পাক প্রধানমন্ত্রীকে শো-কজ নোটিস সুপ্রিম কোর্টের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপর ফের নেমে এল বিচার ব্যবস্থার খাঁড়া।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির পুরনো মামলা ফের চালু না করার জন্য প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফকে ‘শো কজ’ নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ২৭ অগস্ট কোর্টে হাজির হয়ে তাঁকে জানাতে হবে, কেন তিনি এখনও প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা শুরু করেননি। আজ বিচারপতি আসিফ সইদ খোসার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বিচারপতি খোসা জানান, পরবর্তী শুনানির দিনের মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ না করা হলে কোর্ট নিজেই যা করার করবে।
আদালত বার বার বলা সত্ত্বেও জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু করেননি আশরফের পূর্বসূরি ইউসুফ রাজা গিলানি। তাই আদালত অবমাননার দায়ে ১৯ জুন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছিল তাঁকে। এ দিন সুপ্রিম কোর্টের বক্তব্য, আশরফও একই কাজ করছেন। অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানালেও বেঞ্চ তা-ও নাকচ করে দেয়।
কোর্টের এই মন্তব্যের পরে আশরফও আদালত অবমাননার দায়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটা যে হতে পারে, তা আগেই বুঝতে পেরেছিল সরকার। তাই গিলানির দশা যাতে আশরফের না হয়, তাই সম্প্রতি সরকার পার্লামেন্টের দুই কক্ষে ‘আদালত অবমাননা আইন-২০১২’ পাশ করেছিল। সেখানে এমন কিছু রক্ষাকবচ ছিল, যাতে প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তি আদালতকে ‘এড়িয়ে’ যেতে পারেন। কিন্তু গত ৩ অগস্ট আইনটিকে সংবিধান বিরোধী ঘোষণা করে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। আজ সকালে সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী আবদুল শাকুর পারাচা।
কাল বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্ব। সেখানেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু করার জন্য সুইস কর্তৃপক্ষকে কোনও রকম আবেদন জানানো হবে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.