শিক্ষক-দিবস বয়কটের হুমকি
মিটি গঠন থেকে আমন্ত্রিত অতিথিদের তালিকা সবেতেই পক্ষপাতিত্ব হয়েছে, এই অভিযোগে দিনহাটায় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান বয়কটের হুমকি দিল বামপন্থী শিক্ষক সংগঠনগুলি। প্রশাসন সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন কমিটি দিনহাটার নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। ওই কমিটির সভাপতি দিনহাটার মহকুমাশাসক অগাস্টিন লেপচা। মহকুমাশাসক বলেন, “কিছু শিক্ষক সংগঠন কয়েকটি বিষয়ে আপত্তির কথা জানিয়েছেন। ১৩ অগস্ট ফের সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।”
বামপন্থী শিক্ষক সংগঠগুলি হুমকি দিয়েছে, ১৪ অগস্টের মধ্যে প্রশাসন পক্ষপাতিত্বমুক্ত কমিটি ও আমন্ত্রিত অতিথি তালিকা তৈরির উদ্যোগ না নিলে অনুষ্ঠানে যোগ দেবেন তারা। প্রাথমিক শিক্ষক সংঘের দিনহাটা মহকুমার নেতা সুব্রত নাহা বলেন, “সরকারি উদ্যোগে অনুষ্ঠান করা হলেও কমিটি গঠন থেকে আমন্ত্রিতদের তালিকা তৈরির ব্যাপারে চরম পক্ষপাতিত্ব করা হয়েছে। শাসকদলের প্রভাবিত কিছু শিক্ষক নেতা ও সদস্যদের ওই তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু মহকুমার বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত এক শিক্ষক স্রেফ বামপন্থী বলে ডাক পাননি। এমন একাধিক উদাহরণ রয়েছে। বাধ্য হয়েই ওই পক্ষপাতিত্ব বন্ধে প্রশাসন যথাযথ ব্যাবস্থা না নিলে অনুষ্ঠান বয়কট করা হবে।”
এবিপিটিএ’র কোচবিহার জেলা সম্পাদক নিখিল দাস বলেন, “সমস্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের গুরুত্ব দিয়ে আমরা অনুষ্ঠান করার পক্ষপাতি। প্রস্তুতি কমিটির বৈঠকেও ব্যাক্তিগতভাবে বেশ কিছু নেতাকে ডাকা হয়। আমরা ওই বিষয়টিরও প্রতিবাদ করেছি। এসবের প্রতিকার না হলে সরকারি উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে আমরা সরে দাঁড়াব।”
তৃণমূল শিক্ষা সেলের নেতারা অবশ্য ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তৃণমূল শিক্ষা সেলের কোচবিহার জেলা সভাপতি নিরঞ্জন দত্ত বলেন, “ওসব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। আমরা দলমত নির্বিশেষে সমস্ত সংগঠনকে নিয়েই শিক্ষক দিবসের অনুষ্ঠান করতে চাই। সেভাবেই দিনহাটাতেও প্রস্তুতি হচ্ছে। তারপরেও ওই সব অভিযোগ তোলার মানে হয় না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.