দুর্গাপুরের এমএএমসি কারখানা খোলার প্রয়োজনে কোল ইন্ডিয়া, ভারত আর্থ মুভার্স ও ডিভিসি তিন সংস্থার কনসোর্টিয়ামের মধ্যে অবিলম্বে চুক্তি সম্পন্ন করার জন্য বলেছে রাজ্য সরকার। একই সঙ্গে কারখানার জিনিসপত্র চুরি রুখতে ওই এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের ডিরেক্টর জেনারেল ও আসানসোলের পুলিশ কমিশনারকে। সম্প্রতি শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ কথা বলেন। তিনি জানান, কারখানাটি কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকারের তেমন কিছু করার নেই। তবুও রাজ্য পুলিশকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। মন্ত্রী বলেন, এমএএমসির নিরাপত্তার জন্য শিল্প নিরাপত্তাবাহিনী বা সিআইএসএফ-এর যে সব জওয়ান নিযুক্ত রয়েছেন, তাঁদের খরচ তিন সংস্থার কনসোর্টিয়ামের মধ্যে সমান ভাবে ভাগ করে নিতে বলা হয়েছে। কারণ, সিআইএসএফ টাকা না-পাওয়ায় একবার কারখানা ছেড়ে চলে গিয়েছিল। রাজ্য সরকার উদ্যোগী হয়ে তাদের ফিরিয়ে এনেছে। আবার তাদের টাকা পাওয়ার সমস্যা দেখা দিয়েছে। পার্থবাবু বলেন, কনসোর্টিয়ামের তিন সংস্থার কে কী কাজ দেখবে, সে নিয়েও চুক্তি হয়নি এখনও পর্যন্ত। অবশ্য সম্প্রতি কনসোর্টিয়ামের সদস্য সংস্থার প্রতিনিধিরা দুর্গাপুরে এমএএমসি কারখানাটি ঘুরে দেখেছেন। তাঁদের শীঘ্রই চুক্তি সম্পন্ন করতে বলা হয়েছে। রাজ্য সরকার চায় অবিলম্বে কারখানাটি আবার চালু হোক।
|
ফের লোকসানের মুখ দেখল বিজয় মাল্যর কিংফিশার এয়ারলাইন্স। প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) সংস্থার নিট লোকসান দাঁড়িয়েছে ৬৫০.৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৪৭% বেশি। চড়া সুদের হার এবং বসে যাওয়া বিমানের রক্ষণাবেক্ষণের জন্য সংস্থার যে বিপুল খরচ হয়েছে, সে কারণেই মূলত এই লোকসান বলে জানিয়েছে তারা। এই সময়ে সংস্থার মোট আয়ও প্রায় পাঁচ গুণ কমে হয়েছে ৩০১.৩৮ কোটি। গত বছর একই সময়ে যা ছিল ১,৯০৭ কোটি টাকা। চালু হওয়ার পর গত পাঁচ বছরে এখনও লাভের মুখ দেখতে পারেনি শেয়ার বাজারে নথিভুক্ত কিংফিশার এয়ার। এরই মধ্যে ঋণের ভারে জর্জরিত সংস্থা ঘুরে দাঁড়ানোর বিভিন্ন প্রচেষ্টা চললেও, তা সফল হয়নি। এ দিকে, প্রথম ত্রৈমাসিকে মুনাফা করেছে বাজারে নথিভুক্ত অন্য দুই বিমান পরিষেবা সংস্থা জেট এয়ারওয়েজ এবং স্পাইস জেট। টানা পাঁচটি ত্রৈমাসিক লোকসানের পর সংশ্লিষ্ট মহলকে কিছুটা বিস্মিত করেই লাভ করেছে এই দুই সংস্থা। যার কারণ হিসেবে যাত্রী সংখ্যা বেশি হওয়া, বিমান জ্বালানির দাম কমা-সহ বিভিন্ন কারণকে চিহ্নিত করেছে তারা।
|
ভারতের পশ্চিম উপকূলে বিশাল তেল ভাণ্ডারের খোঁজ পেল রাষ্ট্রায়ত্ত ওএনজিসি। মুম্বই থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তেল ক্ষেত্রটি ডি১ ব্লক-এ অবস্থিত। বর্তমানে এখানে প্রতিদিন সাড়ে ১২ হাজার ব্যারেল তেল উত্তোলন হয়। সর্বোচ্চ ক্ষমতা ৩৬ হাজার ব্যারেল। এই নতুন আবিষ্কারের ফলে দিনে সর্বোচ্চ ৬০,০০০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ডি১ ব্লক হবে পশ্চিম উপকূলে তৃতীয় বৃহত্তম তেল ক্ষেত্র। প্রথম দু’টি স্থানে আছে যথাক্রমে মুম্বই হাই ও হীরা। আগে ওএন জিসি জানিয়েছিল, ডি১ ক্ষেত্রে মোট ৬০ কোটি ব্যারেল তেল আছে। এখন তা ১০০ কোটিরও বেশি হতে পারে। এ দিকে, এপ্রিল থেকে জুনে সংস্থার নিট মুনাফা ৪৮% বেড়ে হয়েছে ৬০৭৭.৭০ কোটি টাকা।
|
বিশ্ব ব্যাঙ্কের শাখা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি)-এর ভাইস প্রেসিডেন্ট এবং সিইও-র দায়িত্ব পেলেন চিনের জিন-ইয়ং কাই। আর্থিক পরিষেবায় ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কাই গোল্ডম্যান স্যাক্স গোষ্ঠীর কার্যনির্বাহী ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। প্রসঙ্গত, বিশ্ব জুড়ে উন্নয়নশীল দেশগুলির বেসরকারি ক্ষেত্রে ঋণ ও পরামর্শ দেয় আইএফসি।
|
বাজারে হালকা ওজনের নোটবুক এবং আলট্রাবুকের নতুন সম্ভার আনল এসার। সংস্থার ‘অ্যাস্পায়ার’ ব্র্যান্ডের এস, এম, ভি৩, ভি৫ এবং ই সিরিজের নোটবুকে মিলবে ৩০টিরও বেশি মডেল। ছাত্র, ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি কর্মী ইত্যাদি পেশার চাহিদার কথা মাথায় রেখে আধুনিক নক্শার এই সব পণ্য এনেছে তারা। সংস্থার এই নোটবুক এবং আলট্রাবুকগুলির দাম শুরু প্রায় ২৫ হাজার টাকা থেকে।
|
ভারতে বসবাসকারী ও অনাবাসী ভারতীয়দের ১,০০০ দিনের টাকার আমানতে ১০% সুদ দিচ্ছে ফেডারেল ব্যাঙ্ক। ১৭ অগস্ট ব্যাঙ্ক তাদের ১,০০০ তম শাখা খুলবে। সেই দিন পর্যন্ত মিলবে এই সুযোগ। প্রবীণ নাগরিকেরা ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন। আর অনাবাসীরা পাবেন করছাড়ের সুবিধা।
|
নতুন ফোন আনল ম্যাক্সট্রন মোবাইল। ‘আই৯২২০’ মডেলের ফোনটিতে এক সঙ্গে তিনটি সিম কার্ড ব্যবহার করা যাবে। এতে এফএম, ব্লু-টুথ, ভিএলসি প্লেয়ার-সহ বিভিন্ন সুবিধা মিলবে বলে দাবি সংস্থার। দাম ৩,৬০০ টাকা। |