নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বদলি হলেন খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত। বাঁকুড়ার খাতড়ায় তাঁকে বদলি করা হয়েছে।
গত মাসের শেষে খড়্গপুরে একটি খুনের ঘটনা ঘটে। রাজ্য পুলিশের ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনার বাংলোর পাশেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যবসায়ীর। তদন্তে নেমে এখনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। গ্রেফতার হয়নি কেউ। পাশাপাশি, রেলশহর খড়্গপুরে ইদানীং চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। এই পরিস্থিতিতে আইসি’র বদলি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি থানার আইসি’র বদলির নির্দেশ হয়েছে। খড়্গপুর টাউন থানা তারই একটি। কোনও ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নয়। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরি বলেন, “এটা রুটিন বদলি।”
যদিও পুলিশের এই বক্তব্যে আলোচনায় যতি পড়ছে না। গত ২৯ জুলাই রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন রাধেশ্যাম গুপ্ত নামে এক ব্যবসায়ী। বাড়ি শহরের খরিদা এলাকায়। গুলিবিদ্ধ হন বিট্টু সাহু নামে তাঁর এক কর্মচারীও। এই যুবকের সঙ্গেই মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন রাধেশ্যাম। যেখানে ঘটনাটি ঘটে, তার পাশেই ডিআইজি’র (মেদিনীপুর রেঞ্জ) বাংলো। ডিআইজি’র বাংলোর অদূরে পুলিশ ফাঁড়ি রয়েছে। বাংলো ও ফাঁড়ির মাঝের এক জায়গায় খুনের ঘটনাটি ঘটে। ওই এলাকায় এমনিতেই ‘বাড়তি’ পুলিশি নজরদারি থাকে। তা সত্ত্বেও এই ঘরনের ঘটনা ঘটায় খড়্গপুর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল। চলতি বছরের জানুয়ারিতে ডাকাতদের গুলিতে খরিদায় সঞ্জয় সাহু নামে এক যুবক খুন হয়েছিলেন। ডাকাতি করতে এসে বাধা পেয়ে ওই যুবককে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। তার মাস কয়েক আগে রীতা সাউ নামে এক মহিলাও দুষ্কৃতীদের গুলিতে খুন হন। গত বছর নভেম্বরে এই রকম গণ্ডগোলপ্রবণ এলাকায় এসে আইসি স্বপন দত্ত নিজেই বদলির আবেদন করে রেখেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। |