জীবনতলায় তৃণমূলকর্মী খুনে ধৃত ১ |
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালি এলাকায় গত সোমবার তৃণমূল কর্মী আকবত মোল্লাকে গুলি করে খুনের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ক্যানিংয়ের বিশ্বব্যাঙ্ক মেছোভেড়ি থেকে মুজিবর জমাদার নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার বাড়িও মৌখালিতেই। জেলার পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠি বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুজিবরকে গ্রেফতার করা হয়েছে।” প্রসঙ্গত, রাতভর মেছোভেড়ি পাহারা দিয়ে সোমবার সকালে বাড়ি ফেরার সময় আকবতকে লক্ষ্য করে জনা পনেরো দুষ্কৃতী গুলি চালায়। আকবতের পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। গুলিতে মৃত্যু হয় আকবতের। ওই ঘটনায় তাঁর শ্যালক ২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তার পরেই গ্রেফতার হয় মুজিবর।
|
বাসন্তীতে পালিত রবীন্দ্র-প্রয়াণ দিবস |
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২ তম প্রয়াণ দিবস উপলক্ষে ক্যানিং মহকুমা তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে বাসন্তীর জয়গোপালপুরে অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিদ্যালয়ের অধ্যাপক বরেন্দ্র মণ্ডল-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ দিন দফতরের পক্ষ থেকে বৃক্ষরোপণ, রবীন্দ্র বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অন্য দিকে, এ দিন স্যার হ্যামিলটন পাবলিক ট্রাস্ট স্কুল এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোসাবার বিদ্যাসাগর রুরাল লাইব্রেরি প্রাঙ্গণে রবীন্দ্র বিষয়ক আলোচনা, নাচ-গান-আবৃত্তি-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। |