টুকরো খবর |
তরুণীর মৃত্যু, ধরার দাবি অভিযুক্তদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক তরুণীর অপমৃত্যুর ঘটনায় যাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের গ্রেফতারের দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন এলাকার মানুষ। ১৯ জুলাই বিকেলে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় সোনালি দত্ত নামে এক তরুণীর দেহ উদ্ধার হয় মেদিনীপুর শহরের মিরবাজারের বিমলপুকুর পাড়ে নিজের বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী শান্তনু সামন্ত নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের মধ্যে আলোচনা করে তাঁদের বিয়ের দিনও ঠিক হয়। অভিযোগ, এরপরই বরপণের জন্য ৩ লক্ষ টাকা চেয়ে বসে যুবকের পরিবার। যুবতীর পরিবারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়, এত টাকা এই সময়ের মধ্যে জোগাড় করা সম্ভব নয়। বিষয়টি জানতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়েন সোনালি। ওই দিন বিকেলে তিনি গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপরই মৃতার বাবা পুলিশের কাছে ওই যুবক ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু এখনও কাউকে গ্রেফতার না করায় এলাকায় ক্ষোভ ছড়ায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার মেদিনীপুর কোতয়ালি থানায় এসে লিখিত আবেদনপত্র দেন এলাকার মানুষ। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তরা ‘পলাতক’। তাঁদের খোঁজ চলছে। |
বিক্ষোভ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নবম শ্রেণি থেকে যৌনশিক্ষা চালুর প্রতিবাদে বুধবার জেলা জুড়ে বিক্ষোভ-সভা করল ডিএসও। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ের ওই সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক পাত্র, কুমারেশ দে প্রমুখ। সবং, বেলদা, ঝাড়গ্রাম, খড়্গপুরেও এই কর্মসূচি পালিত হয়েছে বলে ডিএসও’র পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিন ওই প্রস্তাবের প্রতিলিপিও পোড়ানো হয়। ডিএসও’র জেলা সম্পাদক ভীম মণ্ডলের বক্তব্য, “কুশিক্ষা দিয়ে নৈতিক মান শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। বিগত বামফ্রন্ট সরকারের এই নীতির প্রতিবাদে আন্দোলন গড়ে তোলা হয়েছিল। পরিবর্তিত রাজ্য সরকার আগের সরকারেরই পদাঙ্ক অনুসরণ করছে।” |
বাড়িতে লরির ধাক্কা, জখম ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ঢুকে পড়ল বসতিতে। জখম হলেন দু’জন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে মেদিনীপুর সদর ব্লকের জামকুণ্ডায়। জখম রামজিৎ মুর্মু ও সম্বারী মুর্মুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনই চিকিৎসাধীন। জামকুন্ডার উপর দিয়েই চলে গিয়েছে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়ক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রাতে কেশপুরের দিক থেকে একটি লরি মেদিনীপুরের দিকে আসছিল। জামকুণ্ডার কাছে এসে সেটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশেই রয়েছে বসতি এলাকা। লরিটি একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। দেওয়াল ভেঙে পড়ে খাটিয়ার উপর। সেখানে শুয়েছিলেন মুর্মু দম্পতি। দু’জনই জখম হন। |
গড়বেতায় প্রহৃত তৃণমূল সমর্থক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাজারে সব্জি বিক্রি করে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে প্রহৃত হলেন তৃণমূলেরই এক সমর্থক। আনসার পাঠান নামে ওই ব্যক্তির বাড়ি গড়বেতা থানার খড়কুশমায়। জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে সবজি বিক্রি করতে আমলাগোড়ার বাজারে এসেছিলেন আনসার। বাড়ি ফেরার পথে চাঁদাবিলায় তাঁকে তৃণমূল কর্মী সমর্থকরা মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, খড়কুশমায় তৃণমূলের দুটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ ঘটনা সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই জের। |
মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর লোকাল থানার দক্ষিণ খেলাড়ে। বুধবার সকালে গ্রামেই দেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃতার নাম গীতা সিংহ (৩৮)। জ্ঞান সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে খবর। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এটি খুন না আত্মহত্যা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। |
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দাঁতন স্টেশন এলাকায়। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬৮। এ দিন ওই ব্যক্তি দাঁতন স্টেশন থেকে সরাইবাজার যাওয়ার পথের বন্ধ লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। সেই সময়ই একটি ট্রেন তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খড়্গপুর রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর চাঁদমারি হাসপাতালে পাঠিয়েছে। |
স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
মঙ্গলবার খড়্গপুর শহরের গোলবাজারের দুর্গামন্দিরে আয়োজিত হল প্রয়াত সাংসদ নারায়ণ চৌবের পঞ্চদশ স্মরণসভা। মানস-গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এই সভায় ‘খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ’ বিষয়ে বক্তৃতা দেন নব দত্ত। বক্তব্য রাখেন নন্দদুলাল রায়চৌধুরী, মুনমুন চৌধুরী। ছিলেন জহরলাল পাল, সাধন সর্বজ্ঞ প্রমুখ। |
সাধারণ সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর শহরের মালঞ্চ মোড়ে তেলেগু বিদ্যাপীঠে আয়োজিত হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সভা। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। সভার শেষে সংস্থার সভাপতি ও সম্পাদক মনোনীত হন পি কোটেশ্বর রাও ও জগদীশ প্রসাদ অগ্রবাল। |
মৃত ১ |
লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হল বেলদা বাইপাসে। মৃতের নাম রবীন্দ্রনাথ দাস (৩৫)। বাড়ি বেলদায়। বাইপাসের ধারে চায়ের দোকান ছিল তাঁর। বুধবার দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই বেলদা থেকে এগরাগামী লরিটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ লরিটি আটক করেছে। তবে চালক পলাতক। |
|