টুকরো খবর
তিস্তা নিয়ে আবার কথা চান মনমোহন
তিস্তা চুক্তি নিয়ে সক্রিয় হচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সনিয়া গাঁধীও। কংগ্রেস নেতারা মনে করছেন, তিস্তা এবং ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি নিয়ে দিল্লি যতই চেষ্টা করুক, যতক্ষণ না মমতা তাতে সায় দিচ্ছেন, ততক্ষণ কিছু হওয়ার নয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে ফের আলোচনা শুরু করতে চান এবং তিনি এমন একটি সমাধান সূত্র বার করতে চাইছেন, যাতে পশ্চিমবঙ্গের স্বার্থ কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়। তিস্তা চুক্তির পাশাপাশি খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির প্রশ্নেও চলতি অধিবেশনেই সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র। সে ক্ষেত্রে মমতার প্রতি কেন্দ্রের প্রস্তাব, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে পশ্চিমবঙ্গ-সহ যে সব রাজ্যের আপত্তি রয়েছে, তাদের বাদ দিয়ে যে সব রাজ্য এর পক্ষে, তাদের সুযোগ দেওয়া হোক। সে ক্ষেত্রে বিজেপি বা অ-কংগ্রেসি রাজ্যগুলি না মানলেও অন্তত ইচ্ছুক কংগ্রেসি রাজ্যগুলি এর সুবিধা পাক এমনটাই চাইছে কেন্দ্র। তবে তিস্তা বা খুচরো বিক্রয় নিয়ে মমতার অবস্থানে কোনও পরিবর্তন হয়েছে, এমন ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

পল্লবী খুনে ধৃতের পুলিশি হেফাজত
পল্লবী খুনে ধৃত নিরাপত্তারক্ষী সাজ্জাদ মোগলকে ১৭ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির আদালত। সাজ্জাদকে আজ স্থানীয় আদালতে হাজির করানো হয়। এই হত্যাকাণ্ডে তার সঙ্গে আর কেউ জড়িত কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই সাজ্জাদকে নিজেদের হেফাজতে রাখার দাবি জানায় পুলিশ। পল্লবীর হাতের তালুতে লেগে থাকা চুলের সঙ্গে ধৃতের ডিএনএ মিলিয়ে দেখা হবে বলেও আদালতে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াডালায় এক বহুতল থেকে উদ্ধার হয় আইএএস দম্পতি অতনু ও সুমিতা পুরকায়স্থর মেয়ে পল্লবীর গলা কাটা দেহ। এই ঘটনায় সে দিনই বহুতলের নিরাপত্তারক্ষী সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ।

হিমাচলের চাম্বায় খাদে বাস, মৃত ৫২
নিয়ন্ত্রণ হারিয়ে হিমাচলপ্রদেশের চাম্বা জেলায় খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু ও আঠারো জন মহিলা-সহ ৫২ জনের। আহত ৪৬ জন। দুর্ঘটনাগ্রস্তদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা। আজ দুলেরা থেকে চাম্বা যাচ্ছিল বাসটি। চাম্বার ডেপুটি কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, বাসটির বহন ক্ষমতা ৪২ জনের হলেও দুর্ঘটনার সময় তাতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। ভিতরে জায়গা না পেয়ে বাসের মাথাতেও উঠে বসেছিলেন অনেকে। রাজেরার কাছে হঠাৎই টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের আড়াইশো ফুট গভীর খাদে গিয়ে পড়ে। চালক-সহ ৩৯ জন মারা যান ঘটনাস্থলেই। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও তেরো জনের। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বারো জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

গাড়িতে মহিলাকে গণধর্ষণ দিল্লিতে
মহিলাকে জোর করে মদ খাইয়ে গাড়িতে গণধর্ষণ করার অভিযোগ উঠল দিল্লির দশ যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ওই মহিলাকে বল্লভগড়ের একটি সুনসান এলাকায় ডেকে পাঠায় ইন্দ্রজিৎ নামে তাঁরই এক বন্ধু। সেখানে অপেক্ষা করছিল আট থেকে দশ জন যুবকের একটি দল। ওই মহিলার দাবি, তারা প্রত্যেকেই ইন্দ্রজিতের পরিচিত। প্রথমে তারা গাড়িতে ধর্ষণ করে ওই মহিলাকে। পরে তাঁকে একটি গ্রামে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে। এই অপরাধের কথা কাউকে জানালে, তাঁকে খুন করা হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা। এর পর ওই মহিলাকে বল্লভগড় সেতুর উপর ফেলে যায় তারা।

