‘দ্যোতনা’র উদ্যোগে হল কবি স্মরণ। গত ৫ অগস্ট রবিবার জলপাইগুড়ির সুভাষ ট্রাস্ট-এর হল ঘরে পত্রিকা প্রকাশনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্যোগে কবি জয়দেব বসু এবং বীতশোক ভট্টাচার্যকে স্মরণ করা হয়। অংশ নেন শহরের সাহিত্য এবং সংস্কৃতিপ্রেমী বাসিন্দারা। সূচনায় ছিল ‘ইচ্ছে ডানা’র শিল্পীদের আবৃত্তি। বক্তব্য রাখেন দ্যোতনার সম্পাদক গৌতম গুহ রায়। প্রয়াত কবি জয়দেব বসুর উপর আলোচনা করেন কলেজের শিক্ষক সুভাষ কর্মকার। অংশ নেন কবি বিজয় দে, সমর রায় চৌধুরীরা। বীতশোক ভট্টাচার্যের সৃজনশীলতা নিয়ে আলোচনা করেন সপ্তাশ্ব ভৌমিক, বিমলেন্দু মজুমদার। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ছিল কবিতা পাঠের আসর। কবিতা পাঠ করেন সঙ্ঘমিত্রা রায় চৌধুরী, টিপলু বসু, শেখর কর, এরসাদ হোসেন, রামকান্ত রায়, গোপা ঘোষ পাল চৌধুরী, নীলাদ্রী বাগচী, অনিন্দিতা গুপ্ত রায়, তপেশ দাশগুপ্ত, তনুশ্রী পাল, অতনু বন্দ্যোপাধ্যায়, মণিদীপা নন্দী বিশ্বাস। ৩৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে ‘দ্যোতনা’ সাহিত্য পত্রিকা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসাবে ২০১০ সালে সাহিত্য পত্রিকা ‘দ্যোতনা’ সম্মান পেয়েছে। গৌতম গুহ রায়ের সম্পাদনায় ওই পত্রিকা প্রকাশিত হয় জলপাইগুড়ি শহর থেকে। ২০০৯ সালে বাংলাদেশের চট্টোগ্রামে জাতীয় লিটল ম্যাগাজিন উৎসবে সম্মানিত হন পত্রিকা সম্পাদক গৌতমবাবু।
|
জলপাইগুড়ি কেবল কম্বাইন্ড প্রাইভেট লিমিটেড (জেসিসি) এর ‘উত্তরের মন’ চ্যানেলের প্রতিষ্ঠা দিবস পালিত হল ১ অগষ্ট। সকাল ৭টায় জলপাইগুড়ি টাউন ক্লাবের সামনে থেকে শুরু হয় ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়। এতে অংশ নেন প্রায় দেড়শ জন প্রতিযোগী। বেলা ১১টায় চ্যানেল অফিসের বিপরীতে অগ্রণী ক্লাবে অনুষ্ঠান হয়। সন্ধ্যা ৬টায় সরোজেন্দ্র দেব রায়কত কলাকেন্দ্র আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। মুক্তধারা গানের দলের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে। অংশগ্রহণ করেন নিরুপম ভট্টাচার্য, ইন্দ্রাণী চক্রবর্তী, পুষ্পিতা ভট্টাচার্য সহ অনেকে। নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন গৌর দাসের পরিচালনায় ‘নিক্কনে’র শিল্পীরা। কবিতার আখড়ার শিল্পীরা উপহার দেন কবিতা কোলাজ-আমরা নারী, আমরা পারি। কণ্ঠ দিয়েছেন জবা শর্মা। তন্ত্রা চক্রবর্তী, সীমা চৌধুরী ও অর্পিতা দে। অনুষ্ঠান শেষ হয় ‘ব্যান্ড ফিনিক্স’ গানে গানে।
|
