টুকরো খবর
শ্লীলতাহানির অভিযোগে তিন যুবক ধৃত চন্দননগরে
এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। পুলিশ জানায়, ধৃতদের নাম সোনু খটিক, রাকেশ শর্মা এবং প্রসেনজিৎ মোদক। মেয়েটির বাড়ি চন্দননগরের সুভাষপল্লিতে। তিনি পরিচারিকার কাজ করেন। অভিযুক্ত তিন জনেরও বাড়ি সুভাষপল্লি এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ মেয়েটি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সে সময়ে চন্দননগর স্টেশন-সংলগ্ন পালিকা বাজারের কাছে ওই তিন যুবক তাঁর পথ আগলে দাঁড়ায়। অভিযোগ, তারা ওই যুবতীকে কটূক্তি করে। হাত ধরে টানাটানি করতে থাকে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই যুবকেরা পালিয়ে যায়। পরে চন্দননগর থানায় লিখিত অভিযোগ করেন ওই যুবতী। রাতেই অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। মেশিনে ধাক্কা, শ্রমিকের মৃত্যু। পা-পিছলে মেশিনের ধাক্কা খেয়ে মৃত্যু হল এক জুটমিল শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস জুটমিলে। পুলিশ জানায়, মৃতের নাম রামি বাজপেয়ী (৪৫)। বাড়ি ভদ্রেশ্বরের খাঁপুকুরে। তিনি ওই জুটমিলের ব্যাচিং বিভাগের কর্মী ছিলেন। শুক্রবার সকালে সাড়ে ৮টা নাগাদ তিনি একটি মেশিন পরিস্কার করছিলেন। মেঝেতে জল থাকায় কোনও ভাবে পা পিছলে তিনি একটি মেশিনের উপর সজোরে গিয়ে পড়েন। মাথায় গুরুতর চোট লাগে। গৌরহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বেআইনি গাড়ির বিরুদ্ধে আন্দোলনে অটো চালকেরা
ছবি: তাপস ঘোষ।
বেআইনি গাড়ি চলার প্রতিবাদে শুক্রবার হুগলি জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখালেন বাগখাল-বালিখাল রুটের অটো চালকেরা। জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজনকে স্মারকলিপিও দেন তাঁরা। জেলাশাসক বলেন, “দাবি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” এ দিন বিকেলে প্রায় ৫০টি অটো নিয়ে জেলাশাসকের দফতরে যান চালকেরা। তাঁদের অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্বের একাংশের মদতে গত জুন মাস থেকে ওই রুটে কিছু ছোট গাড়ি চলতে শুরু করেছে। যদিও, ওই রুটে চলার কোনও পারমিট গাড়িগুলির নেই। যার জেরে যাত্রী কমেছে অটোর। এর আগে রাজ্য পরিবহণ দফতর এবং আইএনটিটিইউসি নেতৃত্বকে জানিয়েও কোনও ফল হয়নি বলে তাঁদের অভিযোগ। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা দলের শ্রমিক নেতা দিলীপ যাদব বলেন, “বাম আমলে অটো চলাচল নিয়ে স্পষ্ট কোনও নীতি ছিল না। সবটাই সিপিএমের কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হত। আমাদের সরকার খুব শীঘ্রই এ নিয়ে সুস্পষ্ট নীতি চালু করবে। তখন কারও কোনও সমস্যা থাকবে না।”

সিপিএম কর্মীকে মার তারকেশ্বরে
দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাতে তারকেশ্বরের ট্যাগরা চৌমাথা এলাকায় প্রহৃত হলেন এক সিপিএম কর্মী। লাঠি ও রডের আঘাতে গুরুতর জখম ধীমান কাঁড়ার নামে ওই সিপিএম কর্মীকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের কাছে মৌখিক অভিযোগে তিনি জানিয়েছেন, সিপিএম করার ‘অপরাধে’ তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী জনা কুড়ি লোকজন নিয়ে তাঁর উপরে হামলা চালায়। তবে, শুক্রবার রাত পর্যন্ত তিনি এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ জানায়, মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই যুবককে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তারকেশ্বরের সিপিএম নেতা মুকুল রায় বলেন, “তৃণমূলের কিছু দুষ্কৃতী তারকেশ্বরের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। কোনও প্ররোচনা ছাড়াই আমাদের কর্মীদের মারধর করছে।” অভিযোগ অস্বীকার করে তারকেশ্বরের তৃণমূল নেতা তথা পুরপ্রধান স্বপন সামন্ত বলেন, “ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ব্যক্তিগত আক্রোশ থেকে এমন ঘটনা ঘটতে পারে।”

খুনের অভিযোগে গ্রেফতার
ঠিক এক বছর আগে, জন্মাষ্টমীর রাতে ডোমজুড়ের শলপে ইভটিজিং-এর প্রতিবাদ করায় এক দল যুবকের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের বচসা বাধে। তার জেরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তারক সাউ নামে ১৪ বছরের এক কিশোরের। আহত হন আরও দুই যুবক। ওই কিশোরকে খুনের ঘটনার প্রধান অভিযুক্ত মহম্মদ শেখ সিরাজুদ্দিনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত তাপস গলুই, তার দুই ছেলে বড়কা ও ছোটকা এবং স্থানীয় এক দুষ্কৃতী কানাইয়া আগেই ধরা পড়েছে। অবশেষে শলপের বাসিন্দা সিরাজুদ্দিনকেও ধরল পুলিশ। তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার আদালত নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানায়, এলাকায় দাগি সমাজবিরোধী ওই ব্যক্তি। এত দিন পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে তাকে বাড়ি থেকেই ধরে ফেলে পুলিশ।

হোটেলে ভাঙচুর
বৃহস্পতিবার রাতে আরামবাগের মায়াপুরের একটি হোটেলে ঢুকে ভাঙচুর, লুঠপাট এবং কর্মীদের মারধর করে পালাল কিছু দুষ্কৃতী। হোটেলটির মালিক নারায়ণ হাজরা সিপিএমের আরামবাগ ২ নম্বর লোকাল কমিটির সদস্য। তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলা করেছে বলে দাবি করেছেন তিনি। যদিও তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্কুলে কম্পিউটার চুরি
মাত্র এক সপ্তাহের মধ্যে বাগনানের দু’টি স্কুল থেকে ১০টি কম্পিউটার চুরি করে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। সপ্তাহখানেক আগে বাঁটুল-বৈদ্যনাথপুর হাইস্কুলের দরজা ভেঙে পাঁচটি কম্পিউটার চুরি হয়। তার দু’দিন বাদে মুগকল্যাণ গার্লস হাইস্কুলের দরজার তালা ভেঙে পাঁচটি কম্পিউটার চুরি হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে দু’টি ক্ষেত্রেই পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত পুলিশ চুরির কিনারা করতে পারেনি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ধরতে তদন্ত চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.