নাম-বিভ্রাট মিটিয়ে উপেন এলেন সংবর্ধনা তালিকায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিধানসভার নথিতে আটবারের সিপিএম বিধায়ক উপেন কিস্কুর নামে বিভ্রাট! এক বার তাঁর নাম উপেন্দ্রনাথ কিস্কু। বাকি সাতবার উপেন কিস্কু। নাম-বিভ্রাটেই আট বারের জয়ী বিধায়কদের সংবর্ধনা-তালিকা থেকে বাদ গিয়েছিলেন তিনি। শেষমেশ উপেনবাবুরই ‘তৎপরতা’য় বিধানসভার প্ল্যাটিনাম জয়ন্তীর সংবর্ধনা-তালিকায় যুক্ত হয়েছে তাঁর নাম।
আগামী ১৩ এবং ১৪ অগস্ট বিধানসভা চত্বরে ৭৫ বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমদিনে রাজ্যপাল এম কে নারায়ণন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আটবার (একটানা বা দফায় দফায়) বা তার বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন বিধায়কদের সংবর্ধনা দেবে রাজ্য। তালিকায় সাত জনের নাম ছিল। অথচ উপেনবাবুও আটবারের বিধায়ক। বুধবার তিনি ফোন করে সরকার পক্ষের মুখ্য সচেতক শোভন চট্টোপাধ্যায়কে ‘ভুল’ ধরিয়ে দেন। নথি ঘেঁটে শোভনবাবু দেখেন ১৯৭৭ সালের বিধানসভা ভোটের বিজয়ী তালিকায় নাম রয়েছে ‘উপেন্দ্রনাথ’। পরের ভোট অর্থাৎ ১৯৮২ সাল থেকে সাতবারের বিজয়ী তালিকায় ‘উপেন’ কিস্কু। বিষয়টি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানানোর পরেই সংবর্ধনা তালিকায় উপেনবাবুর নাম যুক্ত করার অনুমতি দেন স্পিকার।
উপেনবাবু পরে বলেন, “এফিডেভিট করিয়ে উপেন্দ্রনাথ থেকে উপেন হয়েছিলাম।” স্পিকারও বিধানসভায় তাঁর ঘরে সে কথা উল্লেখ করে বলেন, “গত সপ্তাহে নথি ঘেঁটেই আটবার বা তার বেশি সময়ের বিধায়ক হিসেবে সাত জনের নাম পেয়েছিলাম। উপেন্দ্রনাথ আর উপেন নথিগত ভাবে আলাদা দু’টি নামে বিভ্রান্তি হয়। দু’টি নামই যে এক ব্যক্তির বোঝা যায়নি। বিষয়টি উনি নিজে ফোন করে জানানোয় বিভ্রান্তি কেটেছে। উপেনবাবুও সংবর্ধিত হবেন।” উপেনবাবু ছাড়া বাকি সাত জন কংগ্রেসের প্রবীণতম বিধায়ক জ্ঞানসিংহ সোহনপাল, আব্দুল গফ্ফর, তৃণমূল নেতা ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, বাম বিধায়ক প্রবোধ সিংহ, আব্দুর রেজ্জাক মোল্লা এবং নারায়ণ মুখোপাধ্যায়ও সংবর্ধিত হবেন। বিধায়ক-সংবর্ধনার পাশাপাশি লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম এবং প্রাক্তন তিন ডেপুটি স্পিকারও সংবর্ধিত হবেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের স্পিকার আমন্ত্রিত। আমন্ত্রিত এ রাজ্য থেকে লোকসভা এবং রাজ্যসভার বর্তমান সাংসদরাও। দু’দিনই বিধানসভা কক্ষে একটি করে আলোচনাসভায় রাজ্যের বর্তমান বিধায়ক-মন্ত্রীদের সঙ্গে আমন্ত্রিতরাও অংশ নেবেন বলে স্পিকার জানান। |