এ বার বিদেশে পা রাখতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জাম্বিয়া, কেনিয়া, মোজাম্বিক, এবং দুবাইয়ে শাখা অথবা নতুন ব্যাঙ্কিং সংস্থা খোলার পরিকল্পনা করেছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি কলকাতায় ফিকি আয়োজিত ব্যাঙ্কিং সংক্রান্ত এক আলোচনাসভার শেষে ওই কথা জানান সেন্ট্রাল ব্যাঙ্কের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এম ভি তাঁকসালে।
মোজাম্বিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যাঙ্কিং সংস্থা চালু করা হতে পারে বলে জানান তাঁকসালে। এর জন্য ইতিমধ্যেই কেন্দ্রের অনুমতি পেয়েছেন তাঁরা। ওই সংস্থায় দুই ব্যাঙ্কের ৫০% করে শেয়ার থাকবে। এ ছাড়া জাম্বিয়াতে স্থানীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ব্যাঙ্ক চালু করার কথা ভাবছেন কর্তৃপক্ষ। সব পরিকল্পনাই চলতি আর্থিক বছরের মধ্যে কার্যকর করতে চান তাঁরা।
এ দিকে ব্যবসা বাড়ানোর জন্য বাড়তি মূলধন সংগ্রহের পরিকল্পনা করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক। এ জন্য প্রয়োজন আরও প্রায় ১২০০ কোটি টাকার মূলধন। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ব্যাঙ্কগুলিকে মোট ঋণের একটি নির্দিষ্ট অর্থ ন্যূনতম মূলধন হিসাবে রাখতে হয়। যাকে বলা হয় ‘ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও’ (সিএআর)। বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্কের সিএআর ১২%। কী ভাবে ওই মূলধন সংগ্রহ করা হবে, তা ব্যাখ্যা করে তাঁকসালে জানান, “আমরা ৮০০ কোটি টাকার মতো কেন্দ্রের কাছে চাইব। বাকি টাকার ব্যবস্থা করা হবে ব্যাঙ্কের নিজস্ব তহবিল থেকে।” উল্লেখ্য, এই ব্যাঙ্কের ৮৯% শেয়ারের মালিক কেন্দ্র। চলতি আর্থিক বছরে সেন্ট্রাল ব্যাঙ্ক ৪ লক্ষ কোটি টাকার ব্যবসা করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। যা গত অর্থবর্ষের থেকে প্রায় ২০% বেশি। |