কোস্টারিকার বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ যে দিন প্রয়াগ ইউনাইটেডের হয়ে খেলতে শহরে পৌঁছলেন, সে দিনই টোলগে ওজবে বিতর্ক নতুন দিকে মোড় নিল। টোলগে-জট কাটাতেআইএফএ-র দেওয়া ফমুর্লার ব্যাপারে ইস্টবেঙ্গলের বক্তব্য জানানোর শেষ দিন ছিল শুক্রবার। প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত এ দিন বললেন, “আমরা ১৪ অগস্ট কর্মসমিতির সভা ডেকে সিদ্ধান্ত নেব। আইএফএ-কে জানিয়ে দিচ্ছি।” তবে লাল-হলুদ প্রেসিডেন্টের ইঙ্গিত, মঙ্গলবারই মিটে যেতে পারে সব বিতর্ক। বললেন, “আমরা এমন সিদ্ধান্ত নেব যাতে সবাই খুশি হয়। ইস্টবেঙ্গল কখনও কোনও খেলোয়াড়ের ক্ষতি করেনি। এ বারও করবে না।” পরিস্থিতি যা, তাতে কিছু শর্ত দিয়ে শেষ পর্যন্ত আইএফএ-র ফর্মুলা মেনে নিতে পারে ইস্টবেঙ্গল। যাকে নিয়ে বিতর্ক সেই টোলগে এ দিন ব্যস্ত ছিলেন মোহনবাগানের অনুশীলন ম্যাচ খেলতে। মোহনবাগান যুবভারতীতে ৩-১ হারাল সাদার্ন সমিতিকে। টোলগে গোল অনিলকুমার দু’টি গোল করেন। একটি মণীশ ভার্গবের। |
এ দিকে র্যান্টি মার্টিন্সের সঙ্গী হতে এসে গেলেন কার্লোস। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ দল মেলবোর্ন ভিকট্রিতে অ্যাটাকিং মিডিও হিসাবে। বললেন, “আমি দেশে নিয়মিত অনুশীলন করেছি। এখানে দেরিতে আসায় তাই অসুবিধা হবে না।” আজ শনিবার সাইতে অনুশীলনে সতীর্থদের সঙ্গে পরিচিত হয়ে সোমবার মাঠে নামবেন কার্লোস। প্রয়াগের দেওয়া ফ্ল্যাটে কার্লোস পৌছনোর পর তাঁর ঘরে যান র্যান্টি। দুই তারকার মধ্যে কথা হয় নিজেদের দল নিয়ে। |