ছুরির আঘাতে জখম মেরু বিবির (২৫) মৃত্যু হল রামপুরহাট হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড় এলাকায় তাঁর উপর হামলা হয়েছিল। মহিলার স্বামী কবিরুল ইসলাম অভিযোগ করেন, মেরু বিবিকে প্রকাশ্যে ছুরি মারেন তাঁর প্রাক্তন স্বামী শামসাদ শেখ। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে বৃহস্পতিবারই রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়েছিল। যদিও সেখানে নিয়ে যাওয়ার আগেই বৃহস্পতিবার রাতেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিহি এলাকার শামসাদ শেখকে সম্প্রতি ‘ডির্ভোস’ দিয়ে নলহাটির বারাগ্রামের কবিরুল ইসলামকে বিয়ে করেছিলেন মেরু বিবি ওরফে ফুলবানু বিবি। গত প্রায় এক মাস থেকে তিন ছেলেমেয়েকে নিয়ে কবিরুলের সঙ্গে রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন মেরুবিবি। কবিরুল ইসলামের অভিযোগ, “বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে রামপুরহাটে ঈদের বাজার করতে আসছিলাম। বগটুই মোড় এলাকায় স্ত্রীর প্রাক্তন স্বামী শামসাদ শেখ হঠাৎই পেছন থেকে এসে স্ত্রীর উপর হামলা করে।”
নিহত মেরু বিবির ছেলে মোবারকের দাবি, “মা ভাই ও বোনকে নিয়ে পেছনে ছিল। হঠাৎই শুনতে পাই মা কাকে যেন বকছে। পেছন ঘুরে দেখি মা শামসাদকে বলছে, আবার অশান্তি করতে এখানে এসেছো। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দেখি শামসাদ মায়ের তলপেটে ধারালো ছুরি ঢুকিয়ে দিচ্ছে। আমার ভাই শামসাদকে ধরার চেষ্টা করে। কবিরুলও ততক্ষণে চলে আসে। শামসাদকে ধরতে গেলে সে কবিরুলের হাতে ছুরি মেরে পালায়।”
শুক্রবার রামপুরহাট হাসপাতালে নিহতের ময়না-তদন্ত করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে। |