই প্রধানকেই। শনিবার সকালে এক দিকে যখন ইস্টবেঙ্গল ১-১ ড্র করল কালীঘাট ক্লাবের বিরুদ্ধে, মোহনবাগান তখন নিজেদের অ্যাকাডেমির ছেলেদের কাছে ০-১ হেরেই গেল। লাল-হলুদে চিডির জ্বর, তাই খেলেননি। পেন-ওপারা ছিলেন। দ্বিতীয়ার্ধে গুরপ্রীত সিংহ গোলকিপিংও করেন। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন লেন। কোচ ট্রেভর মর্গ্যান মাঠের মধ্যেই ফুটবলারদের অল্পবিস্তর বকাবকি করেন। তবে মাঠের অবস্থাতেও যে তিনি অখুশি সে কথাও জানান। অন্য দিকে দীপেন্দু বিশ্বাসদের বিরুদ্ধে গোল করেন মোহনবাগান অ্যাকাডেমির বিদেশি ছাত্র ঘানার পল। আগের দিনই টোলগে ওজবে পুরো ম্যাচ খেলেছিলেন। এ দিন ছিল তাঁর বিশ্রাম। সবুজ-মেরুন রক্ষণে খেললেন সৌরভ চক্রবর্তী, ইচে, দীপক কুমাররা। শনিবার বিশ্রাম নিলেন প্রয়াগ ইউনাইটেডের কোস্টা রিকান ফুটবলার কার্লোস হার্নান্ডেজও। দুপুরে দল অনুশীলন করলেও কার্লোস ছিলেন না।

শুরু হল যুব দাবা
যুব দাবার সপ্তম সংস্করণ শুরু হয়ে গেল শনিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এ বারের প্রতিযোগিতায় খেলছেন ৬৬২ জন। যা রেকর্ড। প্রথম দিন বাছাইরা সবাই জিতেছেন। শীর্ষ বাছাই মহারাষ্ট্রের স্বপ্নিল ঢোপাড়ে হারিয়েছেন শিবম বর্মাকে। জিততে অসুবিধে হয়নি মেরি আন গোমসেরও। টুর্নামেন্টের আয়োজক দিব্যেন্দু বড়ুয়া দাবা অ্যাকাডেমি ও অল স্পোর্ট ম্যানেজমেন্ট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.