ভার্জিনিয়ার এক জনসভায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রোমনি জানালেন ভাইস প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ পল রায়ান। পরে দলের তরফেও তা ঘোষণা করা হয়।
|
ওকলাহামার কাছে গাড়ি-দুর্ঘটনায় মৃত্যু হল হায়দরাবাদের পাঁচ তথ্যপ্রযুক্তি কর্মীর। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি একটি ট্রাক্টরে গিয়ে ধাক্কা মারে।
|
আকাশে ওঠার কিছু ক্ষণের মধ্যেই মাটিতে মুখ থুবড়ে পড়ল নাসার মুন ল্যান্ডার ‘মরফিয়াস’। ছাই হয়ে গেল বিস্ফোরণে। তবে কেনেডি স্পেস সেন্টারে কেউ আহত হননি।
|
দামাস্কাসে মর্টার-হানা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর। শুক্রবার ফের বিদ্রোহীরা ‘সরকার-পন্থী’ টিভি চ্যানেলের কর্মীদের ‘অপহরণ’ করেন। তাঁদের ছাড়াতেই শনিবারের আক্রমণ। |