কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার পরেও এক বিমানযাত্রীকে বোর্ডিং কার্ড দিয়ে নিয়ম ভাঙল সরকারি বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। তারাও একটি পৃথক তদন্ত করছে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে। জে কে দাদো নামে এই যাত্রী দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের যুগ্মসচিব পদে রয়েছেন। বিমানটি ছাড়ার কথা ছিল সকাল ৯টা ৫০ মিনিটে। নিয়ম মেনে শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটে কাউন্টার বন্ধ করা হয়। তার পরে বিমানবন্দরে পৌঁছনোর জন্য ওই উড়ানের ৩ যাত্রীকে বোর্ডিং কার্ড বা বিমানে ওঠার ছাড়পত্র দেওয়াও হয়নি। বিমান সংস্থা সূত্রের খবর, সকাল সাড়ে ন’টা নাগাদ দাদো বিমানবন্দরে পৌঁছন। বোর্ডিং কার্ড পাবেন না জেনে তিনি হট্টগোল জুড়ে দেন। তাতেও কাজ না হলে দিল্লিতে এয়ার ইন্ডিয়ার এক কর্তাকে ফোন করে তিনি বিষয়টি জানান। অভিযোগ, বিমান সংস্থার ওই কর্তার নির্দেশেই ফের কাউন্টার খুলে দাদো ও বাকি তিন যাত্রীকে বোর্ডিং কার্ড দেওয়া হয়। বিমানটি ছাড়তে প্রায় ২০ মিনিট দেরি হয়। ডিজিসিএ সূত্রের খবর, বিমান ছাড়তে যাতে দেরি না হয়, বিমান ছাড়ার নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে চেক-ইন কাউন্টার বন্ধ করে দেওয়ার নিয়ম বছর দুয়েক আগেই চালু হয়েছে। এই নিয়মের কড়াকড়িতে তৎকালীন বিমানমন্ত্রী প্রফুল্ল পটেলও দেরি করে আসায় বিমানে উঠতে পারেননি। প্রশ্ন উঠেছে, এক আইএএস অফিসারের জন্য কেন সেই নিয়ম ভাঙা হল? নিয়ম জানার পরেও এয়ার ইন্ডিয়ার ওই কর্তা দিল্লি থেকে কী করে ওই নির্দেশ পাঠালেন?
|
অভিযোগ অষ্টম শ্রেণির এক ছাত্রকে স্কুলে মারধর করা হয়েছে। আর তার প্রতিবাদে শনিবার শ্যামবাজার এভি স্কুলে গিয়ে বিক্ষোভ জানালেন মানবাধিকার কর্মীরা। ওই ছাত্র যাতে স্কুলে ফিরে আসে এবং পড়াশোনার পরিবেশ পায়, শনিবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তা নিশ্চিত করতে বলেন এলাকার কাউন্সিলার পার্থ মিত্রও। ‘কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস’-এর উত্তর কলকাতার সভাপতি কবিতা গুপ্ত এ দিন বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা দোষী শিক্ষকদের সাসপেন্ড করার দাবি জানাবো।” এভি স্কুলের ছাত্র বছর বারোর মানসকুমার বিশ্বাস গত ৭ তারিখ থেকে স্কুলে যাওয়া বন্ধ করেছিল। মানবাধিকার কমিশনে লেখা চিঠিতে সে জানিয়েছে, ‘সহপাঠীদের কয়েক জন আমাকে রোজ খুব মারে, গলা টিপে ধরে, বইখাতা ছিঁড়ে দেয়। হেডস্যারকে বললে উনি উল্টে আমাকেই ওঁর ঘরে ডেকে নিয়ে মারেন। স্কুলে যেতে আমার খুব ভয় করছে। কোনও দিন মরে যাব।’ শ্যামপুকুর থানায় দু’বার অভিযোগও দায়ের করেছিলেন ওই কিশোরের মা শীলা বিশ্বাস।
|
দু’টাকা কিলোগ্রাম দরে প্রতি মাসে ৮ কিলোগ্রাম চাল দেওয়া হবে যৌনকর্মীদের। এঁদের একটি সংগঠনের দেওয়া তালিকা অনুযায়ী এই চাল বিলি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিছু দিন আগে এই সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁদের অভাব অভিযোগের কথা জানান। শনিবার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আগ্রহেই এই বিশেষ ক্ষেত্রে স্বল্প মূল্যের চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দফতর। এ ছাড়া স্প্যাস্টিক সোসাইটি ও অন্ধ স্কুলের পড়ুয়াদেরও দু’টাকা কিলোগ্রাম দরে মাথাপিছু মাসে ৮ কিলোগ্রাম চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। জ্যোতিপ্রিয় মল্লিক জানান, মাসিক বরাদ্দের চাল প্রতিষ্ঠানকে এক সঙ্গে সংগ্রহ করে নিতে হবে। খাদ্যমন্ত্রী জানান, সল্টলেকের সিএফ ব্লকে পাঁচ জন মূক ও বধির মানুষ এক সঙ্গে থাকেন। তাঁদের আয় তেমন নেই। খাদ্য দফতর তাঁদেরও ২ টাকা দরে মাথা পিছু মাসে ৮ কিলোগ্রাম চাল দেওয়ার ব্যবস্থা করছে। মন্ত্রী জানান, শুক্রবার বন্দর এলাকার একটি গুদাম থেকে এনফোর্সমেন্ট বিভাগ প্রায় ২৩০০ মেট্রিক টন গম উদ্ধার করেছে। সেই গম রাজ্যের খাদ্য দফতরের না হলেও গণবণ্টন ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার তা পঞ্জাব ও হরিয়ানা থেকে সংগ্রহ করেছিল। আইনত ওই শস্য কেউ রফতানি করতে পারে না। খাদ্যমন্ত্রী বলেন, “সোমবার এফসিআই কর্তাদের খাদ্য দফতরে ডাকা হয়েছে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, গণবণ্টনের জন্য সংগ্রহ করা গম কী করে বেসরকারি গুদামে গেল। বিশেষ করে এমন একটি সংস্থার গুদামে, যেটি রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত।”
|
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন বাবা। পুলিশ জানায়, শুক্রবার রাতে বেলেঘাটা মেন রোড থেকে ধৃত ওই ব্যক্তির নাম তারক দাস। অভিযোগ, গত ৮ অগস্ট নিজের সাত বছরের মেয়েকে ধর্ষণ করেন তারক।
ওই রাতেই এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারকেলডাঙার মহম্মদ ইসলাম নামে অপর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সাড়ে পাঁচ বছরের ওই শিশুকন্যা পাড়ার এক তরুণীর কাছে টিউশন পড়ে। ইসলাম ওই তরুণীর মাসতুতো দাদা। অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে নিজের ঘরে ডেকে তার উপরে অত্যাচার করে ইসলাম। এর পরে মেটিয়াবুরুজ পালায় সে। পরে সেখান থেকেই তাকে ধরে নারকেলডাঙা থানার পুলিশ।
|
বিমানবন্দর এলাকায় তিন দুষ্কৃতীর কাছ থেকে প্রচুর কার্তুজ ও ১০টি দেশি পিস্তল উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ওই তিন জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, ধৃতেরা হল রাজা দত্ত, প্রতীপ রায় ও ফটিক। |