|
|
|
|
ডোমজুড়ে নতুন বাসস্ট্যান্ড চালু আজ থেকে |
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
আজ, বৃহস্পতিবার থেকে ডোমজুড়ে চালু হচ্ছে নতুন বাসস্ট্যান্ড। বুধবার বাসস্ট্যান্ডটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা বহু দিন ধরে ডোমজুড়ে বাসস্ট্যান্ড তৈরির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনে নিয়ে হাওড়া জেলা পরিষদ বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু করেছিলেন।
এ দিন বাসস্ট্যান্ড-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করা হল। হাওড়া-ডোমজুড় রুটের বাস এবং মিনিবাস এখানে দাঁড়াবে। এই পর্যায়ে বাসস্ট্যান্ডে তৈরি হয়েছে ৩০টি দোকানঘর। এগুলি লটারির মাধ্যমে বিলি হবে। দোতলায় তৈরি হয়েছে কনফারেন্স রুম। দোকান বিলি এবং কনফারেন্স রুম ভাড়া দিয়ে জেলা পরিষদ আয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায়। |
|
—নিজস্ব চিত্র। |
বাসস্ট্যান্ড তৈরির জন্য ২০০৬ সালে জেলা পরিষদ মোট ৪৪ শতক জমি কেনে। খরচ হয় ৩ কোটি টাকা। এই টাকা জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে দিয়েছে। তবে জমি নিয়ে পরবর্তীকালে মামলা-মোকদ্দমা বেধে যাওয়ায় বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়ে যায়। মামলা মিটে যাওয়ায় ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়। এই পর্যায়ে জন্য খরচ হয়েছে মোট ১ কোটি ৬৯ লক্ষ টাকা। টাকাটি জেলা পরিষদকে ‘গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল’ (আরআইডিএফ) থেকে দিয়েছে রাজ্য সরকার। দ্বিতীত পর্যায়ে পাশেই তৈরি হচ্ছে অটো-রিকশা এবং ট্রেকারের স্ট্যান্ড। এখানেও তৈরি হবে ৩৭টি দোকানঘর। বাসস্ট্যান্ড তৈরির সময়ে যে সব হকারকে উচ্ছেদ করা হয়েছিল তাঁদের মধ্যে এই সব দোকানঘরগুলি বিলি করা হবে। বাসস্ট্যান্ড উদ্বোধন করে জেলা সভাধিপতি সিপিএমের মীনা ঘোষ মুখোপাধ্যায় বলেন, “দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য ইতিমধ্যেই ১ কোটি টাকা জেলা পরিষদ নিজের তহবিল থেকে দিয়েছে। ঠিকা সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।”
বাসস্ট্যান্ড না থাকায় এত দিন হাওড়া-ডোমজুড় রুটের বাস এবং মিনিবাস হাওড়া আমতা রোডের উপরে দাঁড়াত। ফলে এক দিকে যেমন যানজট হত, অন্য দিকে প্রায়ই দুর্ঘটনা ঘটত। তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাপি ঠাকুর চক্রবর্তী বলেন, “আমরা বহু বছর ধরে বাসস্ট্যান্ড তৈরির দাবি জন্য জানিয়েছি। অবশেষে তা চালু হওয়ায় আমরা খুশি।” উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক তৃণমূলের আবুল কাশেম, জেলা পরিষদের বিরোধী দলনেতা তৃণমূলের অজয় ভট্টাচার্য প্রমুখ। |
|
|
|
|
|