পশ্চিমে ডিএসও-র বিক্ষোভ-সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরে ডিএসও-র বিক্ষোভ-মিছিল। নিজস্ব চিত্র। |
নবম শ্রেণি থেকে যৌনশিক্ষা চালুর প্রতিবাদে বুধবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ-সভা করল ডিএসও। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ের ওই সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক পাত্র, কুমারেশ দে প্রমুখ। সবং, বেলদা, ঝাড়গ্রাম, খড়্গপুরেও এই কর্মসূচি পালিত হয়েছে বলে ডিএসও’র পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিন ওই প্রস্তাবের প্রতিলিপিও পোড়ানো হয়। ডিএসও’র জেলা সম্পাদক ভীম মণ্ডলের বক্তব্য, “কুশিক্ষা দিয়ে নৈতিক মান শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। বিগত বামফ্রন্ট সরকারের এই নীতির প্রতিবাদে আন্দোলন গড়ে তোলা হয়েছিল। পরিবর্তিত রাজ্য সরকার আগের সরকারেরই পদাঙ্ক অনুসরণ করছে।” |
বিদ্যাসাগরে ছাত্র-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিএড ছাত্রছাত্রীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র। |
বিএডে ভতির্র ফি বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দেখায় বিএড সংগ্রাম কমিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয়। বিভিন্ন বিএড কলেজের শতাধিক ছাত্রছাত্রী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বলে কমিটি জানিয়েছে। বিক্ষোভ কর্মসূচি থেকে বর্ধিত ফি প্রত্যাহারেরও দাবি জানানো হয়। কমিটির নেতা দীপক রায় বলেন, “ফি বৃদ্ধির ফলে সাধারণ ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছেন। কর্তৃপক্ষের উচিত বর্ধিত ফি প্রত্যাহার করা।” |
লরির ধাক্কা, মৃত ১
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বেলদা বাইপাসে। মৃতের নাম রবীন্দ্রনাথ দাস (৩৫)। বাড়ি বেলদায়। বাইপাসের ধারে একটি চায়ের দোকান ছিল তাঁর। এ দিন দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই বেলদা থেকে এগরাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। |
কেশপুরে বোমাবাজি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে কেশপুরের খেজুরবনিতে। মঙ্গলবার রাতে এখানে বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে উদ্বেগে রয়েছেন গ্রামের মানুষ। পুলিশ জানিয়েছে, অশান্তির খবর পেয়ে ওই গ্রামে নজরগারি বাড়ানো হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। |
জুয়া খেলায় ধৃত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
মঙ্গলবার রাতে জুয়া খেলার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে এগরা থানা এলাকার আলংগিরি বাসস্ট্যান্ডে। ধৃতদের বুধবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৩ অগস্ট ফের শুনানির নির্দেশ দেন। |