শুধু ভারতীয় নাচ শিখলে চলবে না। মন দিতে হবে প্রতিযোগিতামূলক খেলাধূলোতেও। শনিবার লন্ডনের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে ডেকে এমনই নির্দেশ দিলেন ব্রিট্রিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাঁর মুখে এ হেন কথা শুনে অনেকেরই ‘চক্ষু চড়ক গাছ’।
লন্ডন অলিম্পিক ২০১২-য় ব্রিটেনের ফলাফলের কথা মাথায় রেখেই এই সাবধানবাণী ব্রিটেনের প্রধানমন্ত্রীর। তাঁর ব্যাখ্যায়, স্কুলে প্রতি সপ্তাহে অন্তত দু’ ঘণ্টা পড়ুয়াদের খেলাধূলোর জন্য রাখা উচিত। এটা কিছুটা আক্ষেপের যে লন্ডনের স্কুলগুলো তা না করে ভারতীয় নাচ শেখানোর পিছনে সপ্তাহের অনেকটা সময় ব্যয় করে। তিনি বলেন, “ ভারতীয় নাচ তো আর খেলাধূলোর মধ্যে পড়ে না।”
কিন্তু ব্রিটেনে ভারতীয় নাচ বলতে সাধারণ ভাবে ‘বলিউডি নাচ’-ই প্রচলিত। ইদানীং জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়েই সেখানে একাধিক নাচের ক্লাস এবং কর্মশালার আয়োজন হচ্ছে। কারণ বলিউডি নাচকে শরীরচর্চার সহজ মাধ্যম বলেই বেছে নিচ্ছেন ওই দেশের মানুষ। তাই লন্ডনের স্কুলগুলোতেও এই নাচের প্রচলন বেড়েছে। ক্যামেরনের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ইন্টারনেট সাইটগুলোতেও। অনেকেই মজা করে লিখেছেন যদি বলিউডি নাচকে অলিম্পিকের আওতায় নিয়ে আসা হয় তবে ব্রিটিশ দল তাতে কেমন ফল করবে সেটাও দেখার। |