অপহৃত কর্মীর মৃতদেহ উদ্ধার
জামুইয়ের লক্ষ্মীপুর থানার ঘোড়লাহি এলাকায় কাল রাতে সড়ক নির্মাণে নিয়োজিত এক ঠিকাদার সংস্থার তিন কর্মীকে ঘুম থেকে তুলে অপহরণ করে নিয়ে যায় জনা পঁচিশ লোক। আজ সকালে তাঁদের মধ্যে একজনের দেহ গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে। অপহৃত অন্য দু’জনের খোঁজ মেলেনি। জামুইয়ের এসপি উপেন্দ্র শর্মা বলেন, “মাওবাদীরই এই কাজ করেছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।” দু’দিন আগে ওই সংস্থার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু তা মানা হয়নি। পুলিশের সন্দেহ, তোলার টাকা না পেয়ে এই কাণ্ড ঘটিয়েছে মাওবাদীরাই।

ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু ঘটেছে অসম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের। মাধুর্য্য বারুকিয়াল নামে ওই ছাত্রের বাড়ি গোলাঘাট জেলার কামারগাঁওতে। মাধুর্য্যর বন্ধুরা পুলিশকে জানিয়েছে, কাল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে জালুকবাড়িতে, কলেজের কাছেই একটি পুকুরে স্নান করতে গিয়েছিল সে। কিন্তু ছাত্রাবাসে আর ফেরেনি। পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পুকুর থেকেই তার মৃতদেহ উদ্ধার করে। আজ ময়না তদন্তের পরে, তার দেহ গোলাঘাটে পাঠানো হয়। মাধুর্য্যর পরিবারের দাবি, র্যাগিং করে বা অন্য কোনও ভাবে মাধুর্য্যকে হত্যা করা হয়েছে।

উপরাষ্ট্রপতির শপথগ্রহণ
ছবি: পিটিআই
উপরাষ্ট্রপতি হামিদ আনসারির শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিড়ম্বনায় পড়লেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। শনিবার রাষ্ট্রপতি ভবনের অশোক হলে হচ্ছিল উপরাষ্ট্রপতির শপথগ্রহণ। প্রথমে এনডিএ জোটের কার্যনির্বাহী সভাপতি আডবাণীকে চতুর্থ সারিতে বসানো হয়। আপত্তি জানান সাংসদ শিবানন্দ তিওয়ারি। তখন তাঁকে তৃতীয় সারিতে বসতে বলা হয়। নিঃশব্দে সরে বসেন আডবাণী। তত ক্ষণে বিষয়টি নজরে পড়ে গিয়েছে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামীর। তিনি তাড়াতাড়ি প্রবীণ বিজেপি নেতাকে প্রথম সারিতে নিয়ে আসেন। প্রথম সারিতেই বসে ছিলেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলনেতা সুষমা স্বরাজ ও অরুণ জেটলি।

আরও ১ দিন জেলে
আরও এক দিন পুলিশি হেফাজতে থাকতে হবে গীতিকা শর্মার আত্মহত্যায় অভিযুক্ত অরুণা চাড্ডাকে। শনিবার গোপাল কাণ্ডার এক আত্মীয়কেও আটক করা হয়েছে।

উদ্ধার যাত্রীরা
মহুবার নদীর বন্যায় মধ্যপ্রদেশের শিবপুরিতে আটকে পড়েছিল যাত্রীবোঝাই বাস। পরে উদ্ধারকর্মীরা গিয়ে বাসের ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন।

জন্মাষ্টমীতে মৃত্যু
জন্মাষ্টমীতে দইয়ের হাঁড়ি ভাঙার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন মধ্যপ্রদেশের পাহাড়গড়ের এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

শাস্তি মূত্রপান
মেঘালয়ের পুলিশ ছাউনিতে দুপুরে খাওয়ার সময় গণ্ডগোল বাধান দুই প্রশিক্ষণরত কনস্টেবল। শাস্তি দিতে তাঁদেরই সহকর্মীদের মূত্রপান করালেন উর্দ্ধতন অফিসারেরা।

সোনা পাচারে আটক
সোনা পাচারে জড়িত সন্দেহে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সিআইএসএফ অফিসারকে আটক করল ডিআরআই। দু’দিনে ডিআরআই সাড়ে ন’কেজি সোনা বাজেয়াপ্ত করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.