মুরারইয়ে একটি রবীন্দ্রভবন নির্মাণের দাবি জানালেন এলাকার সাংস্কৃতিক কর্মীরা। বুধবার এ ব্যাপারে তাঁরা বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা রবীন্দ্রভবন নির্মাণ, মুরারই ১ ব্লক প্রাশাসনিক ভবনের পাশে বিদ্যাসাগর মঞ্চকে সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠান করার উপযোগী গড়ে তোলা-সহ আরও কয়েকটি দাবি জানিয়েছেন। মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম বলেন, “রবীন্দ্রভবন নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। বাকি দাবি পূরণের চেষ্টা করা হবে।”
|
ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে উল্টে গেল ধানবোঝাই লরি। মৃত্যু হল লরির উপরে থাকা এক শ্রমিকের। জখম হলেন ওই গাড়ির চালক-সহ আটজন। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার হেতমপুর বাসস্ট্যান্ডের কাছে, পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। মৃতের নাম মনু হাজরা (২২)। বাড়ি বর্ধমানের গলসি থানার রামগোপালপুর গ্রামে।
|
ধান পোঁতার কাজে নিয়ে যাওয়ার নাম করে এক আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রামপুরহাট থানা এলাকার ঘটনা। এই মর্মে বুধবার থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ওই রামপুরহাট হাসপাতালে ওই যুবতীর ডাক্তারি পরীক্ষা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ চলছে। |