শুকনো থাকুন
মেঘলা দিন, ঝমঝমে বৃষ্টি, আস্ত একটা রেনি ডে আর খিচুড়ি অসাধারণ মেলবন্ধন, তাই না? কিন্তু ঠিক এমন দিনগুলোতেই যখন দেখবেন ঘরময় ভেজা জামাকাপড়, ইতিউতি ফাংগাসের হানা, ওয়ার্ডরোব-এ ভ্যাপসা গন্ধ ব্যস, এক মুহূর্তে সব রোমাঞ্চ উধাও। কিন্তু খামখা এই তিতকুটে মন নিয়ে বর্ষা উপভোগ করতে যাবেন কেন? সমাধান তো হাতের কাছেই মজুত। রইল কিছু খুব চেনা, কিন্তু প্রয়োজনের সময় ভুলে যাওয়া, আর কিছু অল্পচেনা টোটকা, বর্ষাদিনের জন্য।

• ওয়ার্ডরোবে কোনও ভাবেই আধ-শুকনো বা বৃষ্টি-ভেজা পোশাক ঢোকাবেন না। স্যাঁতসেঁতে ভাব কাটানোর জন্য ওয়ার্ডরোবে সিলিকা জেল-এর প্যাকেট রেখে দিতে পারেন।

• কার্পেট ব্যবহার করলে তাকে যে মাঝেমধ্যেই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা উচিত সেটা তো জানেন। কিন্তু এটা জানেন কি, বর্ষায় প্রায় প্রতি দিনই কার্পেট পরিষ্কার করা উচিত? কারণ, ভ্যাকুয়াম ক্লিনার তো শুধু ধুলোময়লা টানে না, অতিরিক্ত আর্দ্রতাও শুষে নেয়।

• বর্ষাকালে চামড়ার জিনিস ভাল রাখার সেরা উপায় হল নিয়মিত ব্যবহার করা এবং মাঝেমধ্যে শুকনো কাপড় দিয়ে মুছে রাখা। ছত্রাক আটকাতে খোলা হাওয়ায় রেখে দিন। চামড়ার জিনিসে ছত্রাক সংক্রমণ হলে আধ লিটার কুসুম কুসুম গরম জলে এক টেবিলচামচ ডেটল গুলে নিন। এ বার এতে কাপড় ভিজিয়ে মুছে নিন। সব শেষে, চামড়ায় লাগানোর ক্রিম মাখিয়ে রাখতে পারলে ভাল হয়। সরাসরি তাপ লাগাবেন না। এতে চামড়ার স্বাভাবিক তেলতেলে ভাবটা চলে গিয়ে খসখসে হয়ে যায়।

• চড়া রোদ্দুর থেকে বাঁচতে যে সব গাছ ছায়ায় বা ঘরে ঢুকিয়ে রেখেছিলেন, তাদের বার করে দিন বৃষ্টিতে। গাছ সতেজ তো হবেই, তা ছাড়া জমে থাকা ধুলোময়লা ধুয়ে একেবারে চকচকে হয়ে উঠবে। টব সরাসরি ছাদে রাখবেন না এই সময়। কারণ, টবের তলায় জল জমে ভিতরের ছাদে বিশ্রী জল-ছোপ পড়ে যেতে পারে। চেষ্টা করুন কোনও উঁচু স্ট্যান্ড-এ তুলে রাখতে।

• ভিজে আবহাওয়ায় সবচেয়ে ক্ষতি হয় রুপোর গয়নার। তুলো বা টিস্যু পেপারে মুড়ে প্লাস্টিকের এয়ারটাইট বা জিপলক ব্যাগে ভরে রাখুন। খুব দরকার না পড়লে ভিজে দিনে এই গয়না বের না করাই ভাল। দরকারি কাগজপত্রও এই ব্যাগে ভরে রাখতে পারেন।
• বৈদ্যুতিন যন্ত্রপাতির জায়গায় সিলিকন পাউচ রাখতে পারেন। চট করে এই জায়গায় জলীয় বাষ্প হামলা করতে পারবে না।

• দিনকয়েক টানা বৃষ্টি চললেই জুতোর ক্যাবিনেট-এর করুণ অবস্থা। ভেজা জুতোর ময়েশ্চার পুরো ক্যাবিনেট-এ ছড়িয়ে পড়ে বাকি জুতোগুলোও নষ্ট করে দেয়। দেখুন তো, ক্যাবিনেট-এর মধ্যে একটা কম পাওয়ারের বাল্ব লাগানো যায় কি না! বাল্ব থেকে যে তাপ বেরোবে, তাতে বাড়তি জলীয় ভাব অনেকটাই কমে যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.