দেশের নানা প্রান্ত থেকে শতাধিক কবিকে হাজির করে সম্মেলন করবে ‘মেঘ-বৃষ্টি-রোদ্দুর’। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান ‘মেঘ-বৃষ্টি-রোদ্দুর’ নামে একটি লিটল ম্যাগাজিনের সম্পাদক সঙ্গীতা পাল। তিনি জানান, আগামী ১২ অগষ্ট শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ২ নম্বর হল ঘরে কবি সম্মেলন হবে। সেখানে স্বরচিত কবিতা পাঠ করবেন কবিরা। মাঝে নাচ, গানের আসরও হবে। কলকাতা সহ রাজ্যের প্রায় প্রত্যেক জেলা থেকে কবি ও বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্পাদকরা হাজির থাকবেন ওই অনুষ্ঠানে। সঙ্গীতা দেবী বলেন, “শিলিগুড়িতে বাংলা ভাষার চর্চা আরও বাড়াতে উদ্যোগী হয়েছি।”
|
কল্পদীপ এবং মন্দাক্রান্তা ডান্স অ্যান্ড মিউজিক কলেজের উদ্যোগে জলপাইগুড়িতে নাচের কর্মশালা হল। ২০-২১ জুলাই জলপাইগুড়ির বাবুপাড়ার সুভাষ ভবনে ওই কর্মশালা হয়। নৃত্য শিল্পী তথা রবীন্দ্রভারতীর শিলিগুড়ি শাখায় শিক্ষকতার সঙ্গে যুক্ত রাহুল দেব মণ্ডলের নেতৃত্বে কর্মশালা হয়। কল্পদীপের দায়িত্বে থাকা পম্পি পাল জানান, ‘ভারত নাট্যম’ এবং ‘যোগ’ এই দু’টি বিষয়ের উপরেই উৎসাহীদের নিয়ে কর্মশালা হয়েছে। রাহুল দেব জানান, যোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে নাচের মুদ্রার যোগ রয়েছে। ভারতনাট্যমের সেই মুদ্রার সঙ্গে যোগের সমন্বয় নিয়েই এই কর্মশালা হয়েছে। শতাধিক উৎসাহী ওই তিন দিনে অংশ নিয়েছেন।
|
মালদহের কালিয়াচক-৩ ব্লকের সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘কৃষ্টি’ সংস্থার দশম অধিবেশন অনুষ্ঠিত হল বৈষ্ণবনগরে। গত ২২ জুলাই স্থানীয় প্রমোদ ভবনে আয়োজিত ওই অনুষ্ঠান মুখরিত ছিল স্বরচিত কবিতা পাঠ, নৃত্য এবং সঙ্গীতে। কবিতা পাঠে ছিলেন চন্দন মণ্ডল, দীপককুমার মণ্ডল। নৃত্যে তাপসী রায়, রুমি দাস, ববিতা সাহা, পায়েল সাহা প্রমুখ। অমৃতা সিংহ, গোবিন্দ শিকদার, পৌরমী সরকারের সঙ্গীত পরিবেশন শ্রেতাদের মন জয় করে। স্বরচিত প্রবন্ধ পাঠ করেন কৃষ্টির সম্পাদক ভীমচন্দ্র সরকার। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় কৃষ্টির ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অরুণাভ লালা, শোভনকুমার সাহা, যাদবচন্দ্র সরকার, সুবোধকুমার লালা।
|
মালবাজার-চ্যাংরাবান্ধা নতুন রেলপথের ওপর আন্ডারপাস অথবা রেলগেটের দাবি করে এডিআরএমের সেলুন কোচবাহী ইঞ্জিনকে ত্রিশ মিনিট দাঁড় করিয়ে রাখলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার মালবাজার থেকে নতুন রেলপথের পরিদর্শনে বের হন আলিপুরদুয়ার শাখার এডিআরএম ইন্দ্রজিৎ সিংহ। তাঁর আসার খবর শুনে মালবাজার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ইঞ্জিন আটকান। দাবি বিবেচনার আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।
|