কেভিন পিটারসেন কি ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট খেলতে নামার মুখে? লন্ডন অলিম্পিকসের মধ্যেই আচমকা ব্রিটেন উত্তাল এই প্রশ্ন নিয়ে।
আরও চাঞ্চল্য তৈরি হয়েছে যেহেতু পিটারসেনের অকাল অবসরের পিছনে কারণ হিসেবে উঠে আসছে ইংল্যান্ড ড্রেসিংরুমের আভ্যন্তরীণ কোঁদল। একাধিক ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। সোমবার হেডিংলেতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট খেলে উঠে বোমা ফাটিয়েছেন পিটারসেন। তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, লর্ডসেই কি তিনি জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন? পিটারসেন বলেন, “যা খুশি ঘটতে পারে। সত্যিই যদি এ রকম কিছু ঘটে তা হলে সেটা অত্যন্ত লজ্জাজনক হবে। আমি ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসি কিন্তু জানি না কী হবে...দেখা যাক।”
সতীর্থদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে পিটারসেন এমনও বলেছেন যে, এ রকম একটা ক্রিকেট সংসারে তাঁর পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় আরও হতাশ হয়ে পড়েছেন তিনি। পিটারসেন-বিরোধীরা তেমনই পাল্টা অভিযোগ করছেন, আইপিএলে খেলার জন্য তিনি ইংল্যান্ড ক্রিকেটের স্বার্থ বিসর্জন দিচ্ছেন। এক দিনের ক্রিকেট থেকে আগেই অবসর ঘোষণা করেছিলেন পিটারসেন। এখন অভিযোগ উঠছে, আইপিএলে খেলার জন্য তিনি সামনের বছর মে-তে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এড়াতে চান বলেই অকাল অবসরের রাস্তায় যাচ্ছেন। পিটারসেন স্বয়ং অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “পর্দার আড়ালে কী ঘঠছে খুব শীঘ্রই সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে।”
দেশের ক্রিকেটমহলে পিটারসেন যেমন সমর্থন পাচ্ছেন তেমনই প্রবল সমালোচনার মুখেও পড়েছেন। বব উইলিস যেমন বলেছেন, “পিটারসেন পুরো আইপিএল খেলতে চায়। টাকা কামাতে চায়। তার জন্য ইংল্যান্ড ক্রিকেটকে ছিন্নভিন্ন করে দিচ্ছে।” |