টুকরো খবর
জাতীয় সড়ক অবরোধে যুব কংগ্রেস
ছবি: সন্দীপ পাল।
ভক্তিনগরকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আওতায় আনার প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি শহর লাগোয়া ৩১-ডি জাতীয় সড়ক অবরোধ করল যুব কংগ্রেস। এ দিন সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে। ব্যস্ত সময়ে জাতীয় সড়কে অবরোধ চলায় তীব্র যানজট হয়। অবরোধ ওঠার পর যান চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগে। ভক্তিনগর নিয়ে প্রতিবাদে শুক্রবার থেকে জেলা আদালতে কর্মবিরতি শুরু করেছে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন। সোমবার পর্যন্ত কর্মবিরতি চলবে। ভক্তিনগর থানাকে জলপাইগুড়ি জেলা পুলিশের আওতাতেই রাখতে হবে বলে দাবি তুলে আগামী সোমবার শহর বন্ধের ডাক দিয়েছে জলপাইগুড়ি নাগরিক উন্নয়ন মঞ্চ। তৃণমূল কংগ্রেসের তরফে বন্ধের বিরোধিতা করা হলেও একই দাবিতে বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতিতে সামিল হয়েছে তৃণমূলের আইনজীবী সেল। তৃণমূল আইনজীবী সেলের জলপাইগুড়ির জেলা সভাপতি কৃশানু বজ্রবাসী বলেন, “নীতিগতভাবে কর্মবিরতির সমর্থন করছি না। বার অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে বার অ্যাসোসিয়েশনের ঐতিহ্যরক্ষা করতেই আমরা কর্মবিরতির সক্রিয় বিরোধিতা করছি না।” শনি-রবিবারও আন্দোলন চলবে বলে যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে। জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “জলপাইগুড়িকে টুকরো করতে চক্রান্ত হয়েছে। বন্ধকে সফল করতে যুব কংগ্রেস রাস্তায় নামবে।” বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও নাগরিক উন্নয়ন মঞ্চের সমন্বয়কারি সম্পাদক অভিনন্দন চৌধুরী বলেন, “বন্ধ সফল করতে প্রচার শুরু হয়েছে।”

বৃষ্টিতে যান্ত্রিক গোলযোগ, বিলম্ব ট্রেনে
ঝড়বৃষ্টির সময়ে কেবিনের ইলেকট্রিক্যাল প্যানেল বসে যাওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে বিঘ্নিত হয় নিউ জলপাইগুড়ির ট্রেন চলাচল ব্যবস্থা। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন ম্যানেজার উজ্জ্বল নাথের ঘরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে রেল পুলিশের ইন্সপেক্টর অচিন্ত্য গুপ্তের নেতৃত্বে পুলিশ কর্মীরা গিয়ে বিক্ষোভ সামাল দেন। পরিস্থিতি সামাল দিতে স্টেশনে যান এরিয়া ম্যানেজার পার্থসারথি শীলও। পরে যান্ত্রিক পদ্ধতিতে ট্রেন ছাড়া শুরু করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরিয়া ম্যানেজার বলেন, “ঝড়বৃষ্টির উপরে তো আর আমাদের হাত নেই। বাজ পড়ে স্টেশনের সমস্ত কম্পিউটার বিকল হয়ে গিয়েছে। যা হোক, ম্যানুয়ালি ট্রেন ছাড়ার ব্যবস্থা হয়েছে।” এদিন বিকেল থেকে শিলিগুড়িতে আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সময়ে বাজ পড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের তিনটি কেবিনেরই ইলেকট্রিক্যাল প্যানেল বিকল হয়ে যায়। বিকল হয়ে পড়ে সমস্ত কম্পিউটার। ট্রেন ছাড়ার জন্য সিগন্যালিং ব্যবস্থা কাজ না-করায় ট্রেন ছাড়া সমস্যা হয়ে দাঁড়ায়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে বামনহাট এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে। আটকে যায় দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস মতো দূরপাল্লার ট্রেন। রাত ৯টা নাগাদ দার্জিলিং মেল ছাড়লেও পদাতিক আরও পরে ছাড়ে। নিউ জলপাইগুড়ির স্টেশন ম্যানেজার জানান, রাতেই বিকল প্যানেল মেরামতির কাজ শুরু হয়।

চাষিদের বিমার টাকা বিলি
নকশালবাড়ির কৃষকদের আবহাওয়া সংক্রান্ত বিমার টাকা শেষ পর্যন্ত বিলি হল। গত বছর ওই এলাকার প্রায় সাড়ে ৭০০ কৃষক বৃষ্টি ও তাপমাত্রা বিষয়ে বিমা করেন। গত বছর কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বঘোষিত মাত্রার চেয়ে কম বৃষ্টি হয় মাটিগাড়া-নকশালবাড়ি ব্লকে। তাপমাত্রাও ছিল বেশি। এর ফলে প্রত্যাশিত ফলন পাননি কৃষকেরা। বিমার শর্ত অনুসারে কৃষকদের ক্ষতিপূরণ প্রাপ্য। সেই টাকাই সম্প্রতি সাড়ে ৩০০ কৃষককে বিলি করা হয়। মাটিগাড়া-নকশালবাড়ি ব্লক কৃষি আধিকারিক পাপিয়া ভট্টাচার্য জানান, বাকি কৃষকেরাও ১৬ অগস্টের মধ্যে ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে আশা করছি। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকার বিমা চালু করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে একটি বেসরকারি সংস্থা ওই বিমা পরিচালনা করছে। ওই বেসরকারি সংস্থার আধিকারিক মিলন সরকার জানিয়েছেন, চলতি রবি মরসুমের বিমার কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, পণ্য ও পরিষেবা কর, খাদ্য নিরাপত্তা আইন এবং পণ্য বিনিময় ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার জন্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ দাবি করল ফোসিন। ৪ অগস্ট উত্তরবঙ্গের এই ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি দিয়ে হস্তক্ষেপ দাবি করা হয়। ফোসিনের বক্তব্য, খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের জাতীয় বাণিজ্য নীতি তৈরি করা প্রয়োজন।

ভাঙল চাঙড়, ক্ষোভ
হাসপাতালের করিডরের ছাদের একাংশের চাঙড় ভেঙে পড়ল আলিপুরদুয়ার হাসপাতালে। ওই করিডরে চারটি শয্যা থাকলেও কেউ আহত হননি। শুক্রবার এই ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়েরা ও স্থানীয় কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায়ও। হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু বলেন, “বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়েছে।”

জিটিএ দফতর পাবে এ মাসেই
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর হাতে আগামী ৩১ অগস্টের মধ্যে দফতর এবং দফতরের সম্পত্তি হস্তান্তর করবে রাজ্য সরকার। শুক্রবার মহাকরণে মুখ্যসচিব সমর ঘোষের নেতৃত্বে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এই নিয়ে বৈঠক করেন। দফতর হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বৈঠকে সবিস্তার আলোচনা হয়। পরে সমরবাবু জানান, ৩১ তারিখের মধ্যে দফতর ও সম্পত্তি হস্তান্তর হবে।

গ্রেফতার
বেআইনি ভাবে মদ রাখার অভিযোগে একটি রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে প্রধাননগর থানার শালবাড়িতে। পুলিশ জানায়, ধৃতের নাম সুবাস ব্রজবাসী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.