ভারতের সবচেয়ে সফল অলিম্পিককে আরও উজ্জ্বল করে তোলার স্বপ্ন দেখাচ্ছেন টিন্টু লুকা। পিটি উষার ছাত্রী টিন্টু এ দিন মেয়েদের আটশো মিটার দৌড়ের অন্যতম হিটে তৃতীয় সেরা সময় (২ মিনিট ১.৭৫ সেকেন্ড)করে সেমিফাইনালে উঠে গেলেন। বুধবারের হিটে টিন্টুর আগে শেষ করলেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন মারিয়া সাভিনোভা এবং অ্যালিস স্মিড। শুক্রবার সেমিফাইনালে নামছেন ২৩ বছরের টিন্টু।
টিন্টুর সেমিফাইনাল লড়াইয়ের আগের দিন অলিম্পিক অভিযান শুরু করছেন কুস্তিগীররা। আকর্ষণের কেন্দ্রে বেজিংয়ে ব্রোঞ্জজয়ী সুশীল কুমার। এ বারই ভারত সবচেয়ে বেশি কুস্তিগীর পাঠিয়েছে। সুশীল ছাড়া পদকের আশা দেখাচ্ছেন যোগেশ্বর দত্ত (৬০ কেজি)। রয়েছেন নরসিংহ পঞ্চম যাদব (৭৪ কেজি), অমিত দাহিয়া (৭৪ কেজি) এবং গীতা ফোগাতও (৫৫ কেজি)। |
নিজের হিটে তৃতীয় টিন্টু। |
সুশীলদের নিয়ে প্রত্যাশা বাদ দিলে অবশ্য লন্ডন অলিম্পিকের সায়াহ্নে ভারতের ঝুলিতে হতাশাই বেশি। সঙ্গে থাকছে ভারতের পারফরম্যান্স নিয়ে চাপা ক্ষোভ। মেরি কম, সাইনা নেহওয়াল, বিজেন্দ্র সিংহ, দীপিকা কুমারী, গগন নারঙ্গযাঁদের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল, তাঁদের মধ্যে সাইনা-মেরি-গগন ব্রোঞ্জ পেলেও বাকিরা ফিরছেন খালি হাতে। ভারতীয় হকি নিয়ে যাবতীয় আশা শেষ। গ্রুপের পাঁচটা ম্যাচের পাঁচটাই হারা ভরত ছেত্রীদের দায়বদ্ধতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন জাতীয় কোচ মাইকেল নব্স। এ দিন তাঁর ক্ষোভের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন প্রাক্তন হকি খেলোয়াড়ের বক্তব্যও।
অলিম্পিক হকিতে আট বারের সোনাজয়ী ভারতের এ বারের পারফরম্যান্সই সবচেয়ে খারাপ। বারো দেশের প্রতিযোগিতায় ভারত এখন খেলতে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এগারো এবং বারো নম্বর জায়গার লড়াইয়ে। হতাশ মহম্মদ শাহিদ সাফ বলেই দিচ্ছেন, “দলটার অলিম্পিকে যাওয়ার যোগ্যতাই ছিল না।” বিশ্বকাপজয়ী অধিনায়ক অজিতপাল সিংহও বলছেন, “দলটায় সাধারণ মানের প্লেয়ার বেশি।”
হতবাক হকি অধিনায়ক ভরত ছেত্রীও। “টুর্নামেন্টে এক বারও আমরা দল হিসেবে খেলিনি। প্রতিটা ম্যাচে মান পড়েছে। টিমের মনোভাব খুব খারাপ জায়গায় আছে। আমাদের আরও হকি শিখতে হবে।” কী ভাবে এগোবে ভারতীয় হকি? প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিংহের দাওয়াই, “এখন তরুণদের উপর ফোকাস করতে হবে। সিস্টেমটা ঢেলে সাজাতে আট বছর লাগবেই।” শুধু প্রাক্তনরা নন, হতাশ অ্যাথলিটদের পরিবারের লোকজনও। নারঙ্গের ব্রোঞ্জ যেমন খুব খুশি করতে পারেনি তাঁর মাকে। হতাশার অলিম্পিকে সুশীল-টিন্টুরা মধুরেণ সমাপয়েৎ করতে পারেন কি না, সেটাই দেখার।
|
পুরুষদের বক্সিং থেকে পদক না নিয়েই ফিরছে ভারত। কোয়ার্টার ফাইনালে দেবেন্দ্র সিংহ ১৮-২৩ পয়েন্টে হারলেন আয়ার্ল্যান্ডের প্যাডি বার্নেসের কাছে। |