বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়। ১৯ অগস্ট বি ও এ-র নির্বাচন। গত চল্লিশ বছর ধরে ময়দানের সঙ্গে জড়িত অজিতবাবু। তাঁর নিজের ক্লাব কালীঘাট মিলন সংঘ এখন প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শক্তিশালী দল। আই এফ এ-র প্রতিনিধি হয়েই বি ও এ তে নির্বাচন লড়ছেন তিনি। বললেন, “রাজ্যের ছোট খেলাগুলির প্রচার ও প্রসার দরকার। অনেক সংস্থা নানা গোষ্ঠীতে বিভক্ত। সবাইকে এক করে খেলার উন্নতি করতে হবে। সে জন্যই শক্তিশালী প্যানেল গড়ে নির্বাচনে দাঁড়াচ্ছি।” অজিতবাবু বর্তমানে রাজ্য স্পোর্টস কাউন্সিলের সচিব। কিন্তু নির্বাচন কি আদৌ হবে? বর্তমান প্রেসিডেন্ট পরেশ মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি আর পদে থাকবেন না। তবে কলঙ্কমুক্ত হয়েই ছাড়বেন পদ। বি ও এ-র আর্থিক নয়ছয় নিয়ে সি এ জি তদন্ত করছে। পরেশবাবু বললেন, “আমি চাই পরিষ্কার হয়ে তবেই পদ থেকে সরে যেতে। কলঙ্ক মাথায় নিয়ে নয়। সি এ জি তদন্ত করছে। কেন্দ্রীয় সরকার যে টাকা পায় তা দিয়ে দেব। সে জন্যই সভায় আমার প্রস্তাব বর্তমান কমিটিকে ৩১ মার্চ ২০১৩ পর্যন্ত সময় দেওয়া উচিত।”
|
সেপ্টেম্বর-অক্টোবরে নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ‘এ’ দলে সুযোগ পেলেন অনুষ্টুপ মজুমদার এবং সামি আমেদ। বাংলার দুই ক্রিকেটার ছাড়া অভিনব মুকুন্দের নেতৃত্বে দলে রয়েছেন নমন ওঝা, মনদীপ সিংহ, উন্মুক্ত চাঁদ, অশোক মেনারিয়া, রায়ডু, সূযর্কুমার যাদব, ভূবনেশ্বর কুমার, অক্ষয় দারেকর, বিনয় কুমার, জলজ সাক্সেনা, রাহুল শর্মা, ঋতুরাজ সিংহ এবং জয়দেব উনাদকট।
|
প্রিমিয়ার ডিভিসনের ক্লাব, ময়দানের বহু অঘটন ঘটানোর দল টালিগঞ্জ অগ্রগামী নামটাই ফুটবল মাঠ থেকে এ বার মুছে যাচ্ছে। টালিগঞ্জের নতুন নাম হল চিরাগ ইউনাইটেড স্পোর্টস ক্লাব। |