এক কিশোরীর মৃতদেহ শনাক্তকরণের পরে তা তুলে দেওয়া হয়েছিল বাবার হাতে। মাটিচাপাও দেওয়া হয়েছিল দেহটি। কিন্তু ঘটনার তিন সপ্তাহ পরে মেয়ে বাবার কাছে সুস্থ ভাবে ফিরে আসায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মৃতদেহটির প্রকৃত পরিচয় নিয়ে। ১৮ জুলাই দক্ষিণ শহরতলির কাশীপুর থানার কাঁঠালিয়া এলাকায় ওই দেহ মেলে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রামপুর এলকার মাজের মোল্লা নামে এক ব্যক্তি অজ্ঞাতপরিচয় ওই কিশোরীকে তাঁর মেয়ে তনুজা খাতুন (১৬) বলে শনাক্ত করেন। সেই মতো ময়না-তদন্তের পরে মৃতদেহটি মাজের মোল্লার হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ জানায়, ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করে কাঁঠালিয়ায় ফেলে যাওয়া হয়েছিল। মেয়ের খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর পরিজনেরা। ভাঙড় থানা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতারও করা হয়। কিন্তু বৃহস্পতিবার তনুজা বাড়ি ফেরার পরেই সৃষ্টি হয় বিভ্রান্তি। দক্ষিণ ২৪ পরগনা পুলিশের এক কর্তা বলেন, “তিন পর্যায়ে তনুজার দেহ শনাক্তকরণের পরেই তা মাজের মোল্লার হাতে তুলে দেওয়া হয়।” দেহটির পরিচয় নিয়ে ধন্দে পুলিশ। তদন্তের জন্য দেহটি মাটি থেকে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
|
এক ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল বসিরহাটের শিবহাটি গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাদুড়িয়ার শায়েস্তানগরের বাসিন্দা নবদ্বীপ পালকে মারধর করে তার লক্ষাধিক টাকা ছিনতাই করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
|
সোনারপুর থানার গোয়ালবাটিতে শুক্রবার দু’টি মৃতদেহ উদ্ধার হল। এক জনের নাম তপন রায় (৫০), অন্য জনের পরিচয় জানা যায়নি। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী জানান, তপনবাবু গাড়ি সারাই করতেন। দ্বিতীয় ব্যক্তির প্যান্টে বেহালার একটি দর্জির দোকানের স্টিকার মিলেছে। পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে তপনবাবুর গলার নলি কাটা হয়েছে। পুলিশ জেনেছে, বুধবার কাজে বাইরে যান তিনি। বৃহস্পতিবার রাতে স্ত্রীকে ফোন করে জানান, বাড়ি আসছেন। তার পরে আর ফোনে পাওয়া যায়নি। পুলিশ জানায়, শ্বাসরোধের ফলে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান, এলাকার বাইরে খুন করে দেহ দু’টি মেছো ভেড়ি সংলগ্ন নির্জন গোয়ালবাটি এলাকায় ফেলে দেওয়া হয়।
|
বহিরাগতদের ঢোকা বন্ধ করা এবং নিয়মিত ক্লাসের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর হল সন্দেশখালির কালীনগর কলেজে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের দিকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
রিভলভার-সহ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে স্বরূপনগরের তেঁতুলিয়া খাল ধার থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায় নাম আর্সাদ মোল্লা। বাড়ি বাংলাদেশের হোসেনপুর গ্রামে।
|
পেট্রাপোলে রসিদ মণ্ডলের খুনের ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। স্থানীয় পাইপ রোড এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সক্রেটিস মজুমদার ওরফে গাবলু নামে ওই যুবককে ধরা হয়।
|
আগুনে ভস্মীভূত হল একটি বেসরকারি বাস। বৃহস্পতিবার গভীর রাতে গোপালনগর তানার রসুলপুরে ওই ঘটনা ঘটে। দমকল গিয়ে আগুন নেভায়। তার আগেই অবশ্য বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
|
আগ্নেয়াস্ত্র ও ভোজালি-সহ বৃহস্পতিবার তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বাদুড়িয়া থানার পুলিশ। ধৃতদের নাম মানিক বিশ্বাস, সঞ্জয় দাস ও সোমনাথ ঘোষ। বাড়ি হুগলির ডানকুনি এলাকায়।
|
মোটরবাইক চুরি করে পালানোর সময় পুলিসের হাতে ধরা পড়ল দুই বাইকপাচারকারী। শুক্রবার ঘটনাটি ঘটে গাইঘাটা থানার চাঁদপাড়ায়। |