নাকাল যাত্রীরা
ঘোষণা ছাড়াই হঠাৎ বাস ধর্মঘট
গাম না জানিয়ে বাসকর্মীরা ধর্মঘট ডাকায় দুর্গাপুরে নাকাল হলেন কয়েক হাজার যাত্রী। দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় ধৃত এক মিনিবাস চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার প্রতিবাদে শুক্রবার হঠাৎই ধর্মঘট ডাকেন ওই কর্মীরা। তবে আজ, শনিবার মিনিবাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাসমালিকদের সংগঠন।
গত সোমবার দুপুরে নাগাদ স্টেশন থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় ৮বি রুটের দু’টি বাসের রেষারেষিতে প্রাণ যায় স্থানীয় কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া রাখি মাঝির। ওই বাস দু’টি পালিয়ে গেলেও পরে ওই রাস্তা দিয়ে যাওয়া দু’টি মিনিবাস ভাঙচুর করেন বাসিন্দারা। প্রতিবাদে পর দিন ওই রুটের সব বাস বন্ধ ছিল। বাসের চালক সুশান্ত ঘোষকে পুলিশ গ্রেফতার করে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় তার বিরুদ্ধে। আদালত তাঁকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছে। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর স্টেশন ও বেনাচিতি বাসস্ট্যান্ড থেকে ছাড়া সমস্ত এ-জোন, বি-জোন, বেনাচিতি, উখড়া, অন্ডাল, রানিগঞ্জ রুটের প্রায় তিনশো বাস বন্ধ রাখা হয়। দিনভর নাকাল হতে হয় যাত্রীদের। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত সরকারি বাস চালানো হয়। যদিও যাত্রীরা জানান, তাতে পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি। কারণ সব রুটে সরকারি বাস চলেনি। চললেও তা ছিল সংখ্যায় বেশ কম।
অটোর জন্য অপেক্ষা। দুর্গাপুরে শুক্রবার বিশ্বনাথ মশানের তোলা ছবি।
মিনিবাস না চলায় অটো চালকদের একাংশ এ দিন যাত্রীদের কাছ থেকে চড়া ভাড়া নিয়েছেন বলে অভিযোগ। আইএনটিটিইউসি প্রভাবিত অটো চালকদের সংগঠনের পক্ষে নাড়ুগোপাল দত্ত জানান, তাঁরা চালকদের চড়া ভাড়া নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছিলেন। জেলাশাসকও জানান, অটোয় যাতে বেশি ভাড়া না চাওয়া হয়, তা দেখার জন্য রাস্তায় নেমেছিলেন পরিবহণ দফতরের কর্মীরা। কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা অন্য রকম। সিটি সেন্টারে অটোয় চাপতে গিয়ে বি-জোনের চণ্ডীদাস এলাকার বাসিন্দা রুবি দত্তকে শুনতে হয়েছে, মিনিবাস বন্ধ। তাই অন্য দিনের থেকে ভাড়া বেশি লাগবে। জোরালো প্রতিবাদ করায় থমকে যান অটোচালক। বিধাননগরের বাসিন্দা শ্যামল বসু বলেন, “স্ট্যান্ডে গিয়ে দেখি, অনেক রুটের অটো কালো কাপড় দিয়ে রুটের নাম ঢেকে দিয়ে মোটা টাকায় ভাড়া যাচ্ছে। সাধারণ যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে।”
যাত্রীদের অভিযোগ, চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজুর প্রতিবাদে এ ভাবে ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে নাকাল করা অযৌক্তিক। যাত্রীদের সঙ্গে এ ব্যাপারে সহমত শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ও। তিনি বলেন, “যাত্রীদের বিপাকে ফেলে এ ভাবে ধর্মঘট মোটেই সমর্থনযোগ্য নয়।” মহকুমাশাসক আয়েষা রানি জানান, বিষয়টি নিয়ে মিনিবাস মালিকদের সংগঠনের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রশাসনের বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে মালিকপক্ষকে। মালিকপক্ষের তরফে তাঁদের সমস্যার কথাও জানানো হয়েছে প্রশাসনকে। রাতে মিনিবাস মালিকদের একটি সংগঠনের পক্ষে কাজল দে বলেন, “মহকুমাশাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে। শনিবার থেকে সব রুটেই মিনিবাস চলবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.